Class 12Question Paper

Higher Secondary Education Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র PDF 2023

Higher Secondary Education Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র PDF 2023

এই নিবন্ধে আমরা জানবো 2023 সালের উচ্চমাধ্যমিকের শিক্ষাবিজ্ঞান প্রশ্নগুলি সম্পর্কে। আশা করি তোমরা যারা এই বছর উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান পরীক্ষা দিলে তাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। Notekoro.com -এর পক্ষ থেকে 2023 সালের উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্রটি নিম্নে দেওয়া হল। এবং সঙ্গে PDF দেওয়া হল। আশা করি ভবিষ্যতে যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্রটি উপকারে আসবে।

আমরা আমাদের Facebook, Telegram Group গ্রুপ এ বিভিন্ন বিষয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর, কুইজ দিয়ে থাকি সঙ্গে থাকে উচ্চমানের Notes এর PDF এগুলো পেতে তোমরা নিচে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের Group এ Join করতে পারো।

Higher Secondary Education Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র PDF 2023

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলীর (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলীর (SAQ) উত্তর উত্তরপত্রের প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে।
(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী)

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1×24=24
(i) শিখনের একটি গুরত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপাদান হল
(a) অভাববোধ (b) তাড়না (c) প্রেষণা (d) জেনে নেওয়া
(ii) মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হল
(a) অভ্যাস (b) তীব্রতা (c) আগ্রহ (d) মেজাজ
(iii) প্রাচীন অনুবর্তন হল
(a) S-type (b) R-type (c) E-type (d) M-type
(iv) একটি পরিসংখ্যা 7 হলে Tally চিহ্নিত হবে
(a) `\cancel{||||}`
(b) `||||`
(c) `\cancel{||||}` `||`
(d) `\cancel{||||}` `|||`
(v) স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতার তত্ত্বটির নাম কি ?
(a) বহু উপাদান তত্ত্ব (b) দ্বি-উপাদান তত্ত্ব (c) একক উপাদান তত্ত্ব (d) প্রাথমিক উপাদান তত্ত্ব
(vi) পরিসংখ্যা বহুভুজ এক ধরনের
(a) রৈখিক লেখচিত্র (b) সমান্তরাল লেখচিত্র (c) অরৈখিক লেখচিত্র (d) সাধারণ লেখচিত্র
(vii) 30-39 এর মধ্যবিন্দু হল
(a) 34 (b) 35 (c) 34.5 (d) 35.5
(viii) পরিবর্তনশীল রাশিকে বলে
(a) চল (b) অচল (c) প্রসার (d) শ্রেণী-সীমা
(ix) কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতিটি হল
(a) মধ্যমমান (b) গড় (c) ভূয়িষ্ঠক (d) আয়তলেখ
(x) ভারত একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র হিসেবে পরিচিত হয় –
(a) 1947 সালে (b) 1950 সালে (c) 1948 সালে (d) 1976 সালে
(xi) শিক্ষাকে যুগ্মতালিকাভূক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে ?
(a) 62 তম (b) 42তম (c) 44তম (d) 93তম
(xii) ‘Operation Blackbord’ কোন শিক্ষা কমিশনে বলা হয়েছে ?
(a) কোঠারি কমিশনে (b) মুদালিয়র কমিশনে (c) স্যাডলার কমিশনে (d) হান্টার কমিশনের
(xiii) CABE-এর পুরো নাম কি ?
(a) Central Advisory Board of Education (b) Centre Advance Board of Education
(c) Centre of Advance Education (d) Centre Advice Board of Education
(xiv) মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন ?
(a) ডঃ অনাথনাথ বসু (b) লক্ষণস্বামী মুদালিয়র (c) সূর্যকুমার যাদব (d) ডাঃ করন সিং
(xv) “The destiny of India is being shaped in her classroom” – কোন কমিশন বলেছে ?
(a) রাধাকৃষ্ণন কমিশন (b) কোঠারি কমিশন (c) স্যাডলার কমিশন (d) মুদালিয়র কমিশন
(xvi) ‘সপ্তপ্রবাহ’ শব্দবন্ধটি কোন কমিশনে উল্লেখ করা আছে ?
(a) রাধাকৃষ্ণান কমিশন (b) কোঠারি কমিশন (c) মুদালিয়ন কমিশন (d) জাতীয় শিক্ষানীতি, 1986.
(xvii) শিক্ষা ক্ষেত্রে ‘+2’ স্তরের সুপারিশ করেন –
(a) মুদালিয়ন কমিশন (b) জাতীয় শিক্ষা কমিশন
(c) রাধাকৃষ্ণান কমিশন (d) জাতীয় শিক্ষানীতি, 1986.
(xviii) ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হল –
(a) 1948-49 (b) 1952-53 (c) 1964-66 (d) 1990-92
(xix) ব্রেইল পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয় _ শিশুদের ।
(a) বোবা (b) অন্ধ (c) কালা (d) অস্থি প্রতিবন্ধী
(xx) CRC -এর পুরো নাম কি ?
(a) Corrective Record Card (b) Cumulative Record Card
(c) Combined Record Card (d) Cumulative Remedy Card
(xxi) মূক ও বধিরদের জন্য ‘মৌলিক পদ্ধতি’র প্রবর্তন করেন
(a) কেটি অ্যালকর্ন (b) লুই ব্রেইল (c) সোফিয়া অ্যালকর্ন (d) জোয়ান পাবলো বনে
(xxii) অক্টেভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় ?
(a) অন্ধত্ব (b) তোতলামি (c) হাঁটা (d) বধিরতা
(xxiii) EFA -এর পুরো নাম কি ?
(a) Education For Adult (b) Education For Activities
(c) Education For All (d) কোনোটিই নয়
(xxiv) নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র ?
(a) মাউস (b) কীবোর্ড (c) প্রিন্টার (d) স্ক্যানার

(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী)

2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×16=16
(i) বুদ্ধির সংজ্ঞা দাও ।
অথবা
শিখনের দুটি বৈশিষ্ট্য লেখো ।
(ii) আগ্রহের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
(iii) প্রসার বলতে কী বোঝো ?
অথবা
কল্পিত গড় কি ?
(iv) শিক্ষা প্রযুক্তিবিদ্যা কি ?
(v) অপানুবর্তন কি ?
অথবা
প্রাচীন অনুবর্তনের সাংগঠনিক রূপটি লেখো ।
(vi) অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝো ?
(vii) NCRHE -এর পুরো কথাটি লেখো ।
অথবা
রাধাকৃষ্ণান কমিশনের অপর নাম কি ?
(viii) SSA- এর পুরো কথাটি লেখো ।
(ix) UGC কোন্‌ শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ?
অথবা
NCERT-র পুরো কথাটি লেখো ।
(x) কত সালে রামমূর্তি কমিটি গঠিত হয় ?
অথবা
বহুমুখী বিদ্যালয় গঠনের সুপারিশ করে কোন কমিশন ?
(xi) www -এর পুরো কথাটি কী ?
অথবা
ভাষা গবেষণাগার বা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি কী ?
(xii) সর্বশিক্ষা অভিযান কবে থেকে কার্যকর হয় ?
(xiii) ক’টি বিন্দু বা ডট্‌ দিয়ে ব্রেইল লেখা হয় ?
অথবা
য্‌কদের দুটি শিক্ষা পদ্ধতির নাম লেখো ।
(xiv) বয়স্ক শিক্ষার যেকোনো একটি লক্ষ্য উল্লেখ করো ।
(xv) মধ্যমা কী ?
অথবা
পরিসংখ্যা বহুভুজের যেকোনো একটি সুবিধা লেখো ।
(xiv) ডেলর কমিশন কত সালে রিপোর্ট পেশ করে ?

(বিষয়ভিত্তিক/বর্ণনামূলক প্রশ্নাবলী)

3. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : 4×1=4
(a) সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো । 4
(b) অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো । 4

4. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : 4×1=4
(a) ‘মানুষ হয়ে ওঠার শিক্ষা’ -এই উদ্দেশ্য কার্যকারী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো । 4
(b) শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে ? শিক্ষা ক্ষেত্রে এর যে কোনো দু’টি সুবিধা উল্লেখ করো । 2+2

5. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 8×2=16
(a) প্রেষণা কাকে বলে ? প্রেষণা চক্রের বর্ণনা দাও । প্রেষণার শিক্ষাগত গুরুত্ব কী ? 1+4+3
(b) থর্নডাইকের শিখন এর মূল সূত্রগুলি লেখো । শিক্ষা ক্ষেত্রে যে কোনো দু’টি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো 3+5
(c) নিম্নলিখিত অবিন্যস্ত স্কোরগুলিকে 5 একক শ্রেণী ব্যবধান বিশিষ্ট একটি পরিসংখ্যা বিভাজন স্থাপন করো । ওই পরিসংখ্যা বিভাজনের মধ্যমমান(Median) নির্ণয় করো : 5+3
52 34 50 27 33 67 70 34 48 48
46 50 26 38 49 65 42 49 57 46
76 65 35 67 57 74 53 61 51 36
45 22 42 31 64 59 56 32 45 63
54 74 35 20 63 34 41 29 43 42

6. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 8×2=16
(a) রাধাকৃষ্ণান কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশ গুলি সম্পর্কে আলোচনা করো । 8
(b) মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো । 4+4
(c) 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে ‘অপারেশন ব্ল্যাকবোর্ড’ ও ‘নবোদয় বিদ্যালয়’ গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে ? 4+4

Higher Secondary Education Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র PDF 2023

Shares:

Related Posts

Higher-Secondary-Biology-Question-Paper-PDF-2023
Class 12

Higher Secondary Biology Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক জীববিদ্যা প্রশ্নপত্র PDF 2023

Higher Secondary Biology Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক জীববিদ্যা প্রশ্নপত্র PDF 2023 এই নিবন্ধে আমরা জানবো 2023 সালের উচ্চমাধ্যমিকের জীববিদ্যা প্রশ্নগুলি সম্পর্কে। আশা করি তোমরা যারা এই বছর উচ্চমাধ্যমিক
Higher-Secondary-Philosophy-Question-Paper-PDF-2023
Class 12

Higher Secondary Philosophy Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক দর্শন প্রশ্নপত্র PDF 2023

Higher Secondary Philosophy Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক দর্শন প্রশ্নপত্র PDF 2023 এই নিবন্ধে আমরা জানবো 2023 সালের উচ্চমাধ্যমিকের দর্শন প্রশ্নগুলি সম্পর্কে। আশা করি তোমরা যারা এই বছর উচ্চমাধ্যমিক
Higher Secondary English Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র PDF 2023
Class 12

Higher Secondary English Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র PDF 2023

Higher Secondary English Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র PDF 2023 এই নিবন্ধে আমরা জানবো 2023 সালের উচ্চমাধ্যমিকের ইংরেজি সায়ন প্রশ্নগুলি সম্পর্কে। আশা করি তোমরা যারা এই বছর
Class-12-Biology-Chapter-01-MCQ-Answer
Class 12

Class 12 Biology Chapter 01 MCQ Answer | উচ্চ মাধ্যমিক জীব বিদ্যার অধ্যায় 0১ জীবের জনন বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর

Class 12 Biology Chapter 01 MCQ Answer | উচ্চ মাধ্যমিক জীব বিদ্যার অধ্যায় 0১ জীবের জনন বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর এই নিবন্ধে আমরা উচ্চ মাধ্যমিক জীব বিদ্যার অধ্যায় 0১ জীবের জনন