Class 6Uncategorized

Class 6 Geography Chapter 10 Question Answer ষষ্ঠ শ্রেনীর ভূগোল অধ্যায় ১0 ” আমাদের দেশ ভারত ” প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা ষষ্ঠ শ্রেণির ভূগোল দশম  অধ্যায় আমাদের দেশ ভারত”
প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 06 Geography Chapter 10 Question Answer

Class 6 Geography Chapter 10 Question Answer ষষ্ঠ শ্রেনীর ভূগোল অধ্যায় ১0 ” আমাদের দেশ ভারত ” প্রশ্ন উত্তর

১। সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – 1

১. কোনটি মাটি ক্ষয়ের কারণ নয়?—
(A) গাছ কাটা
(B) পশুচারণ
(C) জলপ্রবাহ
(D) ধাপ চাষ
উত্তর:
ধাপ চাষ

২. পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ অবস্থিত—
(A) হিমাচল
(B) হিমাদ্রি
(C) শিবালিক
(D) টেথিস হিমালয়ে
উত্তর:
হিমাদ্রি

৩. পোর্তুগিজ সংস্কৃতির ছোঁয়া মেলে ভারতের
(A) রাজস্থান
(B) গোয়া
(C) কর্ণাটক
(D) পশ্চিমবঙ্গ রাজ্যের অধিবাসীদের মধ্যে
উত্তর:
গোয়া

৪. কাঞ্চনজঙ্ঘার উচ্চতা হল—
(A) 8848 মিটার
(B) 8611 মিটার
(C) 8598 মিটার
(D) 7138 মিটার
উত্তর:
8598 মিটার

৫. কয়াল বলতে বোঝায়—
(A) লবণাক্ত উপহ্রদ
(B) জলাভূমি
(C) হ্রদ
(D) পুকুর-কে
উত্তর:
লবণাক্ত উপহ্রদ

৬. গোরুমারা জাতীয় উদ্যান বিখ্যাত—
(A) একশৃঙ্গ গন্ডার
(B) রেডপান্ডা
(C) বাঘ
(D) হরিণ-এর জন্য
উত্তর:
একশৃঙ্গ গন্ডার

৭. ভারতে সর্বাধিক অঞ্চল জুড়ে অবস্থান করছে—
(A) পলি
(B) কালো
(C) লাল
(D) মরু মাটি
উত্তর:
পলি

৮. ভারতের কৃষিতে—
(A) লাল
(B) কালো
(C) পার্বত্য
(D) পলি মাটির গুরুত্ব সর্বাধিক
উত্তর:
পলি মাটির গুরুত্ব সর্বাধিক

৯. দণ্ডকারণ্য উচ্চভূমির শিহাওয়া হল—
(A) মহানদী
(B) অজয়
(C) নর্মদা
(D) তাপি নদীর উৎস
উত্তর:
মহানদী

১০. লিভার ও পেটের অসুখ সারায়—
(A) চিরতা
(B) বাসক
(C) নিম
উত্তর:
চিরতা

১১. সবুজবিপ্লব ঘটেছিল—
(A) ধান
(B) গম
(C) পাট
(D) মিলেট চাষকে কেন্দ্র করে
উত্তর:
গম

১২. গুজরাতি হল—
(A) গুজরাটের ভাষা
(B) মহারাষ্ট্র-এর ভাষা
(C) পশ্চিমবঙ্গ-এর ভাষা
(D) ত্রিপুরা-এর ভাষা
উত্তর:
গুজরাটের ভাষা

১৩. গণেশ চতুর্থী পালিত হয়—
(A) মহারাষ্ট্র
(B) পশ্চিমবঙ্গ
(C) মধ্যপ্রদেশ
(D) বিহার রাজ্যে
উত্তর:
মহারাষ্ট্র

১৪. হিমালয় পর্বতশ্রেণির একেবারে দক্ষিণ রয়েছে—
(A) শিবালিক
(B) হিমাদ্রি
(C) হিমাচল
উত্তর:
শিবালিক

১৫. তুলো চাষের অনুকূল উষ্ণতা হল—
(A) 25-30°
(B) 20-35°
(C) 30-40°
(D) 25-40° সে
উত্তর:
20-35°

১৬. পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ হল—
(A) মাজুলি
(B) সাগরদীপ
(C) সজনেখালি
উত্তর:
মাজুলি

১৭. কালো মাটি গঠিত হয়—
(A) ব্যাসল্ট
(B) বেলেপাথর
(C) পাললিক
(D) গ্রানাইট শিলা থেকে
উত্তর:
ব্যাসল্ট

১৮. ক্রান্তীয় পাতাঝরা অরণ্যের প্রধান গাছ—
(A) রবার
(B) খেজুর
(C) আম
উত্তর
: আম

১৯. সিন্ধুনদের মোহানা—
(A) বাংলাদেশ
(B) ভারত
(C) পাকিস্তানে
(D) আফগানিস্থানে অবস্থিত
উত্তর:
পাকিস্তানে

২০. জমিতে জল দাড়ালে—
(A) ধান চাষের তেমন কোনো ক্ষতি হয় না
(B) গম চাষের তেমন কোনো ক্ষতি হয় না
(C) চা চাষের তেমন কোনো ক্ষতি হয় না
(D) কফি চাষের তেমন কোনো ক্ষতি হয় না
উত্তর:
ধান চাষের তেমন কোনো ক্ষতি হয় না

২১. ভারতের বৃহত্তম আদিবাসী সম্প্রদায় হল—
(A) ভিল
(B) গোন্ড
(C) টোডা
(D) কিন্নর
উত্তর:
গোন্ড

২২. পার্বত্য অঞ্চলের হিউমাসযুক্ত তালু জমি
(A) ধান
(B) তুলো
(C) গম
(D) চা চাষের পক্ষে উপযুক্ত
উত্তর:
চা চাষের পক্ষে উপযুক্ত

২৩. ভারতের ভৌগোলিক সীমানার মধ্যে প্রবাহিত নদী হল—
(A) গঙ্গা
(B) লুনি
(C) সিন্ধু
(D) গোদাবরী
উত্তর:
লুনি

২৪. পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালের অরণ্যটির নাম—
(A) কাঁটাঝোপ ও গুল্মজাতীয়
(B) নাতিশীতোষ
(C) পাতাঝরা
(D) চিরসবুজ অরণ্য
উত্তর:
চিরসবুজ অরণ্য

২৫. মালাবার উপকূলের আবদ্ধ জলাভূমিকে বলে—
(A) হ্রদ
(B) কয়াল
(C) উপহদ
(D) লেগুন
উত্তর:
কয়াল

২৬. ভারতের সংযোগকারী ভাষা—
(A) বাংলা
(B) হিন্দি
(C) ইংরেজি
উত্তর:
হিন্দি

২৭. মূলত বাণিজ্যের কারণে যে ফসল চাষ করা হয়, তাকে বলে—
(A) রবি ফসল
(B) অর্থকরী ফসল
(C) খরিফ ফসল
(D) পানীয় ফসল
উত্তর:
অর্থকরী ফসল

২৮. ভারতের একটি পানীয় ফসল—
(A) তৈলবীজ
(B) চা
(C) ধান
(D) কফি
উত্তর:
চা

২৯. উচ্চতা বাড়লে তাপমাত্রা
(A) বাড়বে
(B) কমবে
(C) একই থাকবে
(D) হ্রাসবৃদ্ধি ঘটবে
উত্তর:
কমবে

৩০. মালাবার উপকূলের আবদ্ধ জলাভূমিকে বলে—
(A) হ্রদ
(B) কয়াল
(C) উপহদ
(D) লেগুন
উত্তর:
কয়াল

৩১. একটি খাদ্য ফসলের নাম—
(A) ধান
(B) চা
(C) ডাল
(D) গম
উত্তর:
ধান

৩২. ভারতের দক্ষিণ অংশের জলবায়ু
(A) চরমভাবাপন্ন
(B) সমভাবাপন্ন
(C) উষ্ণভাবাপন্ন
(D) কোনোটিই নয়
উত্তর:
সমভাবাপন্ন

৩৩. উত্তরপ্রদেশে—
(A) লু
(B) কালবৈশাখী
(C) আঁধি
(D) আশ্বিনের ঝড় দেখা যায়
উত্তর:
লু

৩৪. সিঙ্কোনা গাছ জন্মায় পশ্চিমবঙ্গের প্রধানত—
(A) উত্তর 24 পরগনা
(B) দার্জিলিং
(C) হুগলি
(D) বর্ধমান জেলায়
উত্তর:
দার্জিলিং

৩৫. পলি মাটিতে ভালো জন্মায়—
(A) ধান
(B) তুলো
(C) মিলেট
(D) চা
উত্তর:
ধান

৩৬. খুব ভালো তুলো চাষ করা হয়—
(A) মহারাষ্ট্রে
(B) পশ্চিমবঙ্গে
(C) ওডিশায়
(D) গুজরাটে
উত্তর:
গুজরাটে

২। সত্য/মিথ্যা নির্বাচন করো

১.ভারতে প্রায় 5050 রকমের গাছ দেখা যায়।
উত্তর:
সত্য
২. ভারতের গুজরাতে সর্বাধিক তুলো জন্মায়।
উত্তর:
সত্য
৩. মরুভূমিতে দিনেরবেলা বেশি গরম লাগে।
উত্তর:
সত্য
৪. ভারতে মৌসুমি বায়ুর প্রভাব দেখা যায় পশ্চিমবঙ্গ ও অসম রাজ্যে।
উত্তর:
মিথ্যা
৫. রয়্যাল বেঙ্গল টাইগার একটি বিলুপ্ত প্রাণী।
উত্তর:
মিথ্যা
৬. দেরাদুন সিন্ধুনদের পাশে গড়ে ওঠা একটি বন্দর।
উত্তর:
মিথ্যা
৭. সমভূমিতেই বেশি মানুষ বসবাস করে।
উত্তর:
সত্য
৮. কন্যাকুমারিকা হল ভারতের মূল ভূখণ্ডে উত্তরতম বিন্দু।
উত্তর:
মিথ্যা
৯. রোজউড হল একটি চিরসবুজ অরণ্যের একটি উদ্ভিদ ।
উত্তর:
সত্য
১০. হিমাদ্রি ও হিমাচল হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে বলে ‘দুল।
উত্তর:
মিথ্যা
১১. ভারত নিরক্ষরেখার উত্তরে অবস্থিত।
উত্তর:
সত্য

শূন্যস্থান পূরন করো

১. ভারত পৃথিবীর বৃহত্তম ___দেশ ।
উত্তর:
গণতান্ত্রিক
২. কচ্ছের রানে বুনো ___দেখা যায়।
উত্তর:
গাধা
৩. চারিদিকে জলভাগ পরিবেষ্টিত ভূভাগকে বলে___ ।
উত্তর:
দ্বীপ
৪. নর্মদা নদী উপসাগরে মিশেছে___ উপসাগরে ।
উত্তর:
খাম্বাত
৫. জমির উর্বরতা বৃদ্ধি করতে জমিতে___ দিতে হয়।
উত্তর:
সার
৬. পশ্চিমঘাট পর্বতের ___দিকের ঢালে বৃষ্টিচ্ছায় অল সৃষ্টি হয়েছে।
উত্তর:
পূর্ব
৭. ___রাজস্থানের মরু অঞ্চলে দেখা যায়।
উত্তর :
উট
৮.
___পাখিরা শীতকালে শীতপ্রধান দেশ ছেড়ে আমাদের দেশে আসে।
উত্তর:
পরিযায়ী
৯. তাপি নদী ___উপসাগরে পড়েছে ।
উত্তর:
খাম্বাত

১. টোডা আদি জনগোষ্ঠীর মানুষেরা ‘টোডা’ ব্যতীত অপর কোন্ ভাষায় কথা বলে থাকেন?
উত্তর:
তামিল।
২. ভারতের পশ্চিমতম অংশের দ্রাঘিমা কত?
উত্তর:
68°7’ পূর্ব দ্রাঘিমা।
৩. বাংলাদেশ ভারতের কোন্ দিকে অবস্থিত?
উত্তর:
পূর্বদিকে।
৪. টোডা আদি জনগোষ্ঠীর মানুষেরা ‘টোডা’ ব্যতীত অপর কোন্ ভাষায় কথা বলে থাকেন?
উত্তর:
তামিল।
৫. গোরুমারা কী জন্য বিখ্যাত?
উত্তর:
এটি সংরক্ষিত অরণ্য।
৬. পদ্মা ও যমুনার মিলিত প্রবাহের নাম কী?
উত্তর:
মেঘনা।
৭. ব্রহ্মপুত্র নদ কোন্ হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে?
উত্তর:
চেমায়ুং দং হিমবাহ থেকে।
৮. পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের নাম কী?
উত্তর:
ভারতবর্ষ
৯. ভারতের নবীন পলিমাটি কী নামে পরিচিত ?
উত্তর:
খাদার ।
১০. কীসের উপস্থিতির জন্য ল্যাটেরাইট মাটি ইটের মতো গাঢ় লাল রঙের দেখায় ?
উত্তর:
লৌহ অক্সাইডের।
১১. মালভূমি অঞ্চলে কোন্ মাটি লক্ষ করা যায় ?
উত্তর:
ল্যাটেরাইট মাটি।
১২. মরু অঞ্চলের মাটিতে কী জাতীয় শস্য চাষ করা হয় ?
উত্তর:
মিলেট জাতীয় শস্য (জোয়ার, বাজরা, রাগি)।
১৩. কোন্ মাটির দানা মোটা ও ছিদ্রযুক্ত হয় ?
উত্তর:
মরু অঞ্চলের মাটির।
১৪. ভারতের কোথায় মরু অঞ্চলের মাটি লক্ষ করা যায় ?
উত্তর:
রাজস্থানের মরু অঞ্চলে।
১৫. কীরকম জলবায়ুতে পার্বত্য অঞ্চলের মাটি সৃষ্টি হয় ?
উত্তর:
আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ুতে।
১৬. পার্বত্য অঞ্চলের মাটিতে কী কী চাষ ভালো হয় ?
উত্তর:
চা, কফি ও বিভিন্ন ধরনের মশলা।
১৭. দাক্ষিণাত্যের কোথায় পার্বত্য অঞ্চলের মাটি দেখা যায় ?
উত্তর:
নীলগিরি পার্বত্য অঞ্চলে।
১৮. কোন্ অঞ্চলের মাটির জলধারণ ক্ষমতা কম এবং অনুর্বর ?
উত্তর:
মরু অঞলের মাটি।
১৯. ভারতের কোন্ রাজ্যে প্রচুর বৃষ্টি হয় ?
উত্তর:
মেঘালয়ে।
২০. মাটি ক্ষয়ের একটি কারণ লেখো।
উত্তর:
গাছ কেটে ফেলার ফলে মাটির ক্ষয় দ্রুত হয়।
২১. মাটি সংরক্ষণের একটি উপায় লেখো।
উত্তর:
পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা।
২২. কোণ রেখা ভারত কে উত্তর ও দক্ষিণে সমান দুভাগে ভাগ করেছে?
উত্তর:
কর্কটক্রান্তি রেখা।
২৩. কত ডিগ্রি দ্রাঘিমারেখা ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে?
উত্তর:
80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখা।
২৪. ভারতের মূল ভূখন্ডের দক্ষিণ তম স্থলবিন্দু র নাম কি?
উত্তর:
কন্যা কুমারী।
২৫. ভারতের দক্ষিণ তম স্থল বিন্দুর নাম কি?
উত্তর:
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট।
২৬. বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা কয়টি?
উত্তর:
28 টি।
২৭. বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত রাজ্যের সংখ্যা কয়টি?
উত্তর:
9 টি।
২৮. ভারতের রাজধানীর নাম কী?
উত্তর:
নতুন দিল্লি।
২৯. ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি?
উত্তর:
22 টি।
৩০. 1956 সালে ভারতের রাজ্য ভাগ করার প্রধান ভিত্তি কি ছিল?
উত্তর:
ভাষা।
৩১. ভারতের অনুর্বর প্রাচীন পলিমাটি কী নামে পরিচিত ?
উত্তর:
ভাঙর।
৩২. কোন্ মাটি তুলো চাষের জন্য আদর্শ ?
উত্তর:
কালো মাটি।
৩৩. রূপান্তরিত শিলা চূর্ণবিচূর্ণ হয়ে কোন মাটি সৃষ্টি হয় ?
উত্তর:
লাল মাটি।
৩৪. লাল মাটিতে কীসের পরিমাণ বেশি থাকে বলে লাল রঙের হয় ?
উত্তর:
লোহার।
৩৫. লাল মাটিতে কী কী ফসল চাষ করা হয় ?
উত্তর:
রাগি, বাদাম, তামাক, ধান, ছোলা।

৩৬. পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে কোন্ মাটি দেখা যায় ?
উত্তর:
লাল মাটি।
৩৭. শুষ্ক ও আর্দ্র অঞ্চলে কোন্ মাটি দেখা যায় ?
উত্তর:
ল্যাটেরাইট মাটি।
৩৮. আয়তনের বিচারে ভারত পৃথিবীর কত তম দেশ?
উত্তর:
সপ্তম বৃহত্তম।
৩৯. 2011 সালের জনগণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যা কত?
উত্তর:
প্রায় 121 কোটি।
৪০. জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত?
উত্তর:
দ্বিতীয়।
৪১. ভারতের বৃহত্তম শহরের নাম কি?
উত্তর:
মুম্বাই।
৪২. ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি?
উত্তর:
রাজস্থান।
৪৩. ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কী?
উত্তর:
গোয়া।
৪৪. ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য এর নাম কী?
উত্তর:
উত্তর প্রদেশ।
৪৫. ভারতের জন বিরল রাজ্য কোনটি?
উত্তর:
সিকিম।
৪৬. ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি?
উত্তর:
গডউইন অস্টিন।
৪৭. ভারতের দীর্ঘ তম হিমবাহের নাম কী?
উত্তর:
কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ।
৪৮. হিমালয় কথার অর্থ কি?
উত্তর:
বরফের গৃহ।
৪৯. হিমালয় উত্তর থেকে দক্ষিণে কয় টি ভাগে ভাগ করা হয় ও কি কি ?
উত্তর:
তিনটি, সবচেয়ে উত্তরে হিমাদ্রি, তারপর হিমাচল ও সবশেষে শিবালিক ।
৫০. হিমালয়ের কোন অংশের উচ্চতা সবচেয়ে বেশি?
উত্তর:
হিমাদ্রি হিমালয়ের উচ্চতা সবচেয়ে বেশি।
৫১. ভারতের তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি?
উত্তর:
কাঞ্চনজঙ্ঘা।
৫২. ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল কোথায় অবস্থিত?
উত্তর:
তিব্বতের মানস সরোবর এর নিকট চেমাং দং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়।
৫৩. তিব্বতে ব্রহ্মপুত্র নদী কি নামে পরিচিত?
উত্তর:
সাংপো নামে পরিচিত।
৫৪. বাংলাদেশে ব্রহ্মপুত্র নদী কি নামে পরিচিত?
উত্তর:
যমুনা।
৫৫. পদ্মা ও যমুনা নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত?
উত্তর:
মেঘনা।
৫৬. সিন্ধু নদের উৎপত্তি স্থল উল্লেখ করো?
উত্তর
: তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের একটি হিমবাহ থেকে সিন্ধু নদের উৎপত্তি ঘটে।
৫৭. সিন্ধু নদী কোথায় গিয়ে মিশেছে?
উত্তর:
আরব সাগরে।
৫৮. পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপের নাম কি?
উত্তর
:ব্রহ্মপুত্র নদীর মাজুলি দ্বীপ।
৫৯. গরম কালে পশ্চিমবঙ্গে মাঝে মধ্যে বিকেল বা সন্ধ্যা বেলা যে প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হয় তাকে কি বলে?
উত্তর
:কালবৈশাখী।
৬০. ভারতে জুন জুলাই মাসে কোন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়?
উত্তর:
ভারতে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়।
৬১. শীতকালে ভারতে কোন দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হয়?
উত্তর:
উত্তর পূর্ব দিক থেকে।
৬২. উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে কোথায় বেশি বৃষ্টিপাত হয়?
উত্তর:
কর মন্ডল উপকূলে।
৬৩. শীতকালে ভারতের জলবায়ু কেমন প্রকৃতির হয়?
উত্তর:
এই সময় ভারতের জলবায়ু শীতল ও শুষ্ক প্রকৃতির হয়ে থাকে।
৬৪. শীতকালে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাতের মূল কারণ কি?
উত্তর:
পশ্চিমীঝঞ্জা।
৬৫. পশ্চিম ঘাট পর্বতের উত্তরাংশের নাম কি?
উত্তর:
সহ্যাদ্রী।
৬৬. দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি?
উত্তর:
আনাইমালাই পর্বতের আনাইমুদী।
৬৭. ব্রহ্মপুত্র নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করেছে?
উত্তর:
অরুণাচল প্রদেশ।
৬৮. ভারতের একমাত্র মরুভূমির নাম কী?
উত্তর:
থর মরুভূমি।
৬৯. ভারতের একটি অন্তর্বাহী নদীর উদাহরণ দাও?
উত্তর:
লুণী।
৭০. মালাবার উপকূলে উপহ্রদ গুলিকে কি বলে?
উত্তর:
কয়াল।
৭১. ভারতের মোট দ্বীপের সংখ্যা কয়টি?
উত্তর:
আরব সাগর ও বঙ্গোপসাগর মিলিয়ে ভারতে মোট 290 টি দ্বীপ রয়েছে।
৭২. কত গুলি দ্বীপ নিয়ে লাক্ষা দ্বীপ গঠিত?
উত্তর:
ছোট বড়ো প্রায় 25 টি দ্বীপ নিয়ে লাক্ষা দ্বীপ গঠিত।
৭৩. পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি?
উত্তর:
মাউন্ট এভারেস্ট।
৭৪. শিবালক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যাবৃত অঞ্চল কে কি বলে?
উত্তর:
তরাই।
৭৫. ভারতের প্রধান নদীর নাম কী?
উত্তর:
গঙ্গা।
৭৬. গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায়?
উত্তর:
গঙ্গোত্রী হিমবাহের গোমূখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়।
৭৭. গঙ্গা নদী কোথায় এসে দুটি শাখায় ভাগ হয়েছে?
উত্তর:
মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে।
৭৮. বাংলাদেশে গঙ্গা নদী কি নামে পরিচিত?
উত্তর:
পদ্মা।
৭৯. গঙ্গার প্রধান উপনদীর নাম কি?
উত্তর:
যমুনা।
৮০. গঙ্গা নদীর মোহনা কোথায়?
উত্তর:
বঙ্গোপসাগর।

সংক্ষিপ্ত প্রশ্ন: মান – 2

১. চরমভাবাপন্ন জলবায়ু কাকে বলে?
উত্তর :
সমুদ্র থেকে দূরবর্তী স্থানে অবস্থিত জলবায়ু স্থান গুলিতে ঠান্ডা ও গরম দুটোই বেশি হয় বলে, এদের চরমভাবাপন্ন জলবায়ু বলে।
২. পৃথিবীর সর্বাধিক বৃষ্টি বহুল স্থান কোথায় অবস্থিত?
উত্তর :
ভারতের মেঘালয় রাজ্যের মৌসিন রাম পৃথিবীর সর্বাধিক বৃষ্টি বহুল স্থান।
৩. ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কাকে?
উত্তর :
ভারতবর্ষ কে।
৪. লু ও আঁধি কি?
উত্তর :
গরম কালে উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে দিনের বেলায় অত্যাধিক উষ্ণ শুষ্ক একপ্রকার বায়ু প্রবাহিত হয়, যা লু নামে পরিচিত এবং এই লু এর সাথে ধূলিকণা যুক্ত হলে তাকে আঁধি বলে।
৫. ভারতের মাঝ বরাবর বিস্তৃত কর্কটক্রান্তি রেখা ভারত কে কয়টি জলবায়ু অঞ্চলে ভাগ করেছে ও কি কি?
উত্তর :
ভারতের মাঝ বরাবর বিস্তৃত কর্কটক্রান্তি রেখা ভারত কে দুটি প্রধান জলবায়ু অঞ্চলে বিভক্ত করেছে, যথা – কর্কটক্রান্তি রেখার উত্তরে উপক্রান্তিয় জলবায়ু ও দক্ষিণে ক্রান্তীয় জলবায়ু।
৬. ভারতে কর্কট ক্রান্তীয় রেখার দক্ষিণ অংশে গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয় কেন?
উত্তর :
ভারতের দক্ষিণ অংশ ক্রান্তীয় অঞ্চল তথা নিরক্ষরেখা র নিকটে অবস্থান করাই এখানে সূর্য রশ্মি সারা বছর লম্ব ভাবে কিরণ দেয় বলে গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয়।

Class 6 Geography Chapter 10 Question Answer ষষ্ঠ শ্রেনীর ভূগোল অধ্যায় ১0 ” আমাদের দেশ ভারত ” প্রশ্ন উত্তর

Shares:

Related Posts

class-6-bangla-chapter-15-question-answer
Class 6

Class 6 Bangla Chapter 15 Question Answer ষষ্ঠ শ্রেনীর বাংলা অধ্যায় ১৪’ আশীর্বাদ’ প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা ষষ্ঠ শ্রেণির পঞ্চদশ অধ্যায় " আশীর্বাদ" কবিতার প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 06 Bangla Chapter 15 Question Answer Class 6 Bangla Chapter 15 Question Answer ষষ্ঠ শ্রেনীর
class-6-bangla-chapter-19-question-answer
Class 6

Class 6 Bangla Chapter 19 Question Answer ষষ্ঠ শ্রেনীর বাংলা অধ্যায় ১৯’ শহীদ যতীন্দ্রনাথ দাস ‘ প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা ষষ্ঠ শ্রেণির নবদশ অধ্যায় "শহীদ যতীন্দ্রনাথ দাস" কবিতার প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 06 Bangla Chapte ১৯ Question Answer Class 6 Bangla Chapter 19 Question Answer ষষ্ঠ
class-6-bangla-chapter-18-question-answer
Class 6

Class 6 Bangla Chapter 18 Question Answer ষষ্ঠ শ্রেনীর বাংলা অধ্যায় ১৮’ বঙ্গ আমার জননী আমার ‘ প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা ষষ্ঠ শ্রেণির অষ্টদশ অধ্যায় "বঙ্গ আমার জননী আমার" কবিতার প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 06 Bangla Chapte 18 Question Answer Class 6 Bangla Chapter 18 Question Answer
class-6-bangla-chapter-10-question-answer
Class 6

Class 6 Bangla Chapter 10 Question Answer ষষ্ঠ শ্রেনীর বাংলা অধ্যায় ‘ হাট ‘ প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা ষষ্ঠ শ্রেণির নবম অধ্যায় " হাট " কবিতার প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 06 Bangla Chapter 10 Question Answer Class 6 Bangla Chapter 10 Question Answer ষষ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *