Class 10 Life Science Chapter 01 Part 03 Fill Blank True False Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 এর Part 03 প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় – হরমোন – এর শূন্যস্থান পূরণ ও সত্য মিথ্যা উত্তরধর্মী প্রশ্নোত্তর
এই নিবন্ধে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 এর Part 03 প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সম্বন্ধয়-হরমোন-এর শূন্যস্থান পূরণ ও সত্য মিথ্যা উত্তরধর্মী প্রশ্নোত্তরের 50 টি প্রশ্নের উত্তর জানতে পারবো।
Table of Contents
নিজের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দে বসাও:
- জীবদেহে রাসায়নিক সম্বন্ধয়সাধন _______-এর মাধ্যমে সম্পন্ন হয়।
উত্তরঃ- হরমোন - অগ্র পিটুইটারি কে বলে _______।
উত্তরঃ- অ্যাডিনোহাইপোফাইসিস - মানব দেহের _______গ্রন্থিকে জৈবিক ঘড়ি বলা হয়।
উত্তরঃ- পিনিয়াল গ্রন্থি - পৌষ্টিকতন্ত্রে অবস্থিত একটি মিশ্রগ্রন্থি হল _______।
উত্তরঃ- আগ্ন্যাশয় - BMR নিয়ন্ত্রণকারী হরমোন _______।
উত্তরঃ- থাইরক্সিন - ACTH একটি _______হরমোন।
উত্তরঃ- ট্রপিক - নালীবিহীন গ্রন্থিকে _______গ্রন্থি বলে।
উত্তরঃ- অন্তঃক্ষরা - প্রাণীদেহে _______গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়।
উত্তরঃ- অন্তঃক্ষরা বা অনল - _______হরমোনের অভাবে ক্রেটিনিজম রোগ হয়।
উত্তরঃ- থাইরক্সিন - হরমোন _______বার্তাবাহক রূপে কাজ করে।
উত্তরঃ- রাসায়নিক - ADH হরমোন ক্ষরিত হয় পিটুইটারির _______থেকে।
উত্তরঃ- পশ্চাদভাগ - বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণের সাহায্য করে _______।
উত্তরঃ- ADH - _______হরমোন পথিক ক্ষরণে বহিঃ চক্ষু গয়টার রোগ হয়।
উত্তরঃ- থাইরক্সিন - প্রাণীদেহে জরুরিকালীন হরমোনটি হল _______ ।
উত্তরঃ- অ্যাড্রিনালিন - থাইরক্সিন ক্ষরণ নিয়ন্ত্রণকারী পিটুইটারি হরমোনটি হল _______।
উত্তরঃ- TSH - ইস্ট্রোজেন নিঃসৃত হয় _______থেকে।
উত্তরঃ- ডিম্বাশয় - _______ হরমোন রক্ত বাহকে সংকুচিত করে রক্তচাপ বৃদ্ধি করে।
উত্তরঃ- অ্যাড্রিনালিন - _______ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়।
উত্তরঃ- অ্যাড্রিনালিন - আয়োডিনের অভাবে _______ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়।
উত্তরঃ- থাইরক্সিন - পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের অস্থির সেলা _______টারসিকা প্রকোষ্ঠে অবস্থিত।
উত্তরঃ- স্ফেনয়েড - পুরুষদের প্রধান যৌন হরমোন হল _______।
উত্তরঃ- টেস্টোস্টেরন - ইনটারস্টিসিয়াল সেল ইমুলেটিং হরমোন (ICSH) _______হরমোন নামেও পরিচিত।
উত্তরঃ- লিউ টিনাইজিং - পাশ্চাদ পিটুইটারি গ্রন্থি _______নামেও পরিচিত।
উত্তরঃ- নিউরো হাইপোফাইসিস - ACTH – এর টার্গেট অঙ্গ হল _______কটেক্স।
উত্তরঃ- অ্যাড্রিনাল - ইনসুলিনের বিপরীত ক্রিয়াশীল হরমোনটি হল _______।
উত্তরঃ- গ্লুকাগন - _______হরমোনকে ক্যালরিজেনিক হরমোন বলে।
উত্তরঃ- থাইরক্সিন - ডায়াবেটিস মেলিটাস _______হরমোনের অভাবে হয়।
উত্তরঃ- ইনসুলিন - গ্লুকাগনের অধিক ক্ষরণে _______হয়।
উত্তরঃ- হাইপারগ্লাইসিমিয়া - ডিম্বাশয়ের পীতগ্রন্থি থেকে ক্ষরিত হয় _______ হরমোন।
উত্তরঃ- প্রোজেস্টেরন - _______-এর প্রভাবে বয়সন্ধিতে স্ত্রী দেহে যৌন লক্ষণ প্রকাশ পায়।
উত্তরঃ- ইস্ট্রোজেন - অগ্ন্যাশয়ের _______ কোশ থেকে ইনসুলিন ক্ষরিত হয়।
উত্তরঃ- বিটা - অ্যাড্রিনাল মেডালা অ্যাড্রিনালিন ও _______ক্ষরণ করে।
উত্তরঃ- নর-অ্যাড্রিনালিন - রক্তে গ্লুকোজের মাত্রা _______থেকে নিঃসৃত দুটি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়।
উত্তরঃ- অগ্ন্যাশয় - ডায়াবেটিস ইনসিপিডাস _______হরমোনের অভাবে হয়।
উত্তরঃ- ADH
নিজের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ কর:
- হরমোন রাসায়নিক সম্বন্ধায়ক হিসেবে কাজ করে।
উত্তরঃ- সত্য - বহুমূত্র রোগে আক্রান্ত কোন ব্যক্তির অধিক পরিমাণে লঘু মুত্র নির্গত হয়।
উত্তরঃ- সত্য - গোনাডোট্রপিক হরমোন অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয়।
উত্তরঃ- মিথ্যা - ইনসুলিন হরমোন গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার হারকে বাড়িয়ে দেয়।
উত্তরঃ- সত্য - থাইরক্সিনের অধিক ক্ষরণে বহিঃচক্ষু গলগন্ড বা ক্রেভস বর্ণিত রোগ হয়।
উত্তরঃ- সত্য - ইনসুলিন হল এন্টিডায়াবেটিক হরমোন।
উত্তরঃ- সত্য - রাসায়নিক ধর্মে হরমোন কার্বোহাইড্রেট প্রকৃতির।
উত্তরঃ- মিথ্যা - অগ্নাশয়ের গামা কোশ বা PP কোষ থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড নিঃসৃত হয়।
উত্তরঃ- সত্য - STH -এর অপর নাম গ্রোথ হরমোন।
উত্তরঃ- সত্য - অগ্ন্যশয়ের ডেল্টা কোশ থেকে সোমাটোস্টেটিন নিঃসৃত হয়।
উত্তরঃ- সত্য - শর্করা বিহীন বহুমূত্র রোগকে বলে ডায়াবেটিস মেলিটাস।
উত্তরঃ- মিথ্যা - মানবদেহে রক্তের গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ 80-120 mg/100 mg রক্তে।
উত্তরঃ- সত্য - শুক্রাশয় থেকে ইস্ট্রোজেন ক্ষরিত হয়।
উত্তরঃ- মিথ্যা - পিটুইটারি গ্রন্থির পশ্চাদখন্ডের অপর নাম হাইপ্রোফাইসিস।
উত্তরঃ- মিথ্যা - হাইপোথ্যালামাসের নিউরোসিক্রেটরি কোশ থেকে ভেসোপ্রোসিন নামক হরমোন ক্ষরিত হয়।
উত্তরঃ- সত্য - প্রোজেস্টেরন হরমোনটি শুক্রাশয় থেকে নিশ্চিত হয়।
উত্তরঃ- মিথ্যা