Class 10

Madhyamik Life Science Question Paper PDF 2023 | মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নপত্র PDF 2023

Madhyamik Life Science Question Paper PDF 2023 | মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নপত্র PDF 2023
Madhyamik-Life-Science-Question-Paper-PDF-2023-মাধ্যমিক-জীবন-বিজ্ঞান-প্রশ্নপত্র-PDF-2023

Madhyamik Life Science Question Paper PDF 2023 | মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নপত্র PDF 2023

এই নিবন্ধে আমরা জানবো 2023 সালের মাধ্যমিকের জীবন বিজ্ঞান প্রশ্নগুলি সম্পর্কে। আশা করি তোমরা যারা এই বছর মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষা দিলে তাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। Notekoro.com -এর পক্ষ থেকে 2023 সালের মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নপত্রটি নিম্নে দেওয়া হল। এবং সঙ্গে PDF দেওয়া হল। আশা করি ভবিষ্যতে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই জীবন বিজ্ঞান প্রশ্নপত্রটি উপকারে আসবে।

আমরা আমাদের Facebook, Telegram Group গ্রুপ এ বিভিন্ন বিষয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর, কুইজ দিয়ে থাকি সঙ্গে থাকে উচ্চমানের Notes এর PDF এগুলো পেতে তোমরা নিচে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের Group এ Join করতে পারো।

Join Our Facebook Group Follow us on Instagram Subscribe us on YouTube Join Our Telegram Channel

Madhyamik Life Science Question Paper PDF 2023 | মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নপত্র PDF 2023

বিভাগ – ক’
(সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক)

১ । প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো। ১ x ১৫=১৫
১.১ নিচের কোনটি অ্যাক্সনের গঠনসংক্রান্ত বৈশিষ্ট্য নয়?
(ক) র‍্যানভিয়ারের পর্ব (খ) মায়েলিন সিদ (গ) নিজল দানা (ঘ) সোয়ান কোশ
১.২ নীচের কোনটি ADH হরমোনের কাজ?
(ক) উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়
(খ) পরিণত বয়সে শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে
(গ) যকৃত ও পেশীকোশে গ্লুকোজকে গ্লাইকোজেন রূপান্তরিত করে সঞ্চিত রাখে
(ঘ) স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটায় ও স্বাভাবিক ক্রিয়া বজায় রাখে
১.৩ কর্নিয়া, কোরয়েড, লেন্স, অ্যাকুয়াস হিউমর, আইরিস, ভিট্রিয়াস হিউমর – অক্ষিগোলকের এই অংশগুলোর মধ্যে কয়টি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম?
(ক) 3 (খ) 4 (গ) 5 (ঘ) 6
১.৪ নিউক্লিওটাইডের রাসায়নিক উপাদান সংক্রান্ত নিচের কোনটি সঠিক?
(ক) 5 – C যুক্ত শর্করা + ফসফরিক অ্যাসিড = নিউক্লিওটাইড
(খ) N2 যুক্ত ক্ষারক + ফসফরিক অ্যাসিড = নিউক্লিওটাইড
(গ) 5 – C যুক্ত শর্করা + N2 যুক্ত ক্ষারক = নিউক্লিওটাইড
(ঘ) 5 – C যুক্ত শর্করা + N2 যুক্ত ক্ষারক + ফসফরিক অ্যাসিড = নিউক্লিওটাইড
১.৫ ইতরপরাগযোগের পদ্ধতির ক্ষেত্রে নীচের কোন জোড়াটি সঠিক?
ইতরপরাগযোগের পদ্ধতি উদ্ভিদের নাম
(ক) বায়ু পরাগী আম
(খ) জল পরাগী ধান
(গ) পতঙ্গ পরাগী হাইড্রিলা
(ঘ) পক্ষী পরাগী পলাশ
১.৬ ফার্ণের জনুক্রমের নিচের কোন দশাটি রেনুধর জনুর অন্তর্গত নয়?
(ক) প্রোথ্যালাস (খ) সোরাস (গ) রেণুস্থলী (ঘ) রেনুমাতৃকোশ
১.৭ গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের জনুতে F2 উৎপন্ন BbRr ও BBRR জিনোটাইপ দুটি সংখ্যার অনুপাত কি?
(ক) 2 : 1 (খ) 4 : 1 (গ) 1 : 2 (ঘ) 1 : 1
১.৮ নিচের কোন্‌ দুটি জিনোটাইপ হলুদ বর্ণ ও কুঞ্চিত আকৃতির বীজযুক্ত মটরগাছের জিনোটাই প্রদর্শন করে?
(ক) YYrr,Yyrr (খ) YYRr,YyRR (গ) yyRR,yyRr (ঘ) YYRR,yyrr
১.৯ অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে সংকর জননের F2 জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত কোনটি?
(ক) 2 : 1 : 1 (খ) 1 : 1 : 1 (গ) 1 : 2 : 1 (ঘ) 1 : 2 : 2
১.১০ নিচের কোনটি ডারউইনের মতবাদের বক্তব্য নয়?
(ক) অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ (খ) জীবন সংগ্রাম
(গ) প্রকরণ (ঘ) প্রাকৃতিক নির্বাচন
১.১১ সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য সনাক্ত করো –
(ক) গঠনগতভাবে ভিন্ন কিন্তু উৎপত্তি আর কার্যগত ভাবে অভিন্ন
(খ) উৎপত্তি আর কার্যগতভাবে ভিন্ন হলেও গঠনগতভাবে অভিন্ন
(গ) গঠনগত ও কার্যগতভাবে অভিন্ন হলেও উৎপত্তিগত ভাবে ভিন্ন
(ঘ) উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন
১.১২ জীবনের রাসায়নিক উৎপত্তি – সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিকারকগুলো কি কি?
(ক) অক্সিজেন, মিথেন, নাইট্রোজেন ডাই-অক্সাইড
(খ) জল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন
(গ) মিথেন, হাইড্রোজেন সালফাইড, কার্বন মনোক্সাইড
(ঘ) নাইট্রাস অক্সাইড, মিথেন, কার্বন-ডাই-অক্সাইড
১.১৩ নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো –
(ক) নাইট্রোজেন স্থিতিকরণ – ডিনাইট্রিফিকেশন – অ্যামনিফিকেশন – নাইট্রিফিকেশন
(খ) অ্যামনিফিকেশন – নাইট্রিফিকেশন – নাইট্রোজেন স্থিতিকরণ – ডিনাইট্রিফিকেশন
(গ) ) নাইট্রোজেন স্থিতিকরণ – অ্যামনিফিকেশন – নাইট্রিফিকেশন – ডিনাইট্রিফিকেশন
(ঘ) নাইট্রিফিকেশন – নাইট্রোজেন স্থিতিকরণ – ডিনাইট্রিফিকেশন – অ্যামনিফিকেশন
১.১৪ জীববৈচিত্র্য হ্রাসের ক্ষেত্রে নীচের হ্রাসের কারণ ও ক্ষতিগ্রস্ত প্রজাতির কোন জোড়টি সঠিক?
(ক) বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ – একশৃঙ্গ গন্ডার
(খ) দূষণ – রয়েল বেঙ্গল টাইগার
(গ) বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন – মেরুভল্লুক
(ঘ) শিকার এবং চোরা শিকার – শকুন
১.১৫ কোন একটি খাদ্যকশৃংখলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে?
(ক) জীববিবর্ধন (খ) ইউট্রফিকেশন (গ) বিশ্ব উষ্ণায়ন (ঘ) বধিরত্ব

বিভাগ – ‘খ’


২। নিচের ২৬ টি প্রশ্ন থেকে ২১ টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখঃ ১x২১=২১
নিচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও (যেকোনো পাঁচটি)
১x৫=৫

২.১ ন্যাস্টিক চলন বহিঃস্থ উদ্দীপকের __________ দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়।
২.২ __________ কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে।
২.৩ বীজের কুঞ্চিত আকার একটি __________ বৈশিষ্ট্য।
২.৪ উটের রক্তের RBC আকৃতি __________ হাওয়ায় এটি অধিক মাত্রায় জলক্ষয় সহন করতে পারে।
২.৫ বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যাধি হলো __________
২.৬ নীলগিরি ও __________ উভয় হল বায়োস্ফিয়ার রিজার্ভ।

নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। (যেকোনো পাঁচটি) ১x৫=৫

২.৭ অক্সিন হরমোন অগ্রমূলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায়।
২.৮ চেক পয়েন্টগুলোর কাজ বিঘ্নিত হলে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়।
২.৯ YyRR জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হয়।
২.১০ একটি বনে বিভিন্ন ধরনের বাঘেদের মধ্যে অন্তঃপ্রজাতি ও আন্তঃপ্রজাতি সংগ্রাম উভয়ই পরিলক্ষিত হয়।
২.১১ নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস।
২.১২ ট্রাইসেপ্‌স একটি ফ্লেক্সর পেশী।

‘A’ – স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে ‘B’ – স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নাম্বার উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখ। (যেকোনো পাঁচটি) ১x৫=৫

‘A’ – স্তম্ভ ‘B’ – স্তম্ভ
২.১৩ মেনিনজেস(ক) পায়ের আঙ্গুলের সংখ্যা হ্রাস
২.১৪ যৌন জনন (খ) দ্বীপভূমির নিমজ্জন
২.১৫ রোলার জিভ (গ) সেন্ট্রোমিয়ার
২.১৬ ঘোড়ার বিবর্তন (ঘ) টেলোমিয়ার
২.১৭ সুন্দরবনের পরিবেশগত সমস্যা (ঙ) মস্তিষ্ক ও সুষূম্নাকান্ডকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে
২.১৮ ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত করে (চ) অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত
(ছ) গ্যামেট উৎপাদন ও গ্যামেটের মিলনের মাধ্যমে ঘটে

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যেকোনো ছয়টি) ১x৬=৬

২.১৯ বিসদৃশ্য শব্দটি বেছে লেখো —
টেস্টোস্টেরন, ইনসুলিন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন
২.২০ চোখের উপযোজন এর সঙ্গে লেন্সের সম্পর্ক কি?
২.২১ নিচের প্রথম শব্দজোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও
মাইটোসিস : সমবিভাজন :: __________ : হ্রাস বিভাজন
২.২২ একটি জিভ একটি চরিত্রের জন্য বিশুদ্ধ হলেও আরেকটি চরিত্রের জন্য অন্য কি হতে পারে?
২.২৩ বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির একটি বৈশিষ্ট্য লেখ।
২.২৪ বিভিন্ন মেরুদন্ডী প্রাণীর ভ্রুনের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব?
২.২৫ নিচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়ে এর অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো —
কৃষি জমির হ্রাস, মিষ্টি জলের অভাব, ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা, অরণ্য ধ্বংস
২.২৬ জীববৈচিত্রের হটস্পট এর একটি বৈশিষ্ট্য লেখ।

বিভাগ – ‘গ’


৩ । নিচের ১৭ টি প্রশ্ন থেকে যেকোনো ১২ টি প্রশ্নের উত্তর দুই-তিনটি বাক্যে লেখো। ২ x ১২=২৪
৩.১ হাঁচি ও কাশি প্রতিবর্ত দুইটি বিপদ এড়াতে সাহায্য করে – বক্তব্যটি যথার্থতা বিচার করো।
৩.২ জিব্বেরেলিন হরমোন কিভাবে বীজের অঙ্কুরোদ্‌গম ঘটায় ও উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে?
৩.৩ হৃদপিণ্ড ও লোহিত রক্তকণিকার ওপর থাইরক্সিন হরমোনের একটি করে প্রভাব লেখো।
৩.৪ নিচের শব্দ দুটি ব্যাখ্যা করো –
(i) গ্যাংলিয়া (ii) সাইন্যাপস
৩.৫ অমাইটোসিস কোশবিভাজনের দুটি বৈশিষ্ট্য লেখো।
৩.৬ ইন্টারফেজের G1 দশার দুটি ঘটনা উল্লেখ করো।
৩.৭ উদ্ভিদের একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে খন্ডিভবন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।
৩.৮ বিবাহ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিং – এর গুরুত্ব কি?
৩.৯ বংশগতি সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার জন্য ম্যান্ডেলের মটরগাছ নির্বাচনের দুটি কারণ লেখো।
৩.১০ বাবা বর্ণান্ধ এবং মাতা সম্পূর্ণ স্বাভাবিক হলে তাদের ছেলেমেয়েদের মধ্যে কত শতাংশ বর্ণান্ধ হতে পারে তার সম্ভাবনা যুক্তিসহ বিচার করে লেখো।
৩.১১ জীবের একটি সহজাত বৈশিষ্ট্য হলো অত্যাধিক হারে বংশবৃদ্ধি করা; এর ফলে জীবের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায় – দুটি উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো।
৩.১২ কর্মী মৌমাছিরা খাদ্যের কোনো উৎসের সন্ধান পেলে কীভাবে মৌচাকের অন্যান্য কর্মী মৌমাছিদের কাছে সেই বার্তা আদান-প্রদান করে?
৩.১৩ প্রাকৃতিক নির্বাচন বলতে কী বোঝো?
৩.১৪ ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হল জলাভূমি ধ্বংস-এর ফলে যে যে ঘটনা ঘটতে পারে তার দুটি উল্লেখ করো।
৩.১৫ বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের ফলে জীব বৈচিত্রের হ্রাস ঘটে-ভারতের ক্ষেত্রে এই বক্তব্যের যথার্থতা দুটি উদাহরণসহ প্রমাণ করো।
৩.১৬ পূর্ব হিমালয় হটস্পটের একটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও একটি বিলুপ্তপ্রায় স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো।
৩.১৭ জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট(JFM) এবং পিপলস্‌ বায়োডাইভারসিটি রেজিস্টার(PBR) এর একটি করে ভূমিকা লেখো।

বিভাগ – ‘ঘ’
(দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন)

৪। নিচের ছয়টি বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ৪.১ নং প্রশ্নের পরিবর্তে ৪.১(A) নং প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান ৫ (প্রশ্নের মান বিভাজন ৩+২, ২+৩ বা ৫ হতে পারে) ৫x৬=৩০

৪.১ মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদ এর একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন কর এবং নিম্নলিখিত অংশ গুলো চিহ্নিত করো। ৩+২=৫
(ক) কোরয়েড (খ) লেন্স (গ) কর্নিয়া (ঘ) ভিট্ট্রিয়াস হিউমার

অথবা

প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করও। ৩+২=৫
(ক) সেন্ট্রোমিয়ার (খ) অপত্য ক্রোমোজোম (গ) মেরু অঞ্চল (ঘ) বেমতন্তু

[কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য]


৪.১ (A) মানুষের অক্ষিগোলকের নিম্নলিখিত পাঁচটি অংশের প্রত্যেকটির একটি করে কাজ লেখঃ ১x৫=৫
(ক) কর্নিয়া (খ) লেন্স (গ) কোরয়েড (ঘ) ভিট্রিয়াস হিউমার (ঙ) রেটিনা

অথবা

প্রাণী কোষের মাইটোসিসের অ্যানাফেজ দশায় ঘটা তিনটি পরিবর্তন উল্লেখ করো। ৩+২=৫
ইউক্যারিওটিক ক্রোমোজোমের যেকোনো দুটি গঠনগত অংশের নাম লেখো।

৪.২ কোষ বিভাজনের নিম্নলিখিত তিনটি তাৎপর্য ব্যাখ্যা করো। —
-বৃদ্ধি -ক্ষয়পূরণ -প্রজনন
জীব জগতে মিয়োসিস কোষ বিভাজনের সংঘটনস্থানগুলো স্মরণির সাহায্যে লেখো । ৩+২=৫

অথবা

মাইক্রোপ্রপাগেশন পদ্ধতিটি ব্যাখ্যা কর। অযৌন ও যৌন জননের মধ্যে নিম্নলিখিত তিনটি বিষয়ে পার্থক্য নিরূপণ করো।
(i)জনিতৃ জিপের সংখ্যা (ii) কোষ বিভাজন (iii) ভেদ বা প্রকরণের উৎপত্তি ২+৩=৫

৪.৩ বিশুদ্ধ কালো বর্ণ ও অমসৃণোমযুক্ত একটি গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা বর্ণ ও মসৃণ লোমযুক্ত একটি গিনিপিগের সংকরায়ন ঘটালে দ্বিতীয় অপত্য বংশের সৃষ্ট অপত্যগুলোর ফিনোটাইপ অনুপাত চেকার বোর্ডের সাহায্যে দেখাও “সন্তানের লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকায় মুখ্য” — একটি চেকারবোর্ডের সাহায্যে বক্তব্যটির সত্যতা যাচাই কর। ৩+২=৫

অথবা

মেন্ডেলের সাফল্যের তিনটি কারণ লেখো। উপযুক্ত উদাহরণসহ ফিনোটাইপ ও জিনোটাইপ এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। ৩+২=৫

৪.৪ জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদ ব্যাখ্যা করো। ‘হট ডাইলিউট স্যুপ’ কী? ৩+২=৫

অথবা

একটি রেখাচিত্রের সাহায্যে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলীর ক্রমটি নির্মাণ করো।
শিম্পাঞ্জির সমস্যা সমাধান দক্ষতার দুটি উদাহরণ দাও। ৩+২=৫

৪.৫ ভাসমান ক্ষুদ্র কণা প্রশ্বাসের মাধ্যমে শ্বাসনালীতে প্রবেশ করলে সৃষ্টি হতে পারে এমন দুটি ব্যাধির একটি করে উপসর্গ লেখো। কৃষি ক্ষেত্রের বর্জ্য জলাশয়ে মিশলে যে যে ঘটনাগুলো ঘটে তার ক্রম নির্মাণ করো। ৩+২=৫

অথবা

জীববৈচিত্র্য হ্রাসের একটি অন্যতম কারণ হলো চোরাশিকার-এর ফলে যে সকল বন্যপ্রাণী আজ বিলুপ্তির পথে তাদের যে কোন তিনটির একটি তালিকা তৈরি করো। জীব বৈচিত্রের সংরক্ষণ পদ্ধতি গুলো একটি সারণির সাহায্যে দেখাও। ৩+২=৫

৪.৬ সুন্দরবনের তিনটি পরিবেশগত সমস্যা হলো –
খাদ্য খাদকের সংখ্যার ভারসাম্যে ব্যাঘাত
নগরায়নের জন্য লবণাম্বু উদ্ভিদ ধ্বংস
সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি
সমস্যা তিনটি সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করো। ভারত ও ভারতের বাইরে ভৌগোলিক অঞ্চলে ব্যাপ্ত এমন একটি জীববৈচিত্র্য হটস্পট এর অবস্থান ও ওই হটস্পটের একটি বিপন্ন উদ্ভিদের নাম লেখো। ৩+২=৫

অথবা

শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো। নাইট্রোজেন চক্রটি ব্যাহত হলে যে যে সমস্যা সৃষ্টি হতে পারে তার দুটি বিশ্লেষণ করো। ৩+২=৫

বিভাগ – ‘ঙ’

[কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য]


৫ । যেকোনো ৪ টি প্রশ্নের উত্তর দাওঃ ১ x ৪=৪
৫.১ আবরণী কলার একটি বৈশিষ্ট্য লেখো।
৫.২ রাইবোজোমর কাজ কী?
৫.৩ প্যারেনকাইমা কলার একটি কাজ লেখো।
৫.৪ স্বপরাগযোগের একটি সুবিধা লেখো।
৫.৫ একটি প্রোটিন পরিপাককারী উৎসেচকের উদাহরণ দাও।

৬ । যে কোন তিনটি প্রশ্নের উত্তর দাওঃ ২ x ৩=৬
৬.১ অ্যাক্সন ও ডেনড্রনের দুটি পার্থক্য লেখো।
৬.২ উদ্ভিদের দুটি নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের নাম লেখো।
৬.৩ মাইটোকন্ড্রিয়া ও সেন্ট্রোজোমের একটি করে কাজ লেখো।
৬.৪ পশ্চিমবঙ্গের দুটি অভয়ারণ্যের নাম লেখো।

Madhyamik Life Science Question Paper PDF 2023 | মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নপত্র PDF 2023

Shares:

Related Posts

Class 10

Class 10 Life Science Chapter 02 Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় ০২ জীবনের প্রবমানতা প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা দশম শ্রেণির জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় ” জীবনের প্রবাহমানতা ” প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Life Science Chapter 02 Question Answer Class 10 Life Science Chapter 02 Question
Madhyamik English Question Paper PDF 2023 মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র PDF 2023
Class 10

Madhyamik English Question Paper PDF 2023 | মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র PDF 2023

Madhyamik English Question Paper PDF 2023 | মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র PDF 2023 এই নিবন্ধে আমরা জানবো 2023 সালের মাধ্যমিকের ইংরেজি প্রশ্নগুলি সম্পর্কে। আশা করি তোমরা যারা এই বছর মাধ্যমিক ইংরেজি
wbbse-class-10-geography-short-question-answer-notekoro
Class 10

Class 10 Geography Chapter 01 Short Question Answer

এই পোস্টে আমরা দশম শ্রেণীর ভুগোলের প্রথম অধ্যায় এর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করবো। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর১. বহির্জাত প্রক্রিয়া কাকে বলে ?উত্তরঃ- বহির্জাত প্রক্রিয়ার অংশগ্রহণকারী প্রধান উপাদান গুলির মধ্যে
Class-10-Life-Science-Chapter-01-Question-Answer
Class 10

Class 10 Life Science Chapter 01 Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় – হরমোন

Class 10 Life Science Chapter 01 Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 এর প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় - হরমোন - এর দীর্ঘউত্তরধর্মী প্রশ্নোত্তর এই নিবন্ধে আমরা মাধ্যমিক