এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর নবম অধ্যায় অর্থাৎ তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এর বেশ কিছু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Physical Science Chapter 9 MCQ Answer |
Class 10 Physical Science Chapter 09 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৯ তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া প্রশ্ন ও উত্তর
Table of Contents
বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি
সঠিক উত্তরটি চিহ্নিত করো : [প্রতিটি প্রশ্নমান-1]
1. একটি রুপোর হারের ওপর সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড রূপে ব্যবহার করা হয়
[A] Pt [B] Au [C] Ag [D] Ag ও Au-র মিশ্রণ
উত্তর :[B] Au
2. পারদ তড়িৎ পরিবহণে সক্ষম, পারদ হল একটি—
[A] তড়িৎ বিশ্লেষ্য [B] আয়নীয় [C] সমযোজী [D] তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ
উত্তর :[D] তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ
3. জলের তড়িৎ বিশ্লেষণের ফলে উৎপন্ন হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত—
[A] 1:8 [B] 2:1 [C] 2:3 [D] 3 : 1
উত্তর :[A] 1:8
4. তড়িৎ লেপনের উদ্দেশ্য হল –
[A] ধাতব বস্তুকে আবহাওয়াজনিত ক্ষয় থেকে রক্ষা করে। [B] ধাতব বস্তুর সৌন্দর্য বৃদ্ধিকরা [C] ধাতব বস্তুর ওজন বৃদ্ধি করা [D] A ও B উভয়ই
উত্তর :[D] A ও B উভয়ই
5. টিনের চামচের ওপর রুপোর প্রলেপ দেওয়ার সময় অ্যানোড রূপে ব্যবহার করা হয়—
[A] টিনের দণ্ড [B] রুপোর দণ্ড [C] জার্মান সিলভারের দণ্ড [D] টিন ও রুপো দ্বারা শংকর ধাতু
উত্তর :[B] রুপোর দণ্ড
6. সিলভার প্লেটিং করতে তড়িৎ বিশ্লেষ্যরূপে নেওয়া হয়—
[A] পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড [B] পটাশিয়াম তারে।সায়ানাইড [C] পটাশিয়াম সায়ানাইড [D] পটাশিয়াম নাইট্রোপ্রসাইড
উত্তর :[A] পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড
7. তড়িৎ বিশ্লেষণ চলাকালীন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ—
[A] গরম হয়ে ওঠে [B] ঠান্ডা হয়ে যায় [C] গরম বা ঠান্ডা কিছুই হয় না [D] গরম হয় অথবা ঠান্ডা হয়
উত্তর :[A] গরম হয়ে ওঠে
৪. নীচের যৌগগুলির মধ্যে তড়িৎ অবিশ্লেষ্য হল—
[A] অ্যাসিটিক অ্যাসিড [B] কার্বনিক অ্যাসিড [C] ক্লোরোফর্ম [D] ফরমিক অ্যাসিড
উত্তর :[C] ক্লোরোফর্ম
9. তড়িৎ লেপনের সময়-
[A] ক্যাথোড ক্ষয়প্রাপ্ত হয়। [B] অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়। [C] ক্যাথোড বা অ্যানোডের ক্ষয় হয় না [D] ক্যাথোড বা অ্যানোড উভয়ই ক্ষয়প্রাপ্ত হয়
উত্তর :[B] অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়।
10. যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয়, তাকে বলা হয়-
[A] ভোল্টামিটার [B] ভোল্টমিটার [C] অ্যামমিটার [D] পোটেনশিও মিটার
উত্তর :[A] ভোল্টামিটার
11. গোল্ড প্লেটিং করতে ক্যাথোড হিসাবে ব্যবহৃত হয় –
[A] বিশুদ্ধ সোনার পাত [B] যে বস্তুর ওপর তড়িৎলেপন করতে হবে সেই বস্তুটি [C] প্লাটিনাম পাত [D] তামার পাত
উত্তর : [B] যে বস্তুর ওপর তড়িৎলেপন করতে হবে সেই বস্তুটি
12. নীচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য নয় ?
[A] অ্যাসিড মিশ্রিত জল [B] লবণের জলীয় দ্রবণ [C] গলিত সোডিয়াম ক্লোরাইড [D] চিনির জলীয় দ্রবণ
উত্তর :[D] চিনির জলীয় দ্রবণ
13. নীচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য ?
[A] ইউরিয়া (H2NCONH2) [B] ইথানল (C2H5OH) [C] অ্যাসিটিক অ্যাসিড (CH3COOH) [D] পাতিত জল
উত্তর :[C] অ্যাসিটিক অ্যাসিড (CH3COOH)
14. কঠিন অবস্থায় কোনটি তড়িৎ পরিবহণ করে না
[A] NaCl [B] PbBr2 [C] বরফ [D] সবকটিই
উত্তর :[D] সবকটিই
15. তড়িৎ বিশ্লেষণের ব্যাবহারিক প্রয়োগ হল –
[A] তড়িৎলেপন [B] তড়িৎ-বিশোধন [C] ধাতু নিষ্কাশন [D] এগুলির সবকটিই
উত্তর :[D] এগুলির সবকটিই
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর :
শূন্যস্থান পূরণ করো : [প্রশ্নমান-1]
1. তড়িৎ বিশ্লেষণ প্রকৃত পক্ষে…………………….. বিক্রিয়া।
2. একটি নিষ্ক্রিয় তড়িদ্বাবের উদাহরণ হল……………………..
3. তড়িৎ লেপনের সময়……………………..- তড়িৎপ্রবাহ……………..সময় ধরে চালনা করা উচিত।
4. তড়িৎ বিশ্লেষণের জন্য সর্বদা……………………………- তড়িৎ ব্যবহার করা অত্যাবশ্যক ।
5. সিলভারের প্রলেপ দিতে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যটি হল…………………………..।
উত্তর : (1)জারণ-বিজারণ। (2)প্লাটিনাম। (3) অল্পমাত্রায় বেশি। (4)…………….. (5)পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড।
(a) সত্য বা মিথ্যা নির্ণয় করো : [ প্রশ্নমান-1]
1. টিনের চামচের উপর রুপোর প্রলেপ দেওয়ার সময় অ্যানোড রূপে ব্যবহার করা হয় রুপোর দণ্ড।
2. একটি তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থ হল গ্লবার লবণ ।
3. তড়িৎলেপনের সময় অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়।
4. একটি সক্রিয় তড়িদ্বারের উদাহরণ হল প্লাটিনাম।
উত্তর : (1)সত্য। (2) মিথ্যা। (3) সত্য। (4) মিথ্যা।
‘অ’স্তম্ভের সঙ্গে ‘আ’স্তম্ভ মেলাও :[প্রশ্নমান-1]
‘অ’ স্তম্ভ
1. তড়িৎ লেপনের উদ্দেশ্য
2. তড়িৎ বিশ্লেষণে প্রস্তুত নয়
3. কঠিন অবস্থায় তড়িৎ পরিবহণ করে না
4. তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ
‘আ’ স্তম্ভ
(a) জিংক
(b) কার্বন টেট্রাক্লোরাইড
(c) স্থায়িত্ব ও সৌন্দর্য্য বৃদ্ধি
(d) বরফ
উত্তর : 1 → (c) 2→(a) 3-(d) 4→(b)
‘অ’ স্তম্ভ
1. অজৈব তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থ
2. নিষ্ক্রিয় তড়িদ্বার
3. তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া
4. অধাতব ক্যাটায়ন
‘আ’ স্তম্ভ
(a) প্লাটিনাম
(b) NH4 +
(c) Sio2 ( সিলিকা)
(d) জারণ-বিজারণ বিক্রিয়া
উত্তর : 1⇒(c) 2→→(a) 3-(d) 4→→(b)
দু-একটি বাক্যে উত্তর দাও : [প্রশ্নমান-১]
1. সামান্য লবণমিশ্রিত চিনির সরবত কী তড়িৎ পরিবহণ করবে?
উত্তর :চিনির দ্রবণ তড়িৎ অপরিবাহী হলেও, খাদ্য লবণের দ্রবণ তড়িতের পরিবাহী। তাই এই মিশ্র দ্রবণটি তড়িৎ পরিবহণ করবে।
2. একটি অজৈব তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের নাম লেখো।
উত্তর : সিলিকা (SiO2) একটি অজৈব তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থ ।
3. তড়িতের অপরিবাহী একটি অধাতব কঠিন মৌলিক পদার্থের উদাহরণ দাও।
উত্তর : তড়িতের অপরিবাহী অধাতব কঠিন মৌলিক পদার্থ হল সালফার (S)।
4. পরিবাহী কয় প্রকার ও কী কী ?
উত্তর : পরিবাহী তিন প্রকার, যথা—
(i) ধাতব পরিবাহী (Au, Cu ইতাদি)
(ii) অধাতব পরিবাহী (গ্রাফাইট)।
(ii) তড়িৎ বিশ্লেষ্য (গলিত বা দ্রবীভূত অবস্থায়)।
5. তড়িৎ বিশ্লেষণ যে পাত্রে করা হয়, তার নাম কী ?
উত্তর : ভোল্টামিটার।
6. তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয় ?
উত্তর : তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
7. একটি জৈব পদার্থের নাম লেখো যার জলীয় দ্রবণ তড়িতের পরিবাহী?
উত্তর : অ্যাসেটিক অ্যাসিড (CH3COOH) হল এমন একটি জৈব পদার্থ যার জলীয় দ্রবণ তড়িতের পরিবাহী।
৪. একটি তড়িৎ কুপরিবাহী পদার্থের উদাহরণ দাও ।
উত্তর : তড়িৎ কুপরিবাহী পদার্থ হল ইথানল।
9. জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড হিসাবে কোন্ ধাতু ব্যবহার করা হয়?
উত্তর : ক্যাথোড হিসাবে প্লাটিনাম ধাতু ব্যবহার করা হয়।
10. মৃদু তড়িৎ বিশ্লেষ্য একটি লবণের উদাহরণ দাও।
উত্তর : সোডিয়াম কার্বনেট (Na2CO3) হল মৃদু তড়িৎ বিশ্লেষ্য লবণের উদাহরণ।
11. তড়িৎ বিশ্লেষণের ব্যাবহারিক প্রয়োগগুলি কী কী ?
উত্তর : তড়িৎ বিশ্লেষণের ব্যাবহারিক প্রয়োগগুলি হল (i) তড়িৎলেপন, (ii) তড়িৎ বিশোধন ও (iii) ধাতু নিষ্কাশন।
12. তড়িৎ বিশ্লেষণ কালে কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয় ?
উত্তর : তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় ।
13. মৃদু তড়িৎবিশ্লেষ্য একটি লবণের উদাহরণ দাও ।
উত্তর : সোডিয়াম কার্বনেট (Na2Co3) হল মৃদু তড়িৎবিশ্লেষ্য লবণের উদাহরণ।
14. একটি তরল পদার্থের নাম করো যা তড়িৎ পরিবহণ করে অথচ তড়িৎ বিশ্লেষ্য নয়।
উত্তর : পারদ হল এমন একটি তরল পদার্থ যা তড়িৎ পরিবহণ করে অথচ তড়িৎ বিশ্লেষ্য নয় ।
15. কোনো ধাতব পদার্থে সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী ব্যবহার করবে ?
উত্তর : এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পটাশিয়াম অরোসায়ানাইড K[Au(CN)2] এর দ্রবণ ব্যবহার করা হয়।
16. তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞা দাও ।
উত্তর : যে পদ্ধতিতে গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত তড়িৎবিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ চালনার ফলে পদার্থটি রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে নতুন ধর্মবিশিষ্ট পদার্থের সৃষ্টি করে, তাকে তড়িৎ বিশ্লেষণ বলে।
17. জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসগুলিকে একসঙ্গে কী বলে?
উত্তর : জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হাইড্রোজেন (H2) গ্যাস ও অ্যানোডে উৎপন্ন অক্সিজেন (O2) গ্যাসকে একসঙ্গে ‘ইলেকট্রোলাইটিক গ্যাস’ বলে।
18. অ্যালুমিনিয়াম ছাড়া অন্য কোন ধাতুকে তড়িৎবিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়?
উত্তর : তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন আরেকটি ধাতু হল সোডিয়াম।
19. একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো।
উত্তর : একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম হল H,SO, (সালফিউরিক অ্যাসিড)।
20. চারটি তড়িৎপরিবাহী পদার্থের নাম লেখো যারা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়।
উত্তর : লোহা, তামা, গ্রাফাইট, বিশুদ্ধ জল।
21. বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য ক্যাথোড ও অ্যানোড হিসেবে কী কী ব্যবহার করা হয় ?
উত্তর : বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য গ্রাফাইট অ্যানোড ও গ্যাস-কার্বন নির্মিত ক্যাথোড ব্যবহার করা হয়।
22. কোনো ধাতব পদার্থে সিলভার বা রুপোর প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী ব্যবহার করবে?
উত্তর : রুপোর প্রলেপ দিতে তড়িৎবিশেষ্যরূপে পটাশিয়াম আর্জোন্টোসায়ানাইড K[Ag(CN)2] এর জলীয় দ্রবণ ব্যবহার করা হয়।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : [ প্রতিটি প্রশ্নমান-2 ]
1. তড়িৎ বিশ্লেষণ বলতে কী বোঝো? উদাহরণ দাও ।
উত্তর : যে প্রক্রিয়ায় কোনো তড়িৎবিশ্লেষ্য পদার্থ গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় ওই পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে পদার্থটি রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে নতুন পদার্থের সৃষ্টি করে, সেই প্রক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ বলে। যেমন—অ্যাসিড : HCI, HNO3, HSO, ক্ষার : NaOH, KOH, লবণ : NaCl, CuSO, প্রভৃতি।
2. তড়িৎ লেপন বলতে কী বোঝো?
উত্তর : তামা, লোহা, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতুর তৈরি বস্তুকে জলবায়ুর প্রকোপ থেকে রক্ষা করার জন্য, সৌন্দর্য ও স্থায়িত্ব বৃদ্ধির জন্য ওইসব দ্রব্যের ওপর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কম সক্রিয় সিলভার, নিকেল, গোল্ড, ক্রোমিয়াম ইত্যাদি ধাতুর প্রলেপ দেওয়া হয়। এই পদ্ধতিকেই তড়িৎলেপন বলে।
3. তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি লেখো।
উত্তর : উদ্দেশ্যগুলি নিম্নরূপ : (i) অধিক সক্রিয় কোনো ধাতু বা ধাতু সংকরের তৈরি বস্তুকে জলবায়ু, বিভিন্ন রাসায়নিক পদার্থ প্রভৃতির ক্রিয়া থেকে রক্ষা করার জন্য তড়িৎলেপনের দ্বারা তার ওপর কম সক্রিয় কোনো ধাতুর প্রলেপ দেওয়া হয়। যেমন—মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য লোহার বস্তুর ওপর নিকেল, টিন, অ্যালুমিনিয়াম, জিংক প্রভৃতি ধাতুর প্রলেপ দেওয়া হয়।
(ii) ধাতুর তৈরি জিনিসকে অধিকতর সুদৃশ্য করার জন্য তড়িৎলেপন করা হয়। যেমন—রুপোর তৈরি গহনার ওপর সোনার প্রলেপ দিয়ে গহনার সৌন্দর্য বৃদ্ধি করা হয়। (iii) ধাতু বা ধাতুনির্মিত বস্তুর পৃষ্ঠতলকে অধিক দৃঢ় ও ঘর্ষণজনিত ক্ষয়রোধী করা
যায়।
4. তড়িৎ বিশ্লেষণ প্রকৃতপক্ষে একটি জারণ-বিজারণ প্রক্রিয়া কেন ?
উত্তর : তড়িৎ বিশ্লেষণ প্রকৃতপক্ষে একটি জারণ-বিজারণ বিক্রিয়া। ইলেকট্রন বর্জন করাকে জারণ এবং ইলেকট্রন গ্রহণ করাকে বিজারণ বলে। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাটায়নগুলি ক্যাথোডে এসে ইলেকট্রন গ্রহণ করে এবং অ্যানায়নগুলি অ্যানোডে এসে ইলেকট্রন বর্জন করে আধানমুক্ত বা প্রশম হয়। সুতরাং বলা যায় অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ ঘটে।
5. তড়িৎদ্বার বলতে কী বোঝো?
উত্তর : তড়িৎ বিশ্লেষণ কোশে বিগলিত বা উপযুক্ত দ্রাবকের মধ্যে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে যে দুটি সুপরিবাহী ধাতবদণ্ড (যেমন Cu, Pt) বা অধাতব (যেমন—গ্রাফাইট, কোক দণ্ড) দণ্ড, আংশিকভাবে নিমজ্জিত অবস্থায় থাকে এবং যে দণ্ডের মধ্য দিয়ে তড়িৎ তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে প্রবেশ করে এবং বেরিয়ে যায়, তাকেই তড়িদ্বার বলে।
6. অ্যানোড মাড কী ?
উত্তর : Cu তড়িদ্বার (ক্যাথোড, অ্যানোড) ব্যবহার করে CuSO, দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করার সময় অ্যানোড ক্রমশ ক্ষয়প্রাপ্ত হতে থাকে ও ক্যাথোড় ক্রমশ পুরু হতে থাকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া শেষ হবার পরে অ্যানোডের নীচে কাদার মতো মূল্যবান ধাতু (Ag, Au, Pt) জমে থাকে। অ্যানোডে সঞ্চিত এই কাদার মতো পদার্থকেই অ্যানোড মাড
বলে।
7. তড়িৎ বিয়োজন কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : বিগলিত কিংবা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি স্বতঃস্ফুর্তভাবে আংশিক বা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন করে। এই ঘটনাকে তড়িৎ বিয়োজন বলে।
উদাহরণ : NaCl যৌগটি বিগলিত কিংবা জ্বলে দ্রবীভূত অবস্থায় বিয়োজিত হয়ে Na* ও CI আয়ন মুক্ত করে। NaCl (গলিত বা দ্রবীভূত) = Na+ + CI –
দীর্ঘ প্রশ্নোত্তর : [ প্রতিটি প্রশ্নমান-5 ]
1. তড়িৎ লেপনের সময় কোন্ কোন্ বিষয়ের ওপর নজর রাখা উচিত ?
উত্তর : তড়িৎ লেপনের সময় প্রদত্ত বিষয়গুলির ওপর নজর রাখা প্রয়োজন—
(i) তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে ধাতব আয়নের পরিমাণ যেন বেশি থাকে। (ii) উক্ত দ্রবণের তড়িৎ-পরিবহণ ক্ষমতা বেশি হওয়া দরকার, যদি পরিবহণ ক্ষমতা কম হয় তবে উচ্চ পরিবহণ ক্ষমতাবিশিষ্ট ধাতব লবণ যোগ করতে হয়।
(iii) ধাতব লবণের দ্রবণটি যেন স্থায়ী হয় ও বাতাসের সংস্পর্শে কোনো রাসায়নিক বিক্রিয়া না করে।
(iv) দ্রবণে অ্যানোডের দ্রবীভূত হওয়ার হার এমন হওয়া উচিত যাতে দ্রবণের ধাতব আয়নের গাঢ়ত্ব সর্বদা স্থির থাকে।
(v) যে ধাতুর ওপর প্রলেপ দেওয়া হবে তার পৃষ্ঠতল মসৃণ ও পরিষ্কার হওয়া দরকার।
2. তড়িৎ বিশ্লেষণের ব্যাবহারিক প্রয়োগগুলি উল্লেখ করো।
উত্তর : ব্যাবহারিক প্রয়োগগুলি নিম্নরূপ—
(i) তীব্রতড়িৎ ধনাত্মক ধাতু, যেমন – Na, K, Ca, Mg, Al প্রভৃতি ধাতুর নিষ্কাশন প্রক্রিয়া তড়িৎ বিশ্লেষণের সাহায্যে সম্পন্ন করা হয়।
(ii) কিছু কিছু ধাতু, যেমন – Cu, Ag, Al প্রভৃতির শোধন প্রক্রিয়ায় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করা হয়।
(iii) হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, সোডিয়াম হাইড্রোক্সাইড প্রভৃতি শিল্পোৎপাদনে এই পদ্ধতি প্রয়োগ করা হয়।
(iv) তড়িৎ-লেপন প্রক্রিয়াটি তড়িৎ বিশ্লেষণের সাহায্যে সম্পন্ন করা হয়।
(v) বিভিন্ন মৌলের রাসায়নিক তুল্যাঙ্ক তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নির্ণয় করা হয়।
3. তড়িৎবিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহণ ক্ষমতা কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?
উত্তর : তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ-পরিবহীন ক্ষমতা নিম্নলিখিত বিষয়গুলির ওপর নির্ভর করে—
(i) তড়িৎবিশ্লেষ্য পদার্থের প্রকৃতি : তীব্র তড়িৎ বিশ্লেষোর ক্ষেত্রে অণুগুলি সম্পূর্ণরূপে বিয়োজিত হয় বলে গলিত অবস্থায় বা দ্রবণে আয়নের সংখ্যা বেশি হয় ও তার ফলে তড়িৎ পরিবহন ক্ষমতাও বেশি হয়। মৃদু তড়িৎ বিশ্লেষ্যে পদার্থ আংশিকভাবে বিয়োজিত হয়ে অল্পসংখ্যক আয়ন মুক্ত করে, তাই এক্ষেত্রে তড়িৎ-পরিবহণ ক্ষমতা তুলনায়
কম হয়।
(ii) তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গাঢ়ত্ব : দ্রবণে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গাঢ়ত্ব যত বেশি হয় আয়ন সংখ্যাও তত বৃদ্ধি পায়, ফলে তড়িৎ-পরিবাহিতা বৃদ্ধি পায়।
(iii) উয়তা : উয়তা বৃদ্ধির ফলে আয়নগুলির গতিশক্তি বৃদ্ধি পায়, এর ফলে ক্যাটায়ন ও অ্যানায়ন দ্রুত ক্যাথোডে ও অ্যানোডে পৌঁছাতে পারে। ফলে তড়িৎ পরিবহণ ক্ষমতা বৃদ্ধি পায়।
4. “তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে তড়িৎ বিশ্লেষ্যের রাসায়নিক পরিবর্তন ঘটে”-ব্যাখ্যা করো।উত্তর : গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি আয়নে বিয়োজিত হয়। এই অবস্থায় তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে ক্যাটায়নগুলি ক্যাথোডে গিয়ে উপযুক্ত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে এবং অ্যানায়নগুলি অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে প্রশম পরমাণু বা মুলকে পরিণত হয়। এভাবে ক্যাথোডে ও অ্যানোডে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় যাদের ধর্ম তড়িৎ বিশ্লেষ্যের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা। সুতরাং তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক পরিবর্তন ঘটে। যেমন অ্যাসিড মিশ্রিত জলের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ পাঠালে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস ও অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, যাদের ধর্ম জলের ধর্ম থেকে সম্পূর্ণ পৃথক।