Class 10 History Chapter 03 MCQ Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় 03 – প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়)বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর
এই নিবন্ধে আমরা মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় অর্থাৎ ইপ্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এর বেশ কিছু সত্য অথবা মিথ্যা প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 History Chapter 03 Multiple Choice Question Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় 03 – প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ -এর বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর
Table of Contents
Class 10 History Chapter 03 MCQ Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় 03 – প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর
বিপ্লব কথার অর্থ হল –
(A) ধীর পরিবর্তন
(B) আমূল পরিবর্তন
(C) পরিবর্তন
(D) কোনোটিই নয়
Answer: (B) আমূল পরিবর্তন
2. আরণ্যক আদিবাসীদের বিদ্রোহকে ‘অশান্ত অরণ্য জীবন’ বলেছেন –
(A) দীপেশ চক্রবর্তী
(B) জ্ঞান পাণ্ডে
(C) রামচন্দ্র গুহ
(D) গৌতম ভদ্র
Answer: (C) রামচন্দ্র গুহ
3. ভারতবর্ষের বনজ সম্পদের ওপরে ব্রিটিশদের নজর পড়ে—
(A) ১৮০২ খ্রিস্টাব্দে
(B) ১৮০৪ খ্রিস্টাব্দে
(C) ১৮০৬ খ্রিস্টাব্দে
(D) ১৮০৮ খ্রিস্টাব্দে
Answer: (C) ১৮০৬ খ্রিস্টাব্দে
4. ব্রিটিশ সরকার ‘অরণ্য আইন’ জারি করে –
(A) ১৮৬১ খ্রিস্টাব্দে
(B) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(C) ১৮৬৭ খ্রিস্টাব্দে
(D) ১৮৬৩ খ্রিস্টাব্দে
Answer: (B) ১৮৬৫ খ্রিস্টাব্দে
5. ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় –
(A) ১৮৫৯ খ্রিস্টাব্দে
(B) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(C) ১৮৭৬ খ্রিস্টাব্দে
(D) ১৮৭৮ খ্রিস্টাব্দে
Answer: (B) ১৮৬৫ খ্রিস্টাব্দে
6. ১৮৬৫ সালের ‘অরণ্য আইন’কে জোরদার করা হয় –
(A) ১৮৭২ খ্রিস্টাব্দে
(B) ১৮৭৪ খ্রিস্টাব্দে
(C) ১৮৭৬ খ্রিস্টাব্দে
(D) ১৮৭৮ খ্রিস্টাব্দে
Answer: (D) ১৮৭৮ খ্রিস্টাব্দে
7. ব্রিটিশ কর্তৃপক্ষ অরণ্যের ওপর সরকারি নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করেন –
(A) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(B) ১৮৭২ খ্রিস্টাব্দে
(C) ১৮৭৮ খ্রিস্টাব্দে
(D) ১৮৭০ খ্রিস্টাব্দে
Answer: (A) ১৮৬৫ খ্রিস্টাব্দে
8. ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় –
(A) দুটি স্তরে
(B) চারটি স্তরে
(C) তিনটি স্তরে
(D) পাঁচটি স্তরে
Answer: (C) তিনটি স্তরে
9. ‘সংরক্ষিত’ বনভূমি ছিল—
(A) সরকারের অধীনে
(B) ব্যবসায়ীদের অধীনে
(C) উপজাতিদের অধীনে
(D) প্রহরীদের অধীনে
Answer: (A) সরকারের অধীনে
10. ১৯০০ খ্রিস্টাব্দের মধ্যে সরকারের অধীনে চলে আসে বনভূমির—
(A) ২০ শতাংশ
(B) ৬০ শতাংশ
(C) ৪০ শতাংশ
(D) ৮০ শতাংশ
Answer: (A) ২০ শতাংশ
11. দামিন-ই-কোহ অঞ্চলটি বর্তমান কোথায়?
(A) ঝাড়গ্রাম
(B) ঝাড়খণ্ড
(C) সিংভূম
(D) চুয়াড়মহল
Answer: (B) ঝাড়খণ্ড
12. ‘দিকু’ কথার অর্থ –
(A) স্বদেশি ব্যবসায়ী
(B) নীল ব্যবসায়ী
(C) ব্রিটিশ ব্যবসায়ী
(D) বহিরাগত ব্যবসায়ী
Answer: (D) বহিরাগত ব্যবসায়ী
13. সাঁওতাল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন –
(A) সিধু ও কানু
(B) বিরসা মুন্ডা
(C) দুর্জন সিং
(D) টিক্কা মাঞ্জি
Answer: (A) সিধু ও কানু
14. সাঁওতাল বিদ্রোহের মূল কারণ ছিল—
(A) অত্যাচারী পুলিশ ও নীলকর
(B) বনগোমস্তা ও জমিদার
(C) ঋণদাতার অত্যাচার
(D) অত্যাচারী সরকার
Answer: (C) ঋণদাতার অত্যাচার
15. সিধু, কানু ছিলেন কোন বিদ্রোহের নেতা –
(A) মুন্ডা বিদ্রোহ
(B) সাঁওতাল বিদ্রোহ
(C) কোল বিদ্রোহ
(D) চুয়াড় বিদ্রোহ
Answer: (B) সাঁওতাল বিদ্রোহ
16. মেদিনীপুরের চুয়াড় অধ্যুষিত অঞ্চলকে বলা হত –
(A) চুয়াড়মহল
(B) জলমহল
(C) খাসমহল
(D) জঙ্গলমহল
Answer: (D) জঙ্গলমহল
17. সাঁওতাল বিদ্রোহ কোন অঞ্চলে সংঘটিত হয়েছিল ?
(A) জঙ্গলমহল
(B) মেদিনীপুর
(C) ভীলমহল
(D) দামিন-ই-কোহ
Answer: (D) দামিন-ই-কোহ
18. ব্র্যাডলি বার্চের মতে সাঁওতাল বিদ্রোহ ছিল—
(A) ‘সিপাহি বিদ্রোহ’
(B) ‘বীর জোয়ানদের যুদ্ধ’
(C) ‘চাষিদের বিদ্রোহ’
(D) ‘বীর সাহসী জনতার যুদ্ধ’
Answer: (C) ‘চাষিদের বিদ্রোহ’
19. পাইক সৈনিক গোষ্ঠী যে বিদ্রোহে যুক্ত ছিল—
(A) চুয়াড় বিদ্রোহে
(B) কোল বিদ্রোহে
(C) সাঁওতাল বিদ্রোহে
(D) মুন্ডা বিদ্রোহে
Answer: (A) চুয়াড় বিদ্রোহে
20. দামিন-ই-কোহ এলাকা সাঁওতাল বিদ্রোহে উত্থাপিত হয়েছিল—
(A) ১৮৫১ খ্রিস্টাব্দে
(B) ১৮৫৫ খ্রিস্টাব্দে
(C) ১৮৫৩ খ্রিস্টাব্দে
(D) ১৮৫৭ খ্রিস্টাব্দে
Answer: (B) ১৮৫৫ খ্রিস্টাব্দে
21. ব্রিটিশ সরকার কাকে প্রথম ভারতের অরণ্য অঞ্চ পরিচালনার জন্য নিযুক্ত করেন ?
(A) জর্জ এভারেস্ট
(B) ডেইট্রিক ব্রান্ডিস
(C) জেমস ক্লার্ক
(D) ডবলিউ হান্টার
Answer: (B) ডেইট্রিক ব্রান্ডিস
22. চুয়াড়রা মূলত বাস করত বাংলার—
(A) মেদিনীপুর ও বাঁকুড়া জেলায়
(B) দিনাজপুর জেলায়
(C) মালদহ জেলায়
(D) নদিয়া জেলার জঙ্গলমহলে
Answer: (A) মেদিনীপুর ও বাঁকুড়া জেলায়
23. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বাংলায় প্রথম আদিবাসী বিদ্রোহ ছিল –
(A) কোল বিদ্রোহ
(B) রংপুর বিদ্রোহ
(C) ভিল বিদ্রোহ
(D) চুয়াড় বিদ্রোহ
Answer: (D) চুয়াড় বিদ্রোহ
24. দুর্জন সিং ছিলেন –
(A) কোল বিদ্রোহের নেতা
(B) সাঁওতাল বিদ্রোহের নেতা
(C) মুন্ডা বিদ্রোহের নেতা
(D) চুয়াড় বিদ্রোহের নেতা
Answer: (D) চুয়াড় বিদ্রোহের নেতা
25. পাইকের কাজ করার বিনিময়ে চুয়াড়রা যে জমি ভোগ করত তার নাম –
(A) খাস জমি
(B) নিলামি জমি
(C) তালুক জমি
(D) পাইকান জমি
Answer: (D) পাইকান জমি
26. চুয়াড় বিদ্রোহ কটি ভাগে বিভক্ত ছিল ?
(A) ২ টি ভাগে
(B) ৪ টি ভাগে
(C) ৬ টি ভাগে
(D) ৭ টি ভাগে
Answer: (A) ২ টি ভাগে
27. চুয়াড় বিদ্রোহের প্রথম পর্ব অনুষ্ঠিত হয় –
(A) ১৭৬৬-৬৭ খ্রিস্টাব্দে
(B) ১৭৬৭- ৬৮ খ্রিস্টাব্দে
(C) ১৭৬৮-৬৯ খ্রিস্টাব্দে
(D) ১৭৬৯-৭০ খ্রিস্টাব্দে
Answer: (A) ১৭৬৬-৬৭ খ্রিস্টাব্দে
28. দ্বিতীয় পর্বের চুয়াড় বিদ্রোহ চলেছিল –
(A) ৩ বছর ধরে
(B) ৬ বছর ধরে
(C) ২ বছর ধরে
(D) ৫ বছর ধরে
Answer: (C) ২ বছর ধরে
29. ধাদকার শ্যামগঞ্জ ছিলেন –
(A) মুন্ডা বিদ্রোহের নেতা
(B) চুয়াড় বিদ্রোহের নেতা
(C) সাঁওতাল বিদ্রোহের নেতা
(D) নীল বিদ্রোহের নেতা
Answer: (B) চুয়াড় বিদ্রোহের নেতা
30. রানি শিরোমণি ছিলেন –
(A) মেদিনীপুর জেলার রানি
(B) নলহাটির রানি
(C) সুবর্ণগড়ের রানি
(D) কর্ণগড়ের রানি
Answer: (A) মেদিনীপুর জেলার রানি
31. সিধু, কানু, চাঁদ, ভৈরব নেতৃত্বে দামিন-ই-কোহ-এ সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়—
(A) ১৮৫৪ খ্রিস্টাব্দে
(B) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(C) ১৮৫৩ খ্রিস্টাব্দে
(D) ১৮৫৫ খ্রিস্টাব্দে
Ans: (D) ১৮৫৫ খ্রিস্টাব্দে
32. ব্রিটিশ সরকার সাঁওতাল বিদ্রোহ দমনে সাহায্য চেয়েছিল –
(A) পাঞ্জাব সেনাবাহিনীর
(B) পটনা সেনাবাহিনীর
(C) রামগড় সেনাবাহিনীর
(D) দিল্লি সেনাবাহিনীর
Ans: (C) রামগড় সেনাবাহিনীর
33. সাঁওতাল বিদ্রোহের জন্য সাঁওতাল পরগনা গঠিত হয় –
(A) ১৮৫৬ খ্রিস্টাব্দে
(B) ১৮৫৫ খ্রিস্টাব্দে
(C) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(D) ১৮৫৪ খ্রিস্টাব্দে
Ans: (A) ১৮৫৬ খ্রিস্টাব্দে
34. ‘মুক্তি সহায়ক আন্দোলন’ বলতে বোঝায়—
(A) নীল চাষ
(B) গরিব আদিবাসী
(C) আদিবাসীদের আন্দোলন
(D) বিদ্রোহী সৈন্যদের আন্দোলন
Ans: (C) আদিবাসীদের আন্দোলন
35. সাঁওতাল পরগনার জনসংখ্যা ছিল প্রায়—
(A) ১০ লক্ষ
(B) ৩০ লক্ষ
(C) ২০ লক্ষ
(D) ৫০ লক্ষ
Ans: (C) ২০ লক্ষ
36. ‘বিরসা মুন্ডা’ কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন –
(A) চুয়াড় বিদ্রোহ
(B) সাঁওতাল বিদ্রোহ
(C) নীল বিদ্রোহ
(D) মুন্ডা বিদ্রোহ
Ans: (D) মুন্ডা বিদ্রোহ
37. বিরসা মুন্ডা বিদ্রোহ শুরু হয় –
(A) ১৮৯৯ খ্রিস্টাব্দে
(B) ১৮৯৭ খ্রিস্টাব্দে
(C) ১৮৯৮ খ্রিস্টাব্দে
(D) ১৯০০ খ্রিস্টাব্দে
Ans: (A) ১৮৯৯ খ্রিস্টাব্দে
38. বিদ্রোহীদের মর্মান্তিক পরিণতি লাভ করে কে ?
(A) বিরসা মুন্ডা
(B) দুর্জন সিং
(C) সিধু ও কানু
(D) বিরসা ও কানু
Ans: (C) সিধু ও কানু
39. ‘ঊলগুলান’ শব্দের অর্থ –
(A) বিদ্রোহ
(B) স্বাধীনতা
(C) খুন
(D) হত্যা
Ans: (A) বিদ্রোহ
40. ব্রিটিশ সরকারের বন দপ্তর চালু হয়—
(A) ১৮৮০ খ্রিস্টাব্দে
(B) ১৮৬২ খ্রিস্টাব্দে
(C) ১৮৫০ খ্রিস্টাব্দে
(D) ১৮৭৮ খ্রিস্টাব্দে
Ans: (B) ১৮৬২ খ্রিস্টাব্দে
41. শের শাসন সমাপ্ত করেছিল বাংলার—
(A) শাজাহান শাসক
(B) আলী ভরুপাল শাসক
(C) সুলতান শাসক
(D) হুসাইন শাসক
Ans: (B) আলী ভরুপাল শাসক
42. বিজয় বিক্রামের নিয়ে বাংলায় কি নতুন করেন এবং বাংলার স্বাধীনতা প্রতিষ্ঠা করেন—
(A) রানি
(B) রাণী
(C) প্রিন্স
(D) রাজার
Ans: (B) রাণী
43. বিজয় বিক্রামের নিয়ে প্রথম যুদ্ধ হয়—
(A) পহাড়ি যুদ্ধ
(B) স্ট্রিক যুদ্ধ
(C) বন্দ যুদ্ধ
(D) লেজ যুদ্ধ
Ans: (C) বন্দ যুদ্ধ
44. শের শাসন থেকে মুক্তি পেয়েছিল বাংলা—
(A) ১৬০৭ খ্রিস্টাব্দে
(B) ১৬২৭ খ্রিস্টাব্দে
(C) ১৬১৭ খ্রিস্টাব্দে
(D) ১৬৩৭ খ্রিস্টাব্দে
Ans: (C) ১৬১৭ খ্রিস্টাব্দে
45. বাংলার রাজতন্ত্র নিয়ে প্রথম যুদ্ধ হয় –
(A) বৈশাখী
(B) পহ
(C) বন্দ যুদ্ধ
(D) স্ট্রিক যুদ্ধ
Ans: (C) বন্দ যুদ্ধ
46. মহারাজা নরেন্দ্র কোন শহরের রাজা ছিলেন –
(A) চিত্রাংদ
(B) রামাপ্রসাদ
(C) বরিশাল
(D) ঢাকা
Ans: (B) রামাপ্রসাদ
47. নরেন্দ্র মহারাজার মৃত্যুর পরিচিতি প্রাপ্ত বছর—
(A) ১৬০৭ খ্রিস্টাব্দে
(B) ১৬১৭ খ্রিস্টাব্দে
(C) ১৬২০ খ্রিস্টাব্দে
(D) ১৬১০ খ্রিস্টাব্দে
Ans: (D) ১৬১০ খ্রিস্টাব্দে
48. নরেন্দ্র মহারাজার মৃত্যুর কারণ—
(A) মৃত্যুদণ্ড
(B) স্বার্থান্বেষী মুসলমান
(C) দশ ব্যাপি
(D) ক্ষতিগ্রস্ত
Ans: (B) স্বার্থান্বেষী মুসলমান
49. নরেন্দ্র মহারাজার সাহায্য পেয়েছিল—
(A) রামচন্দ্র প্রতাপ বড়
(B) শ্রীহরিচন্দ্র বড়
(C) প্রতাপদ্বীপ বড়
(D) দ্রুতিক বড়
Ans: (B) শ্রীহরিচন্দ্র বড়
50. দ্রুতিক বড় ছিলেন –
(A) নরেন্দ্র মহারাজার সাথে
(B) সমর্থ মহারাজার সাথে
(C) অবধান মহারাজার সাথে
(D) শোধা মহারাজার সাথে
Ans: (C) অবধান মহারাজার সাথে
51. ভাই উত্থান ছিলেন –
(A) মুন্ডা বিদ্রোহের নেতা
(B) কোল বিদ্রোহের নেতা
(C) সাঁওতাল বিদ্রোহের নেতা
(D) ভিল বিদ্রোহের নেতা
Ans: (D) ভিল বিদ্রোহের নেতা
52. রংপুর বিদ্রোহ যার বিরুদ্ধে হয়েছিল –
(A) অচল সিংহ
(B) মানসিংহ
(C) দেবী সিংহ
(D) কালীপ্রসন্ন সিংহ
Ans: (C) দেবী সিংহ
53. রংপুর বিদ্রোহ হয়েছিল –
(A) ১৭৮২ খ্রিস্টাব্দে
(B) ১৭৮৩ খ্রিস্টাব
(C) ১৭৮৪ খ্রিস্টাব্দে
(D) ১৭৮৫ খ্রিস্টাব্দে
Ans: (B) ১৭৮৩ খ্রিস্টাব্দে
54. নুরুলউদ্দিন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন ?
(A) ফকির বিদ্রোহ
(B) পাবনা বিদ্রোহ
(C) রংপুর বিদ্রোহ
(D) ফরাজি আন্দোলন
Ans: (C) রংপুর বিদ্রোহ
55. রংপুর বিদ্রোহের নেতা ছিলেন যিনি –
(A) মজনু শাহ
(B) নুরুলউদ্দিন
(C) সিউরাম
(D) ভবানী পাঠক
Ans: (B) নুরুলউদ্দিন
56. বাংলাদেশের প্রথম কৃষক বিদ্রোহ ছিল –
(A) কোল বিদ্রোহ
(B) সন্ন্যাসী – ফকির বিদ্রোহ
(C) নীল বিদ্রোহ
(D) মুন্ডা বিদ্রোহ
Ans: (B) সন্ন্যাসী – ফকির বিদ্রোহ
57. বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে সন্ন্যাসী – ফকির বিদ্রোহের প্রেক্ষিত আছে ?
(A) দুর্গেশনন্দিনী
(B) বিষবৃক্ষ
(C) আনন্দমঠ
(D) দেবী চৌধুরানি
Ans: (C) আনন্দমঠ
58. ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ বিদ্রোহ ছিল –
(A) কৃষক বিদ্রোহ
(B) নীল বিদ্রোহ
(C) সন্ন্যাসী – ফকির বিদ্রোহ
(D) মুন্ডা বিদ্রোহ
Ans: (C) সন্ন্যাসী – ফকির বিদ্রোহ
59. সন্ন্যাসী – ফকির বিদ্রোহ শুরু হয় ।
(A) ১৭৬৩ খ্রিস্টাব্দে
(B) ১৭৫৭ খ্রিস্টাব্দে
(C) ১৭৬৪ খ্রিস্টাব্দে
(D) ১৭৭০ খ্রিস্টাব্দে
Ans: (A) ১৭৬৩ খ্রিস্টাব্দে
60. কৃষক বিদ্রোহের সময় অন্যতম বাংলায় রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন –
(A) দুর্গা দাস
(B) গুণদা
(C) বিজয় বিক্রাম
(D) কুড়িগ্রাম নিয়েবাত
Ans: (C) বিজয় বিক্রাম
61. মহেশলাল দত্ত , যাঁকে সাঁওতালরা হত্যা করেছিলেন , তিনি ছিলেন একজন—
(A) সেনানায়ক
(B) জমিদার দারোগা
(C) মহাজন
(D) দারোগা
Ans: (D) দারোগা
62. সাঁওতাল বিদ্রোহের সময় পাকুড়ে সাঁওতালদের নেতৃত্ব –
(A) সিধু
(B) কানু
(C) গোছ মাঝি
(D) কামাররা
Ans: (C) গোছ মাঝি
63. বিদ্রোহী সাঁওতালদের তথ্য সরবরাহ করত –
(A) তেলিরা
(B) কুমোররা
(C) কালো প্রামাণিক
(D) গোয়ালারা
Ans: (D) গোয়ালারা
64. সাঁওতালরা গ্রাম লুঠ করে সেখানে –
(A) লাল রঙের কাপড় বেঁধে আসতেন
(B) চামড়া – বাঁধা বাঁশ পুঁতে আসতেন
(C) সেগুন গাছ লাগিয়ে আসতেন
(D) পরবর্তী লুঠের পোস্টার দিয়ে আসতেন
Ans: (B) চামড়া – বাঁধা বাঁশ পুঁতে আসতেন
65. ডোমন মাঝি যে বিদ্রোহের নেতা ছিলেন—
(A) সাঁওতাল বিদ্রোহের নেতা
(B) কোল বিদ্রোহের নেতা
(C) মুন্ডা বিদ্রোহের নেতা
(D) ভিল বিদ্রোহের নেতা
Ans: (D) সাঁওতাল বিদ্রোহের নেতা
66. কার যে ধরনের শাস্তি হয় , তা হল –
(A) দ্বীপান্তর
(B) গুলি করে হত্যা
(C) যাবজ্জীবন কারাদণ্ড
(D) ফাঁসি
Ans: (D) ফাঁসি
67. ফ্রেডারিক হ্যাডলি ছিলেন বাংলার –
(A) বড়োলাট
(B) ছোটোলাট
(C) মেজোলাট
(D) সেজোলাট
Ans: (C) ছোটোলাট
68. সাঁওতাল বিদ্রোহ ছিল একটি –
(A) শ্রমিক বিদ্রোহ
(B) সিপাহি বিদ্রোহ
(C) কৃষক বিদ্রোহ
(D) উপজাতি বিদ্রোহ
Ans: (D) উপজাতি বিদ্রোহ
69. সাঁওতালদের দমন করতে এসে পরাজিত হয়েছিলেন—
(A) ক্যাপটেন মর্গ্যান
(B) হ্যাভলক
(C) লেফটেন্যান্ট ফার্গুসন
(D) মেজর বারোস
Ans: (D) মেজর বারোস
70. ভিল বিদ্রোহ সংঘটিত হয় –
(A) ১৮১৯ খ্রিস্টাব্দে
(B) ১৮৯৯ খ্রিস্টাব্দে
(C) ১৮৭৯ খ্রিস্টাব্দে
(D) ১৮৬৯ খ্রিস্টাব্দে
Ans: (A) ১৮১৯ খ্রিস্টাব্দে
Class 10 History Chapter 03 MCQ Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় 03 – প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর :
1. ১৭৯৮ খ্রিস্টাব্দের চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব কে দেন?
উত্তর: দুর্জন সিং।
2. দ্বিতীয় চুয়াড় বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শেষ হয়?
উত্তর: ১৭৯৯ খ্রিস্টাব্দে।
3. কোন নেতার নির্দেশে ব্রিটিশ সেনাদল চুয়াড় বিদ্রোহীদের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে তাদের ভয়ঙ্কর আত্মবিশ্বাস নাশ করে?
উত্তর: লর্ড ওয়েলেসলির।
4. চুয়াড় বিদ্রোহী নেতাদের ধর্মঘট করার জন্য কী করা হয়েছিল?
উত্তর: তারা ফাঁসি দেওয়া হয়েছিল এবং তাদের মাথা উপরে দেওয়া হয়েছিল।
5. চুয়াড় বিদ্রোহ সম্পর্কে জে সি প্রাইস কী লিখেছেন?
উত্তর: জে . সি . প্রাইস ১৭৯৮ ও ১৭৯৯ খ্রিস্টাব্দকে ভয়ংকর চুয়াড় বিদ্রোহের বছর হিসেবে চিহ্নিত করেছেন।
6.কোলরা কোথায় বাস করত?
উত্তর: কোলরা বর্তমান ঝাড়খণ্ডের ছোটোনাগপুরে বাস করত।
7.ছোটোনাগপুরে কোলরা ছাড়াও কোন কোন উপজাতির বাস ছিল?
উত্তর: ছোটোনাগপুরে কোলরা ছাড়াও মুন্ডা, হো, ওঁরাও প্রভৃতি উপজাতি বাস করত।
8.অরণ্যের অধিকারকে কোলরা কী মনে করত?
উত্তর: অরণ্যের অধিকারকে কোলরা ঈশ্বর প্রদত্ত অধিকার মনে করত।
9.দর্পনাথ সাহি কোথাকার রাজা ছিলেন?
উত্তর: দর্পনাথ সাহি ছিলেন পালামৌর রাজা।
10.দর্পনাথ সাহির সঙ্গে কোম্পানির কী চুক্তি হয়েছিল?
উত্তর: দর্পনাথ সাহির সঙ্গে কোম্পানির ইতিপূর্বে নির্ধারিত বাৎসরিক খাজনা ছাড়াও অতিরিক্ত ছয় হাজার টাকা কোম্পানিকে দেওয়ার চুক্তি হয়েছিল।
11.প্রথম জীবনে বীরসা কী কাজ শুরু করেছিলেন ?
উত্তর: প্রথম জীবনে বীরসা ধর্মপ্রচারের কাজ শুরু করেছিলেন ।
12.মুন্ডা বিদ্রোহীরা ব্রিটিশদের কার সঙ্গে তুলনা করেছিল ?
উত্তর: মুন্ডা বিদ্রোহীরা ব্রিটিশদের রাবণের সঙ্গে তুলনা করেছিল ।
13.বীরসা মুন্ডা গ্রেফতার হওয়ার কতদিন পরে মুক্তি পান ?
উত্তর: বীরসা মুন্ডা গ্রেফতার হওয়ার ২ বছর বাসে মুক্তি পান ।
14.বীরসা মুন্ডার করে মৃত্যু হয় ।
উত্তর: ১৯০০ খ্রিস্টাব্দে বীরসা মুন্ডার মৃত্যু হয় ।
15.বীরসা মুন্ডাকে তাঁর অনুগামীরা কী রূপে দেখতা ?
উত্তর: বীরসা মুন্ডাকে তাঁর অনুগামীরা ভগবান রূপে দেখত ।
16.কেন ব্রিটিশ সরকার ছোটোনাগপুর প্রজাস্বত্ব আইন পাস করে ?
উত্তর: ১৮৯৯ খ্রিস্টাব্দে মুন্ডাদের অভাব – অভিযোগের সুষ্ঠু সমাধানের উদ্দেশ্যে ব্রিটিশ সরকার এই আইন পাস করেন ।
17.The Curious History of a Munda Fanatic গ্রন্থের লেখক কে ?
উত্তর: ‘ The Curious History of a Munda Fanatic ‘ গ্রন্থের লেখক শরৎচন্দ্র রায় ।
18.কবে , কার বিরুদ্ধে রংপুর বিদ্রোহ শুরু হয় ?
উত্তর: ১৭৮৩ খ্রিস্টাব্দে ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে রংপুর বিদ্রোহ শুরু হয় ।
19.মাঝিহাম ‘ মানে কী ?
উত্তর: ‘ মাঝিহাম ‘ মানে খাসজমি ।
20.বেঠ বেগার বেগারি ‘ মানে কী ?
উত্তর: ‘ বঠ বেগার বেগারি ’ মানে বিনা মজুরিতে কাজ করতে বাধ্য করা ।
21.মুন্ডাদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করতে চেষ্টা করেছিল এমন দুই মিশনারি সম্প্রদায়ের নাম লেখো
উত্তর: মুন্ডাদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করতে চেষ্টা করেছিল লুথারান ও অ্যাংলিকান মিশনারি সম্প্রদায় ।
22.ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শেষ উল্লেখযোগ্য উপজাতি অভ্যুত্থান কোনটি ?
উত্তর: ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শেষ উল্লেখযোগ্য উপজাতি অভ্যুত্থান মুন্ডা বিদ্রোহ ।
23.মুন্ডা চাষিরা কার আহ্বানে বিদ্রোহের জন্য প্রস্তুত হতে থাকে ?
উত্তর: বীরসা মুন্ডার আহ্বানে মুন্ডা চাষিরা বিদ্রোহের জন্য প্রস্তুত হতে থাকে ।
24.কবে , কার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ শুরু হয় ?
উত্তর: ১৮৯৯ খ্রিস্টাব্দে বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ শুরু হয় ।
25.বীরসা মুন্ডার আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর অনুগামীরা কোন্ সম্প্রদায় সৃষ্টি করেছিল ?
উত্তর: বীরসা মুন্ডার আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর অনুগামীরা ‘ বীরসা সম্প্রদায় ’ সৃষ্টি করেছিল ।
26.মুন্ডা বিদ্রোহের প্রভাবে ওঁরাও সম্প্রদায় যে আন্দোলনটি শুরু করে তার নাম কী ?
উত্তর: মুন্ডা বিদ্রোহের প্রভাবে ওঁরাও সম্প্রদায় তানা ভগৎ আন্দোলন শুরু করে ।
27.কোলরা কী বাজিয়ে বিদ্রোহের সূচনা করত ?
উত্তর: কোলরা ঢাক বাজিয়ে বিদ্রোহের সূচনা করত ।
28.কোল বিদ্রোহীদের আক্রমণের লক্ষ্য কারা ছিল ?
উত্তর: কোল বিদ্রোহীদের আক্রমণের লক্ষ্য ছিল জমিদার , মহাজন , শস্য ব্যবসায়ী এবং কোম্পানির কর্মচারীরা ।
29.কোলরা পুলিশবাহিনীকে কাদের সহযোগী মনে করত ?
উত্তর: কোলরা পুলিশবাহিনীকে জমিদার ও মহাজনদের সহযোগী মনে করত।
30.কোল বিদ্রোহ দমন করতে কার নেতৃত্বে ইংরেজবাহিনী এসেছিল ?
উত্তর: কোল বিদ্রোহ দমন করতে ক্যাপটেন উইলকিনসনের নেতৃত্বে ইংরেজবাহিনী এসেছিল ।
31.কোলদের সমরাস্ত্র কী কী ছিল ?
উত্তর: তির , ধনুক , বল্লম প্রভৃতি ছিল কোলদের সমরাস্ত্র ।
32.দক্ষিণ – পশ্চিম সীমান্ত এজেন্সি নামক পৃথক অঞ্চল কত খ্রিস্টাব্দে গঠন করা হয় ?
উত্তর: ১৮৩৪ খ্রিস্টাব্দে দক্ষিণ – পশ্চিম সীমান্ত এজেন্সি নামক পৃথক অঞ্চল গঠন করা হয় ।
33.একটি উপজাতি বিদ্রোহের নাম বলো ।
উত্তর: কোল / সাঁওতাল / মুন্ডা বিদ্রোহ একটি উপজাতি বিদ্রোহ ।
34.‘ দামিন – ই – কোহ্ ‘ বলতে কী বোঝায়
উত্তর: ‘ দামিন – ই – কোহ ‘ বলতে বোঝায় পাহাড়ের প্রাপ্তদেশ ।
35.‘ দামিন – ই – কোহ’তে কতজন সাঁওতাল বাস করত ( ১৮৫১ খ্রিস্টাব্দের পরিসংখ্যান অনুযায়ী ) ।
উত্তর: ‘ দামিন – ই – কোহ’তে প্রায় ৮৩,০০০ জন সাঁওতাল বাস করত ।
36.কবে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল ?
উত্তর: সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল ১৮৫৫ খ্রিস্টাব্দের ৩০ জুন ।
37.মুদ্ৰা বিদ্রোহ কবে শুরু হয় ।
উত্তর: ১৮৯৯ খ্রিস্টাব্দে মুন্ডা বিদ্রোহ শুরু হয় ।
38.‘ উলগুলান ‘ বলতে কী বোঝায়
উত্তর: ‘ উলগুলান ‘ বলতে ভীষণ বিশৃঙ্খলা বা বিদ্রোহকে বোঝায় ।
39.মুন্ডারা কেমন মানুষ ছিলেন ?
উত্তর: মুক্তারা ছিলেন নিরীহ , সহজ – সরল প্রকৃতির মানুষ ।
40.মুক্তা উপজাতির লোকেরা কী কাজ করত ।
উত্তর: মুক্তা উপজাতির লোকেরা কৃষিকাজ করত ।
41.কাঠি ‘ বা ‘ খুস্তকটি ’ প্রথা মানে কী ?
উত্তর: ‘ খুঁৎকাঠি ‘ বা ‘ খুস্তকটি ’ প্রথা মানে জমির যৌথ মালিকানা ।