এই নিবন্ধে আমরা ষষ্ঠ শ্রেণির তৃতীয় অধ্যায় “পাইন দাড়িঁয়ে আকাশে নয়ন তুলি” কবিতার প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 06 Bangla Chapter 03 Question Answer
Class 6 Bangla Chapter 03 Question Answer ষষ্ঠ শ্রেনীর বাংলা অধ্যায় ০৩ ‘ পাইন দাড়িঁয়ে আকাশে নয়ন তুলি ‘ প্রশ্ন উত্তর
Table of Contents
১.১) কবি হাইনরিখ হাইনের জন্মস্থান কোথায়?
উত্তর: কবি হাইনরিখ হাইনের জন্মস্থান – জার্মানির রাইন নদীর তীরে ড্যুসে লডর্ফ – এ।
১.২) কবি হাইনরিখ হাইনের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখ।
উত্তর: কবি হাইনরিখ হাইনের লেখা দুটি কবিতার বইয়ের নাম হলো ‘নতুন কবিতা’ ও ‘জার্মানি : এক শীতের রূপকথা‘।
১.৩)কবি হাইনরিখ হাইনের লেখা দুটি গদ্যগ্রন্থের নাম লেখ।
উত্তর: কবি হাইনরিখ হাইনের লেখা দুটি গদ্যগ্রন্থ হলো – ‘ফরাসি পরিস্থিতি’ ও ‘রোমান্টিক কাব্যধারা।
২.১) (উত্তরে/দক্ষিণে/পশ্চিমে) বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে।
উত্তর:উত্তরে।
২.২) যেন বরফের (সোনালি/রুপোলি/সবজে) কাপড় পরে।
উত্তর:রুপোলি।
২.৩) মরুতটে দাঁড়িয়ে রয়েছে (পাইন/পাম/খেজুর) গাছ।
উত্তর:পাম।
২.৪) জার্মান ভাষায় কবিতা লেখেন নি (গোয়ঠে/রিলকে/শেক্সপিয়ার)।
উত্তর:শেক্সপিয়ার।
৩.১. পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়?
উত্তর: সাধারণত পাহাড়ি অঞ্চলে পাইন গাছ দেখতে পাওয়া যায়।
৩.২) গাছ কি ধরনের পোশাক পড়ে আছে বলে কবির মনে হয়েছে?
উত্তর: ‘পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি ‘ কবিতায় কবির মনে হয়েছে পাইন গাছ বরফের রুপোলি কাপড় পরে দাঁড়িয়ে আছে।
৩.৩) পম গাছ কোথায় দাঁড়িয়ে আছে?
উত্তর: ‘পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি ‘ কবিতায় পাম গাছ মরু তটে দাঁড়িয়ে আছে ।
৩.৪) পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে?
উত্তর: হাইনরিখ হাইনে রচিত ‘পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি ‘ কবিতায় পাম গাছ দিনরাত দুলে দুলে স্বপ্ন দেখে।
৪.১) পম গাছের বুক বেদনায় ভরা কেন?
উত্তর: হাইনরিখ হাইনে রচিত ‘পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি ‘ কবিতায় বরফের দেশের পাইন গাছ নিজের স্বাচ্ছন্দের কথা ভেবে মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা পাম গাছের কষ্ট অনুভব করে। যেহেতু উত্তপ্ত মরুভূমির কঠোর পরিবেশে পাম গাছকে অবস্থান করতে হয় , সে বরফের দেশের পাইনের মতো বরফের শীতলতা অনুভব করতে পারে না। তাই পাম গাছের বুক বেদনায় ভরা।
৪.২) পাইন গাছ কি স্বপ্ন দেখে?
উত্তর: হাইনরিখ হাইনে রচিত ‘পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি ‘ কবিতায় নগ্ন পাহাড়ে বরফের কাপড় পরে পাইন গাছ দিন রাত দুলে দুলে স্বপ্ন দেখে, মরুভূমির ওপর তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে দাঁড়িয়ে আছে পাম গাছ।
৪.৩) বরফের দেশের পাইনগাছ, মরুভূমির পম গাছের সপ্ন দেখে কেন?
উত্তর: হাইনরিখ হাইনে রচিত ‘পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি ‘ কবিতায় বরফের দেশের পাইন গাছ সুখেই থাকে , তবুও সে মরুতটে থাকা পাম গাছের কষ্টের স্বপ্ন দেখে। এখানে মরুতটে দাঁড়িয়ে থাকা পাম গাছের প্রতি পাইন গাছের সহানুভূতি প্রকাশিত হয়েছে। কবি জেল বোঝাতে চেয়েছেন ভিন্ন পরিবেশে বেড়ে উঠলেও একাকীত্বের দিক থেকে পাইন ও পাম সমব্যাথী। এই কারণেই পাইন গাছ বুক ভরা কষ্ট নিয়ে মরুভূমিতে দাঁড়িয়ে থাকা পামগাছ এর স্বপ্ন দেখেছে।
৫) মরুভূমি ও মরুতট শব্দদুটি লক্ষ করো:
মরু + ভূমি – মরুভূমি
মরু
মরু+ তট – মরুতট
একই ভাবে ‘সূর্য’ ও ‘নয়ন’ এর সঙ্গে একাধিক শব্দ যোগ করে নতুন শব্দ তৈরি করো।
উত্তর: সূর্য + কিরণ = সূর্যকিরণ
সূর্য + গ্রহণ = সূর্যগ্রহণ
সূর্য + সাক্ষী = সূর্যসাক্ষী
সূর্য + মুখী = সূর্যমুখী
নয়ন + তারা = নয়ন তারা
নয়ন + যুগল =নয়নযুগল
নয়ন + গোচর = নয়ন গোচর
নয়ন + মনি = নয়নমনি
৬) সমগ্র কবিতার মধ্যে কতগুলো বিশেষণ খুঁজে পাও লেখো।
উত্তর: কবিতাটিতে যে বিশেষণগুলি খুঁজে পাওয়া যায় সেগুলি হল – বুনো, নগ্ন, রুপালি, ও তপ্ত।
৭. পার্বত্য অঞ্চল ও মরুভূমি অঞ্চলের ভূপ্রকৃতি ফুটিয়ে তুলতে তুমি নীচের মানস মানচিত্রে কি কি শব্দ ব্যবহার করবে? তুমি এর মধ্যে যে কোনো একটিতে মানস অভিযানে গেলে কি কি জিনিস সঙ্গে নেবে? সেই অভিযানের কাল্পনিক বিবরন কয়েকটি বাক্যে লেখো।
উত্তর:
পার্বত্য অঞ্চল মরুভুমি অঞ্চল
ফার ক্যাকটাস
ওক ফণীমনসা
উইলো খেঁজুর