Class 10Question Paper

Madhyamik History Question Paper PDF 2023 | মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র PDF 2023

Madhyamik History Question Paper PDF 2023 | মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র PDF 2023

এই নিবন্ধে আমরা জানবো 2023 সালের মাধ্যমিকের প্রশ্নগুলি সম্পর্কে। আশা করি তোমরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিলে তাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। Notekoro.com -এর পক্ষ থেকে 2023 সালের মাধ্যমিক প্রশ্নপত্রটি নিম্নে দেওয়া হল। এবং সঙ্গে PDF দেওয়া হল। আশা করি ভবিষ্যতে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নপত্রটি উপকারে আসবে।

আমরা আমাদের Facebook, Telegram Group গ্রুপ এ বিভিন্ন বিষয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর, কুইজ দিয়ে থাকি সঙ্গে থাকে উচ্চমানের Notes এর PDF এগুলো পেতে তোমরা নিচে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের Group এ Join করতে পারো।

Join Our Facebook Group Follow us on Instagram Subscribe us on YouTube Join Our Telegram Channel

Madhyamik History Question Paper PDF 2023 | মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র PDF 2023

বিভাগ – ‘ক’
সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ ১x২০=২০

১.১ রাচেল কারসন সংযুক্ত ছিলেন –
(ক) আঞ্চলিক ইতিহাস (খ) নারীর ইতিহাস
(গ) পরিবেশের ইতিহাস (ঘ) শহরের ইতিহাস
১.২ বঙ্কিমচন্দ্র ‘বঙ্গদর্শন’ পত্রিকার সম্পাদনা করেছিলেন –
(ক) তিন বছর (খ) চার বছর (গ) দশ বছর (ঘ) বারো বছর
১.৩ রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন –
(ক) ১৮২১ খ্রিঃ (খ) ১৮২৩ খ্রিঃ (গ) ১৮১৫ খ্রিঃ (ঘ) ১৮২৬ খ্রিঃ
১.৪ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন –
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (খ) বিদ্যাসাগর
(গ) আনন্দমোহন বসু (ঘ) আশুতোষ মুখোপাধ্যায়
১.৫ ‘রেনেসাঁস’ শব্দটি হল, একটি –
(ক) ইংরেজি শব্দ (খ) ফরাসি শব্দ (গ) ইতালিয় শব্দ (ঘ) ল্যাটিন শব্দ
১.৬ ‘জঙ্গলমহল, নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল –
(ক) সাঁওতাল বিদ্রোহের পরে (খ) কোল বিদ্রোহের পরে
(গ) চুয়াড় বিদ্রোহের পরে (ঘ) মুন্ডা বিদ্রোহের পরে
১.৭ ভারতের রাজকীয় বনবিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন –
(ক) জোহান ক্রুগার (খ) ইলিয়াস ফিসার
(গ) ডিয়েট্রিস ব্র্যান্ডিস (ঘ) ফেডারিক হফম্যান
১.৮ মহাবিদ্রোহকে(১৮৫৭) যে ব্রিটিশ লেখক ‘সিপাহী বিদ্রোহ’ আখ্যা দিয়েছেন –
(ক) চার্লস রেইকস্‌ (খ) নর্টন (গ) ম্যালেস (ঘ) ডিজরেলি
১.৯ চৈত্রমেলা, ‘হিন্দুমেলা’ রূপে পরিচিত হয় –
(ক) ১৮৬৭ খ্রিঃ থেকে (খ) ১৮৭০ খ্রিঃ থেকে
(গ) ১৮৭২ খ্রিঃ থেকে (ঘ) ১৮৭৫ খ্রিঃ থেকে
১.১০ ভারত সভায় প্রথম সভাপতি ছিলেন –
(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (খ) আনন্দমোহন বসু
(গ) রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় (ঘ) শিবনাথ শাস্ত্রী
১.১১ বাংলাপুস্তক ব্যবসায়ের পথিকৃৎ ছিলেন –
(ক) উইলিয়াম কেরি (খ) রামমোহন রায়
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (ঘ) গঙ্গাকিশোর ভট্টাচার্য
১.১২ বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয় –
(ক) ১৭৭৮ খ্রিঃ (খ) ১৮৭৮ খ্রিঃ (গ) ১৯২৫ খ্রিঃ (ঘ) ১৯৩৫ খ্রিঃ
১.১৩ ‘দেশপ্রাণ’ নামে পরিচিত ছিলেন –
(ক) অশ্বিনীকুমার দত্ত (খ) সতীশচন্দ্র সামন্ত
(গ) যতীন্দ্রমোহন সেনগুপ্ত (ঘ) বীরেন্দ্রনাথ শাসমল
১.১৪ ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল –
(ক) গিরনি কামগার ইউনিয়ন (খ) মাদ্রাজ লেবার ইউনিয়ন
(গ) ইন্ডিয়ান মিলহ্যান্ডস ইউনিয়ন (ঘ) সর্বভারতীয়র ট্রেডইউনিয়ন কংগ্রেস
১.১৫ কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা করেন –
(ক) বীরেন্দ্রনাথ শাসমল (খ) প্রফুল্লচন্দ্র সেন
(গ) বাবা রামচন্দ্র (ঘ) ফজলুল হক
১.১৬ ‘বঙ্গলক্ষীর ব্রতকথা’ রচনা করেন –
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর
(গ) রজনীকান্ত সেন (ঘ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
১.১৭ নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন –
(ক) উর্মিলা দেবী (খ) বাসন্তী দেবী
(গ) সরলাদেবী চৌধুরানী (ঘ) সুনীতি দেবী
১.১৮ এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন –
(ক) রামস্বামী নাইকার (খ) ত্যাগরাজা চেট্‌তি (গ) নারায়ন গুরু (ঘ) ভীমরাও আম্বেদকর
১.১৯ ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল –
(ক) ১৯৪৭ খ্রিঃ (খ) ১৯৫০ খ্রিঃ (গ) ১৯৫৩ খ্রিঃ (ঘ) ১৯৫৬ খ্রিঃ
১.২০ পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় –
(ক) ১৯৫০ খ্রিঃ (খ) ১৯৫২ খ্রিঃ (গ) ১৯৫৬খ্রিঃ (ঘ) ১৯৬০ খ্রিঃ

বিভাগ – ‘খ’
২ । যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি প্রশ্ন উত্তর দিতে হবে) ১x১৬=১৬
উপবিভাগ : ২.১
একটি বাক্যে উত্তর দাওঃ ১x৪=৪

(২.১.১) ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়?
(২.১.২) গ্রামবার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হত?
(২.১.৩) বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট-এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
(২.১.৪) ‘গান্ধীবুড়ি’ নামে কে পরিচিত ছিলেন?

উপবিভাগ : ২.২
ঠিক বা ভুল নির্ণয় করোঃ ১x৪=৪

(২.২.১) বিপিনচন্দ্র পালের জীবনীগ্রন্থের নাম ‘সত্তর বৎসর’।
(২.২.২) প্রথম ভারতীয় শবব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত।
(২.২.৩) ড. অনিল শীল আঠারো শতকে ‘সভাসমিতির যুগ’ বলে অভিহিত করেছেন।
(২.২.৪) গনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্রশিল্পী।

উপবিভাগ : ২.৩
‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাওঃ ১x৪=৪

‘ক’ স্তম্ভখ’ স্তম্ভ
(২.৩.১) সি.ভি. রমন(১) সিন্ধুপ্রদেশ
(২.৩.২) বাবা রামচন্দ্র(২) বোম্বাই
(২.৩.৩) উষাবেন মেহতা(৩) কলকাতা
(২.৩.৪) হেমু কালানি(৪) উত্তরপ্রদেশ

উপবিভাগ : ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখোঃ ১x৪=৪

(২.৪.১) মহাবিদ্রোহের(১৮৫৭) একটি কেন্দ্র – মীরাট
(২.৪.২) সাঁওতাল বিদ্রোহের এলাকা (১৮৫৫)।
(২.৪.৩) বাংলার ওয়াহাবি আন্দোলনের একটি কেন্দ্র – বারাসাত
(২.৪.৪) দেশীয় রাজ্য হায়দ্রাবাদ

অথবা
(কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য)
শূন্যস্থান পূরণ করোঃ ১x৪=৪
(২.৪.১) ‘মাস্টারদা’ নামে পরিচিত ছিলেন _______ ।
(২.৪.২) ওয়াহাবি বলতে বোঝায় _______
(২.৪.৩) ‘বর্তমান ভারত’ গ্রন্থটির লেখক ছিলেন _______
(২.৪.৪) হরি সিং ছিলেন _______ এর রাজা।

উপবিভাগ : ২.৫
নিম্নলিখিত বিবৃতি গুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করোঃ ১x৪=৪

(২.৫.১) বিবৃতি : দেবেন্দ্রনাথ ঠাকুর ১৮৪৩ খ্রিস্টাব্দে ব্রাহ্মসমাজের যোগদান করেন এবং এটি ব্রাহ্মণ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
ব্যাখ্যা ১ : তিনি সমগ্র ভারতবর্ষে ব্রাহ্মধর্মপ্রচার করেছিলেন।
ব্যাখ্যা ২ : তিনি খ্রিস্ট ধর্ম প্রচারকদের অপপ্রচারের বিরুদ্ধে সফল্যজনকভাবে ভারতীয় ধর্ম ও সংস্কৃতিকে রক্ষা করেছিলেন
ব্যাখ্যা ৩ : তিনি ব্রাহ্মসমাজের সংস্কার করেন এবং নতুন প্রাণ সঞ্চার করেন।
(২.৫.২) বিবৃতি : ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন।
ব্যাখ্যা ১ : ব্রিটিশ সরকারের অরণ্য আইন প্রবর্তনের উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা করা।
ব্যাখ্যা ২ : ব্রিটিশ সরকারের উদ্দেশ্য ছিল অরণ্য বাসীদের জীবন যাত্রার মানোন্নয়ন করা।
ব্যাখ্যা ৩ : ব্রিটিশ সরকারের নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলেন।
(২.৫.৩) বিবৃতি : গান্ধীজী কখনোই শ্রমজীবীদের আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চাননি।
ব্যাখ্যা ১ : গান্ধীজী ছিলেন মিল-মালিকশ্রেণীর প্রতিনিধি।
ব্যাখ্যা ২ : গান্ধীজী পুঁজি এবং শ্রমের মধ্যে সংঘর্ষ এড়াতে চেয়েছিলেন।
ব্যাখ্যা ৩ :গান্ধীজী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত ছিলেন।
(২.৫.৪) বিবৃতি : ১৯২১ খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংঘটিত হয়।
ব্যাখ্যা ১ : এটি ছিল কৃষকদের একটি জঙ্গী আন্দোলন।
ব্যাখ্যা ২ : এটি ছিল একটি উপজাতীয় বিদ্রোহ।
ব্যাখ্যা ৩ : এটি ছিল শিল্প-শ্রমিকদের একটি অভ্যুত্থান।

বিভাগ ‘গ’
৩ । দু’টি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো এগারোটি) ঃ ২x১১=২২

৩.১ ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে ১৯১১ খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন?
৩.২ ‘সরকারি নথিপত্র’ বলতে কী বোঝায়?
৩.৩ কাদম্বিনী(বসু) গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন?
৩.৪ কোম্পানির শিক্ষাক্ষেত্রে ‘চুইয়ে পড়া নীতি’ বলতে কী বোঝায়?
৩.৫ দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সী কেন গড়ে তোলা হয়েছিল?
৩.৬ ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কি?
৩.৭ মহারানীর ঘোষণাপত্রে(১৮৫৮) প্রকৃত উদ্দেশ্য কি ছিল?
৩.৮ জমিদারসভা ও ভারতসভার মধ্যে দুটি পার্থক্য লেখো।
৩.৯ ড. মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন?
৩.১০ বাংলা সংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা?
৩.১১ আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন?
৩.১২ ‘মিরাট ষড়যন্ত্র মামলা’ টি কি?
৩.১৩ দিপালী সংঘ কেন প্রতিষ্ঠিত হয়?
৩.১৪ গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন?
৩.১৫ ১৯৪৭ খ্রিস্টাব্দে সর্দার বল্লভ ভাই প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবিকে অগ্রাহ্য করেছিলেন কেন?
৩.১৬ রাজ্য পুনর্গঠন কমিশন(১৯৫৩) কেন গঠিত হয়েছিল?

বিভাগ ‘ঘ’
৪ । সাত বা আটটি বাক্যে যে কোন ছ’টি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও)ঃ ৪x৬=২৪
উপবিভাগ : ঘ.১

৪.১ উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকার মূল্যায়ন করো।
৪.২ ধর্ম সংস্কার আন্দোলনরূপে ব্রাহ্মআন্দোলনের মূল্যায়ন করো।
উপবিভাগ : ঘ.২
৪.৩ ‘বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব’ এর ধারণাটি ব্যাখ্যা করো।
৪.৪ বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো।
উপবিভাগ : ঘ.৩
৪.৫ বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো।
৪.৬ রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাভাবনার সমালোচনামূলক আলোচনা করো।
উপবিভাগ : ঘ.৪
৪.৭ স্বাধীনতা লাভের পর ভারতীয় রাজ্যগুলোকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কি কি প্রচেষ্টা হয়েছিল?
৪.৮ কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়?


বিভাগ – ‘ঙ’
৫ । পনেরো বা ষোলোটি বাক্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৮x১=৮
৫.১ বাংলার নবজাগরণ বলতে কী বোঝায়? এই নবজাগরণের সীমাবদ্ধতা গুলি কি? ৩+৫
৫.২ বাংলার ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ৮
৫.৩ বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কি মনে কর যে, এই আন্দোলনের ভূমিহীন কৃষকশ্রেণি এবং কৃষিশ্রমিকদের স্বার্থরক্ষায় সফল হয়েছিল? ৫+৩

(কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য)
বিভাগ ‘চ’
৬ । ৬.১ একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও(যে কোনো চারটি)ঃ ১x৪=৪

৬.১.১ ‘নীলদর্পণ’ নাটকটির রচয়িতা কে?
৬.১.২ এশিয়াটিক সোসাইটি কোন বছর প্রতিষ্ঠিত হয়?
৬.১.৩ ‘শ্রীরামপুর ত্রয়ী’ কাদের বলা হয়?
৬.১.৪ একজন ব্যঙ্গচিত্র শিল্পীর নাম করো।
৬.১.৫ কে বর্ণপরিচয় রচনা করেন?
৬.১.৬ কে ‘সর্দার’ উপাধিতে ভূষিত হন?


৬.২ দুটি বা তিনটি বাক্যে নিজের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোন তিনটি)ঃ ২x৩=৬
৬.২.১ ডেভিড হেয়ার স্মরণীয় কেন?
৬.২.২ ভারতসভা প্রতিষ্ঠার যে কোন দুটি উদ্দেশ্য লেখো।
৬.২.৩ মোপলা বিদ্রোহ কেন হয়েছিল?
৬.২.৪ প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন?
৬.২.৫ ‘রশিদ আলি দিবস’ কেন পালিত হয়েছিল?

Madhyamik History Question Paper PDF 2023 | মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র PDF 2023

Shares:

Related Posts

Class 10

Class 10 History Chapter 01 Question Answer MCQs | ইতিহাসের ধারনা | বহু বিকল্পধর্মী প্রশ্ন উত্তর

মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারনা (প্রথম অধ্যায়) | প্রশ্ন ও উত্তর MCQ | Class 10 History Chapter 01 Question Answer মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারনা (প্রথম অধ্যায়) | প্রশ্ন ও
Class 10

Class 10 Life Science Chapter 01 Part 02 Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 এর Part 02 উদ্ভিদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন-এর দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নোত্তর

Class 10 Life Science Chapter 01 Part 02 Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 এর Part 02 উদ্ভিদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন-এর দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নোত্তর এই নিবন্ধে আমরা
Class-10-Life-Science-Chapter-05-MCQ-Answer
Class 10

Class 10 Life Science Chapter 05 MCQ Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় ০৫ জনন ও বংশগতি বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর

Class 10 Life Science Chapter 05 MCQ Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 05 জনন ও বংশগতি বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর এই নিবন্ধে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 05 জনন ও
Higher-Secondary-Geography-Question-Paper-PDF-2023
Class 12

Higher Secondary Geography Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র PDF 2023

Higher Secondary Geography Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র PDF 2023 এই নিবন্ধে আমরা জানবো 2023 সালের উচ্চমাধ্যমিকের ভূগোল প্রশ্নগুলি সম্পর্কে। আশা করি তোমরা যারা এই বছর উচ্চমাধ্যমিক