Class 10

Class 10 Geography Chapter 10 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ১০ “ভারতের জলবায়ু ” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা দশম শ্রেণির ভূগোল দশম অধ্যায় “ভারতের জলবায়ু” অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Geography Chapter 10 Question Answer

Class 10 Geography Chapter 10 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ১০ “ভারতের জলবায়ু ” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

1. সঠিক উত্তরটি শনাক্ত করো:

1. ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য ঋতু পরিবর্তন / অত্যাধিক উষ্ণতা / অত্যাধিক বৃষ্টিপাত।

উত্তর: ঋতু পরিবর্তন

2. ভারতের একটি স্থানীয় বায়ু মৌসুমি / লু / আশ্বিনের ঝড়।

উত্তর: লু 

3. মৌসুমি বিস্ফোরণ হয় বর্ষাকালে / গ্রীষ্মকালে / শরৎকালে-এর শেষে।

উত্তর: গ্রীষ্মকালে 

4. আশ্বিনের ঝড় হয় শরৎকালে / বর্ষাকালে / শীতকাল।

উত্তর: শরৎকালে 

5. বছরে দুবার বৃষ্টি হয় মৌসিনরামে / হিমালয় পার্বত্য আঞ্চলে / তামিলনাড়ু উপকূল।

উত্তর: তামিলনাড়ু উপকূল

6. পশ্চিমা ঝঞ্ঝা দেখা যায় শীতকালে / গ্রীষ্মকালে / শরৎকালে ।

উত্তর: শীতকালে 

7. মৌসুমি কথাটির অর্থ ঋতু / বৃষ্টি / বায়ু।

উত্তর: ঋতু 

8. ভারত বৃষ্টিপাতের অধিকাংশই পরিচলন / শৈলোৎক্ষেপ / ঘূর্ণবাত পদ্ধতিতে হয়।  

উত্তর: শৈলোৎক্ষেপ 

9. মৌসুমি বিস্ফোরণের ফলে গ্রীষ্মকাল / বর্ষাকাল / শীতকাল -এর সূচনা হয়।

উত্তর: বর্ষাকাল 

10. দক্ষিণ ভারতের জলবায়ু চরমভাবাপন্ন / সমভাবাপন্ন / নাতিশীতোষ্ণ প্রকৃতির।

উত্তর: সমভাবাপন্ন 

11. আম্লবৃষ্টি দেখা যায় উত্তর / পূর্ব ভারতে / দক্ষিন ভারতে।

উত্তর: দক্ষিন ভারতে

2. ঠিক অথবা ভুল নির্ণয় করো:

1. মৌসুমি বায়ু হল সমুদ্রবায়ু ও স্থলবায়ুর  বৃহৎ সংস্করণ।

উত্তর: ঠিক 

2. শরৎকালে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ও সমভূমি অংশে যে ঝড়বৃষ্টি হয়, তাকে বলে কাল বৈশাখি।

উত্তর:  ভূল 

3. এপ্রিল-মে মাসে উত্তর-পশ্চিম ভারতে যে ধূলিঝড় হয়, তাকে বলে লু।

উত্তর: ভূল 

4. ভারতীয় উপদ্বীপের তিনদিকে সমুদ্র থাকায় সুদীর্ঘ উপকূলীয় আঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন।

উত্তর: ঠিক 

5. বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে ৭৫% কম হলে, সেই পরিস্থিতিকে তীব্রখরা বলে।

উত্তর: ঠিক 

6. শিলং বৃষ্টিচ্ছায় আঞ্চলের অন্তর্গত।

উত্তর: ঠিক 

7. শরৎকালে পশ্চিমবঙ্গে যে ঝড়বৃষ্টি হয়, তাকে কালবৈশাখী বলে।

উত্তর: ভূল 

8. পর্বতের আনুবাত ঢালে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে।

উত্তর: ঠিক 

9. উত্তর-পূর্ব মৌসুমি বায়ু প্রকৃতপক্ষে উত্তর-পূর্ব আয়ন বায়ু।

উত্তর: ঠিক 

10. পশ্চিমা ঝাঞ্জা শীতকালে বৃষ্টিপাত বা তুষারপাত ঘটায়।

 উত্তর: ঠিক 

11. করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টি হয়।

উত্তর: ঠিক 

12. দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ু ভারতের বৃষ্টিপাতকে নিয়ন্ত্রন করে।

উত্তর:  ভূল 

13. লু একপ্রকার অত্যন্ত উষ্ণ ও শুষ্ক বাতাস। 

উত্তর: ঠিক 

14. পশ্চিমবঙ্গের আম্রবৃষ্টি হয়।

উত্তর: ভূল 

15. মৌসুমি কথাটির অর্থ ঋতু।

উত্তর: ঠিক 

16. ভারতের জলবায়ু নাতিশীতোষ্ণ মৌসুমি প্রকৃতির।

উত্তর: ভূল 

3. শূন্যস্থান পূরণ করো:

1. ভারতের ___ জলবায়ুর দেশ বলা হয়।

উত্তর: মৌসুমি

2. কর্ণাটকে আম্রবৃষ্টি ___ নামে পরিচিত।

উত্তর: Cherry blossoms

3. কালবৈশাখী ঝড়কে অসমে ___ বলে। 

উত্তর: বরদৈছলা

4. ___ বায়ু স্থানীয়ভাবে আবহাওয়া ও জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। 

উত্তর: স্থানীয়

5. ভারতে প্রবাহিত ___ বায়ু একটি সাময়িক বায়ু। 

উত্তর: মৌসুমি 

6. ___ ভারতের একটি শীতল মরু-মালভূমি। 

উত্তর: লাদাখ

7. শীতকালে ___ উপকূল বৃষ্টি হয়। 

উত্তর: তামিলনাড়ুর করমণ্ডল

8. ___ মৌসুমি বায়ু শীতল ও শুষ্ক। 

উত্তর: উত্তর-পূর্ব

9. মৌসুমি কথাটি আরবীয় শব্দ ___ থেকে নেওয়া হয়েছে। 

উত্তর: মৌসিম 

10. দক্ষিণ ভারতে গ্রীষ্মকালে ব্জ্রবিদ্যুৎসহ যে বৃষ্টি হয়, তাকে ___ বলে। 

উত্তর: আম্রবৃষ্টি 

11. ভারতের জলবায়ু ___ বায়ু দ্বারা সর্বাধিক প্রভাবিত। 

উত্তর: মৌসুমি 

12. ___ উপকূলে বছরে দুবার বৃষ্টি হয়। 

উত্তর: তামিলনাড়ুর করমন্ডল 

13. ভারতের ___ জলবায়ুর দেশ বলা হয়। 

উত্তর: মৌসিনরাম

4. সামঞ্জস্য বিধান করো: 

1. 

বাঁদিকডানদিক
কালবৈশাখীউত্তর-পশ্চিম ভারত
আঁধিব্রহ্মপুত্র উপত্যকা
বরদৈছিলাওড়িশা ও দক্ষিণবঙ্গের উপকূল
আম্রবৃষ্টিনিন্মগাঙ্গেয় সমভূমি
আশ্বিনের ঝড়কেরালা

উত্তর:

বাঁদিকডানদিক
কালবৈশাখীনিন্মগাঙ্গেয় সমভূমি
আঁধিউত্তর-পশ্চিম ভারত
বরদৈছিলাব্রহ্মপুত্র উপত্যকা
আম্রবৃষ্টিকেরালা
আশ্বিনের ঝড়ওড়িশা ও দক্ষিণবঙ্গের উপকূল

2.

বাঁদিকডানদিক
ভারতউষ্ণ ও শুষ্ক বায়ু
মৌসিনরামপৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান
শরৎকালভারতকে আটটি জলবায়ু আঞ্চলে ভাগ করেন
লুমৌসুমি বায়ুর দেশ
কোপেনমৌসুমি বায়ুর প্রত্যাগমনকাল

উত্তর:

বাঁদিকডানদিক
ভারতমৌসুমি বায়ুর দেশ
মৌসিনরামপৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান
শরৎকালমৌসুমি বায়ুর প্রত্যাগমনকাল
লুউষ্ণ ও শুষ্ক বায়ু
কোপেনভারতকে আটটি জলবায়ু আঞ্চলে ভাগ করেন

Class 10 Geography Chapter 10 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ১০ “ভারতের জলবায়ু ” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

Shares:

Related Posts

west-bengal-madhyamik-class-10-physical-science-2024
Class 10

West Bengal Madhyamik (Class 10) Physical Science 2024 | মাধ্যমিক দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র ২০২৪ 

এই নিবন্ধে আমরা মাধ্যমিক (দশম) শ্রেণির ২০২৪ সালের ভৌতবিজ্ঞান প্রশ্ন সম্পর্কে জানবো। West Bengal Madhyamik (Class 10) Physical Science Question Paper 2024 West Bengal Madhyamik (Class 10) Physical Science 2024
class-10-physical-science-chapter-09-mcq-answer
Class 10

Class 10 Physical Science Chapter 09 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৯ তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর নবম অধ্যায় অর্থাৎ তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এর বেশ কিছু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Physical Science
Class 10

 Class 10 Geography Chapter 06 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০৬ “বায়ুপ্রবাহ, বায়ুর আর্দ্রতা এবং অধঃক্ষেপণ” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 

এই নিবন্ধে আমরা দশম শ্রেণির ভূগোল পঞ্চম অধ্যায় " বায়ুপ্রবাহ, বায়ুর আর্দ্রতা এবং অধঃক্ষেপণ ” অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Geography Chapter 06 Question Answer  Class 10 Geography Chapter
Class-10-Life-Science-Chapter-01
Class 10

Class 10 Life Science Chapter 01 T&F Very Short QnA | দশম শ্রেণী জীব বিদ্যা অধ্যায় ০১ এর সত্য মিথ্যা ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

Class 10 Life Science Chapter 01 T&F Very Short QnA | দশম শ্রেণী জীব বিদ্যা অধ্যায় ০১ এর সত্য মিথ্যা ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *