Class 10 Life Science Chapter 01 Part 03 MCQs Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 এর Part 03 প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় – হরমোন – এর বহুবিকল্প উত্তরধর্মী প্রশ্নোত্তর
এই নিবন্ধে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 এর Part 03 প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সম্বন্ধয়-হরমোন-এর বহুবিকল্প উত্তরধর্মী প্রশ্নোত্তরের 68 টি প্রশ্নের উত্তর জানতে পারবো।
Table of Contents
Class 10 Life Science Chapter 01 Part 03 MCQs Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 এর Part 03 প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় – হরমোন – এর বহুবিকল্প উত্তরধর্মী প্রশ্নোত্তর
1. ভয় পেলে মানুষের কোন হরমোনর ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায় –
a) GH
b) GTH
c) থাইরক্সিন
d) অ্যাড্রিনালিন
উত্তরঃ- d) অ্যাড্রিনালিন
2. নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিকটি বেছে নাও –
a) প্রোজেস্টেরন গর্ভাবস্থায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন ও রজঃচক্র বন্ধ করে
b) থাইরক্সিনের প্রভাবে রক্তচাপ, শ্বাসহার ও হৃদস্পন্দনের হার বৃদ্ধি পায়
c) ADH মধুমেহ রোগ প্রতিহিত করে
d) অ্যাড্রিনালিনকে ক্যালোরিজেনিক হরমোন বলে
উত্তরঃ- a) প্রোজেস্টেরন গর্ভাবস্থায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন ও রজঃচক্র বন্ধ করে
3. ইনসুলিনের বিপরীতধর্মী হরমোনটি হল –
a) ADH
b) গ্লুকাগন
d) LH
উত্তরঃ- b) গ্লুকাগন
4. ADH-কে ভেসোপ্রোসিন বলা হয়, কারণ –
a) রক্তবাহকে প্রসারিত করে
b) পেশিকে সংকুচিত করে
c) ভাসকুলার মসৃণ পেশিকে সংকুচিত করে
d) সবকটি
উত্তরঃ- c) ভাসকুলার মসৃণ পেশিকে সংকুচিত করে
5. গ্যাসট্রিন হরমোন ক্ষরিত হয় –
a) অন্ত্র থেকে
b) অগ্ন্যাশয় থেকে
c) পাকস্থলী থেকে
d) যকৃৎ থেকে
উত্তরঃ- c) পাকস্থলী থেকে
6. ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্তকরো –
a) রক্ত থেকে অধিকাংশ দেহকোশে গ্লুকোজের শোষণে সাহায্য করে
b) যকৃত ও পেশিকোশের ভেতর গ্লুকোজের গ্লাইকোজেন রূপান্তরিত করে
c) ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে
d) প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রূপান্তরে বাধা দেয়
উত্তরঃ- c) ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে
7. নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো –
a) FSH, LH ও প্রোল্যাকটিন হল বিভিন্ন ধরনের GTH
b) অ্যাড্রিনালিন হার্দ-উৎপাদ কমায়
c) ইনসুলিন কোশ পর্দার মাধ্যমে কোশের ভিতরে গ্লুকোজের শোষণের সাহায্য করে
d) প্রোজেস্টেরন স্ত্রীদেহে প্লাসেন্টা গঠনে সাহায্য করে
উত্তরঃ- b) অ্যাড্রিনালিন হার্দ-উৎপাদ কমায়
8. মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা জোগায় সেটি হল –
a) TSH
b) ADH
c) ইস্ট্রোজেন
d) ACTH
উত্তরঃ- c) ইস্ট্রোজেন
9. ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি নীচের কোন হরমোন যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম –
a) অ্যাড্রিনালিন
b) ইনসুলিন
c) থাইরক্সিন
d) টেস্টোস্টেরন
উত্তরঃ- b) ইনসুলিন
10. থাইরক্সিন হরমোন ক্ষরণকারী অন্তক্ষরা গ্রন্থি হল –
a) অ্যাড্রিনাল
b) শুক্রাশয়
c) থাইরয়েড
d) অগ্ন্যাশয়
উত্তরঃ- c) থাইরয়েড
11. নিচের গ্রন্থিগুলির ভিতর কোনটি থেকে ইনসুলিন নিঃসৃত হয় –
a) থাইরয়েড গ্রন্থি
b) অ্যাড্রিনাল গ্রন্থি
c) পিটুইটারি গ্রন্থি
d) অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স
উত্তরঃ- d) অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স
12. কোন অন্তক্ষরা গ্রন্থ TSH থেকে নিঃসৃত হয় –
a) থাইরয়েড
b) শুক্রাশয়
c) অ্যাড্রিনাল
d) পিটুইটারি
উত্তরঃ- d) পিটুইটারি
13. অন্ত:ক্ষরাগ্রন্থি থেকে নিঃসৃত হয় না –
a) থাইরক্সিন
b) পেপসিন
c) অ্যাড্রিনালিন
d) ইনসুলিন
উত্তরঃ- b) পেপসিন
14. নিম্নলিখিত হরমোনগুলির মধ্যে কোনটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় –
a) থাইরক্সিন
b) ইনসুলিন
c) অ্যাড্রিনালিন
d) STH
উত্তরঃ- d) STH
15. অক্সিটোসিন সাহায্য করে –
a) আণবিক পরিস্কুরণে
b) তরল মূত্র রেচনে
c) সন্তান প্রসবে
d) বীর্য (সিমেন) গঠনে
উত্তরঃ- c) সন্তান প্রসবে
16. নীচের কোনটি STH-এর কার্য বলে তুমি মনে করো –
a) রক্তচাপ নিয়ন্ত্রণ করা
b) শুক্রাণু উৎপাদনে সাহায্য করা
c) দেহের সার্বিক বৃদ্ধি ও প্রোটিনের সংশ্লেষে নিয়ন্ত্রণ করা
d) আয়োডিন বিপাক নিয়ন্ত্রণ করা
উত্তরঃ- c) দেহের সার্বিক বৃদ্ধি ও প্রোটিনের সংশ্লেষে নিয়ন্ত্রণ করা
17. নিউরোহরমোনের সঞ্চয়স্থান কোনটি –
a) পশ্চাৎ পিটুইটার
b) অগ্র পিটুইটারি
c) হাইপোথ্যালামাস
d) থাইরয়েড
উত্তরঃ- a) পশ্চাৎ পিটুইটার
18. কোন হরমোনটি কোশ বিভাজনে, প্রোটিন সংশ্লেষণে ও অস্থির বৃদ্ধিতে অংশ নেয় –
a) ACTH
b) ADH
c) GTH
d) GH
উত্তরঃ- d) GH
19. নিজের কোন কাজটি প্রোজেস্টেরনের নয় তা স্থির করো –
a) এর প্রভাবে মাসিক রজঃচক্র ঘটে
b) এর প্রভাবে গর্ভকালে জরায়ুর বৃদ্ধি, ভ্রূনের বৃদ্ধি আমরা ও স্তনগ্রন্থির বৃদ্ধি ঘটে
c) এর প্রভাবে গর্ভাবস্থায় রজঃচক্র বন্ধ থাকে
d) এর প্রভাবে প্রসবকালে যোনিপথের বৃদ্ধি ঘটে ও শ্রেণীবন্ধনীর শীথিলতা ঘটে
উত্তরঃ- a) এর প্রভাবে মাসিক রজঃচক্র ঘটে
20. জরুরীকালীন বা সংকটকালীন হরমোন হল –
a) ইনসুলিন
b) অ্যাড্রিনালিন
c) থাইরক্সিন
d) টেস্টোস্টেরন
উত্তরঃ- b) অ্যাড্রিনালিন
21. তোমার দাদু ডায়াবেটিস ইনসুপিডাস নামক বহুমূত্র রোগে আক্রান্ত, ডাক্তারবাবু তোমার দাদুকে একটি হরমোন ইনজেকশন নিতে বলেন, এটি কোন হরমোন হতে পারে বলে তুমি মনে কর –
a) FSH
b) ADH
c) TSH
d) STH
উত্তরঃ- b) ADH
22. গয়টার বা গলগন্ড রোগের কারণ থাইরক্সিনের –
a) কম ক্ষরণ
b) সঠিক মাত্রায় ক্ষরণ
c) বেশি ক্ষরণ
d) কোনোটিই নয়
উত্তরঃ- a) কম ক্ষরণ
23. অ্যান্টিকিটোজেনিক হরমোন হল –
a) থাইরক্সিন
b) ইনসুলিন
c) গ্লুকাগণ
d) অ্যাড্রিনালিন
উত্তরঃ- b) ইনসুলিন
24. নিচের কোনটিকে প্রভুগ্রন্থির প্রভু বা সুপ্রিম কমান্ডার বলে?
a) হাইপোথ্যালামাস
b) পিটুইটারি
c) অগ্ন্যাশয়
d) থাইমাস
উত্তরঃ- a) হাইপোথ্যালামাস
25. মানবদেহে ক্যালোরিজেনিক হরমোন হল –
a) অ্যাড্রিনালিন
b) থাইরক্সিন
c) ইনসুলিন
d) সোমাটোট্রপিক হরমোন
উত্তরঃ- b) থাইরক্সিন
26. রিলিজিং ও ইনহিবিটিং হরমোনগুলি যে গ্রন্থি থেকে ক্ষরিত হয় তা, স্থির করো –
a) লঘুমস্তিষ্ক
b) থ্যালামাস
c) হাইপোথেলামাস
d) করপাস ক্যালোসাম
উত্তরঃ- c) হাইপোথেলামাস
27. যেসব হরমোন কোন একটি অন্তক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে অপর কোন অন্তক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, তাদের বলে –
a) লোকাল হরমোন
b) ট্রপিক হরমোন
c) প্যারাক্রিন হরমোন
d) স্থানীয় হরমোন
উত্তরঃ- b) ট্রপিক হরমোন
28. মানবদেহের কোন অংশকে ‘Master of master gland’ বলা হয় –
a) হাইপোথ্যালামাস
b) পিটুইটারি
c) অগ্ন্যাশয়
d) থাইমাস
উত্তরঃ- a) হাইপোথ্যালামাস
29. প্রদত্ত কোনটি লোকাল হরমোন –
a) অ্যাড্রিনালে
b) টেস্টোস্টেরন
c) ইনসুলিন
d) কোনোটিই নয়
উত্তরঃ- b) টেস্টোস্টেরন
30. পিটুইটারি গ্রন্থির মধ্যভাগ থেকে ক্ষরিত হয় –
a) FSH
b) MSH
c) ADH
d) GTH
উত্তরঃ- b) MSH
31. কার্বোহাইড্রেট বিপাক নিয়ন্ত্রণে অংশগ্রহণকারী হরমোন হল –
a) ইনসুলিন
b) থাইরক্সিন
c) গ্লুকাগণ
d) সবকটি
উত্তরঃ- d) সবকটি
32. TSH ক্ষরিত হয় যে গ্রন্থি থেকে, তা হল –
a) থাইরয়েড
b) পিটুইটারি
c) থাইমাস
d) অগ্ন্যাশয়
উত্তরঃ- b) পিটুইটারি
33. অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম হল –
a) সুপ্রারেনাল গ্রন্থি
b) সুপ্রা-অপটিক গ্রন্থি
c) ইনফ্রাঅরবিটাল গ্রন্থি
d) প্যারাভেন্ট্রিকুলার গ্রন্থি
উত্তরঃ- a) সুপ্রারেনাল গ্রন্থি
34. STH-এর কম ক্ষরণের ফলে শিশুদের হয় –
a) মেক্সিডিমা
b) ক্রেটিনিজম
c) গলগন্ড
d) বামানত্ব
উত্তরঃ- d) বামানত্ব
35. কুশিং বর্ণিত রোগ বা কুশিং সিনড্রোম হয় –
a) ACTH-এর কম ক্ষরণে
b) ACTH-এর অধিক ক্ষরণে
c) TSH-এর কম ক্ষরণে
d) STH-এর কম ক্ষরণে
উত্তরঃ- b) ACTH-এর অধিক ক্ষরণে
36. BMR বা মৌল বিপাক হার বৃদ্ধিকারী হরমোনটি হল –
a) থাইরক্সিন
b) অ্যাড্রিনালিন
c) প্রজেস্টেরন
d) টেস্টোস্টেরন
উত্তরঃ- a) থাইরক্সিন
37. শৈশবে থাইরক্সিন কম ক্ষরণে কোন রোগ হয় –
a) মেক্সিডিমা
b) ক্রেটিনিজম
c) বামানত্ব
d) অ্যাক্রোমেগালি
উত্তরঃ- b) ক্রেটিনিজম
38. গোনাডোট্রপিক হরমোন নিঃসৃত হয় –
a) অ্যাড্রিনাল কর্টেক্স থেকে
b) থাইরয়েড থেকে
c) পিটুইটারের অ্যাড্রিনোহাইপোফাইসিস অংশ থেকে
d) শুক্রাশয়ের অন্তরকোশ থেকে
উত্তরঃ- c) পিটুইটারের অ্যাড্রিনোহাইপোফাইসিস অংশ থেকে
39. ডিম্বানু নিঃসরণ ক্রিয়াকে উদ্দীপিত করে –
a) LH
b) MSH
c) প্রজেস্টেরন
d) ইস্ট্রোজেন
উত্তরঃ- a) LH
40. গ্লুকাগণ হরমোন নিঃসৃত হয় অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স – এর –
a) বিটা কোশ থেকে
b) আলফা কোশ থেকে
c) ডেলটা কোশ থেকে
d) এফ কোশ থেকে
উত্তরঃ- b) আলফা কোশ থেকে
41. নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় তা চিহ্নিত কর –
a) ইস্ট্রোজেন গর্ভাবস্থার রক্ষা করে
b) পুরুষদের শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন ক্ষরিত হয়
c) মানবদেহে ADH ও অক্সিটোসিন হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হয়
d)গ্লুকাগন নিওগ্লুকোজেনেসিসে সাহায্য করে
উত্তরঃ- a) ইস্ট্রোজেন গর্ভাবস্থার রক্ষা করে
42. ইস্ট্রোজেন ক্ষরণে সাহায্যকারী হরমোনটি হল –
a) TSH
b) ACTH
c) FSH
d) ADH
উত্তরঃ- c) FSH
43. নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় বাধা দেয় –
a) গ্লুকাগন
b) থাইরক্সিন
c) ভেসেপ্রোসিন
d) ইনসুলিন
উত্তরঃ- d) ইনসুলিন
44. প্রদত্ত কোনটি প্রোটিনধর্মী হরমোন –
a) ইনসুলিন
b) টেস্টোস্টেরন
c) ইস্ট্রোজেন
d) অ্যাড্রিনালিন
উত্তরঃ- a) ইনসুলিন
45. আয়োডিন কোন হরমোনের প্রাধান উপাদান –
a) অ্যাড্রিনালিন
b) থাইরক্সিন
c) ইনসুলিন
d) TSH
উত্তরঃ- b) থাইরক্সিন
46. নীচের কোনটি স্টেরয়েড হরমোন নয় –
a) ইস্ট্রোজেন
b) প্রজেস্টেরন
c) টেস্টোস্টেরন
d) STH
উত্তরঃ- d) STH
47. প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয় –
a) স্তনগ্রন্থি থেকে
b) পীতগ্রন্থি থেকে
c) শুক্রাশয় গ্রন্থি থেকে
d) কোনোটিই নয়
উত্তরঃ- b) পীতগ্রন্থি থেকে
48. কোন হরমোন দ্বারা সারটলির কোশের বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রিত হয় –
a) LH
b) FSH
c) ADH
d) ICSH
উত্তরঃ- b) FSH
49. আন্টিডায়াবেটিক হরমোন হল –
a) অ্যাড্রিনালিন
b) গ্লুকোজ
c) ইনসুলিন
d) থাইরক্সিন
উত্তরঃ- c) ইনসুলিন
50. সারাদিন উপবাসের ফলে দেহে গ্লুকোজের মাত্রা হ্রাস পায়। এই অবস্থায় রক্তের গ্লুকোজের মাত্রা স্বাভাবিক করে যে হরমোন তার নাম লেখো।
a) ইনসুলিন
b) অ্যাড্রিনালিন
c) ইস্ট্রোজেন
d) টেস্টোস্টেরন
উত্তরঃ- b) অ্যাড্রিনালিন
51. কোন হরমোন অন্ত্রে গ্লুকোজ শোষণ ক্ষমতা বৃদ্ধি করে?
a) গ্লুকাগন
b) অ্যাড্রিনালিন
c) ইনসুলিন
d) থাইরক্সিন
উত্তরঃ- c) ইনসুলিন
52. মানবদেহে সবচেয়ে বড় অন্তক্ষরা গ্রন্থটি হল –
a) অগ্ন্যাশয়
b) থাইরয়েড
c) পিটুইটারি
d) অ্যাড্রিনাল
উত্তরঃ- b) থাইরয়েড
53. কোন হরমোনের অভাবে বয়স্কদের মেক্সিডিমা রোগ হয় –
a) ইনসুলিন
b) অ্যাড্রিনালিন
c) থাইরক্সিন
d) অক্সিন
উত্তরঃ- c) থাইরক্সিন
54. অ্যাক্রোমেগালি বা অধিকায়ত্ব রোগটি কোন হরমোনের অধিক ক্ষরণে হয় –
a) STH
b) ADH
c) GTH
d) ACTH
উত্তরঃ- a) STH
55. TSH, ACTH, LH, FSH – এই হরমোন গুলি ক্ষরিত হয় যে গ্রন্থি থেকে, তা হল –
a) পিটুইটারি
b) থাইরয়েড
c) অ্যাড্রিনাল
d) শুক্রাশয়
উত্তরঃ- a) পিটুইটারি
56. হাইপ্রোফাইসিস বলতে বোঝায় যে গ্রন্থিকে, তা হল –
a) অ্যাড্রিনাল
b) পিটুইটারি
c) হাইপোথ্যালামাস
d) থাইরয়েড
উত্তরঃ- b) পিটুইটারি
57. নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো –
a) হাইপোথ্যালামাস অগ্র পিটুইটারির ক্ষরণ নিয়ন্ত্রণ করে
b) ADH ও অক্সিটোসিন পশ্চাৎ পিটুইটারিতে জমা হয়
c) ইনসুলিন কলাকোশে গ্লুকোজ গ্রহণ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং রক্তে গ্লুকোজের পরিমাণ হ্রাস করে
d) ইস্ট্রোজেন শুক্রাশয়ের লেডিগের কোশ থেকে ক্ষরিত হয়
উত্তরঃ- d) ইস্ট্রোজেন শুক্রাশয়ের লেডিগের কোশ থেকে ক্ষরিত হয়
58. কোন হরমোন ব্যাঙ্গাচি রূপান্তরে সাহায্য করে –
a) ইনসুলিন
b) ইস্ট্রোজেন
c) ACTH
d) থাইরক্সিন
উত্তরঃ- d) থাইরক্সিন
59. নিজের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটি শনাক্ত করো –
a) STH -এর কম ক্ষরণের ফলে বামানত্ব রোগ হয়
b) অ্যাড্রিনালিন হরমোন হৃৎস্পন্দনের হার বাড়িয়ে দেয়
c) ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়
d) থাইরক্সিন – এর অধিক ক্ষরণে গলগন্ড রোগ হয়
উত্তরঃ- c) ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়
60. তুমি দেখলে তোমার ভাই করিমের বয়সন্ধি কালে গলার স্বর মোটা হয়ে যাচ্ছে কোন হরমোনের জন্য দায়ী বলে তুমি মনে কর –
a) থাইরক্সিন
b) ইস্ট্রোজেন
c) টেস্টোস্টেরন
d) প্রজেস্টেরন
উত্তরঃ- c) টেস্টোস্টেরন
61. বৃক্কনালিকায় জলের পুনঃশোষণে সাহায্যকারী হরমোনটি হল –
a) ADH
b) ACTH
c) GTH
d) STH
উত্তরঃ- a) ADH
62. মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণকারী হরমোনটি হল –
a) ACTH
b) GTH
c) ADH
d) TSH
উত্তরঃ- c) ADH
63. নিচের কোনটি গোনাডট্রপিক হরমোন নয় –
a) FSH
b) LH
c) GH
d) ICSH
উত্তরঃ- c) GH
64. শুক্রাশয়ের মেডিকেল অন্তরকোশ থেকে নিঃসৃত হরমোনটি হল –
a) ইস্ট্রোজেন
b) টেস্টোস্টেরন
c) প্রজেস্টেরন
d) STH
উত্তরঃ- b) টেস্টোস্টেরন
65. নারীদের গর্ভাবস্থায়ী পীতগ্রন্থিকে নষ্ট হতে দেয়না ও এর ক্ষরণকে অব্যাহত রাখে –
a) FSH
b) ICSH
c) প্রোল্যাকটিন
d) ADH
উত্তরঃ- c) প্রোল্যাকটিন
66. যে হরমোনটির অভাবে মুত্রে জলের পরিমাণ বৃদ্ধি পায় –
a) ACTH
b) GTH
c) ADH
d) TSH
উত্তরঃ- c) ADH
67. নেফ্রনের দূরবর্তী সংবর্ত নালিকায় জলের পুনোঃশোষণে সাহায্যকারী হরমোনটি হল –
a) ADH
b) ACTH
c) GTH
d) STH
উত্তরঃ- a) ADH
68. BMR নিয়ন্ত্রিত হয় যে হরমোনের সাহায্যে, তা হল –
a) থাইরক্সিন
b) অ্যাড্রিনালিন
c) প্রোজেস্টেরন
d) টেস্টোস্টেরন
উত্তরঃ- a) থাইরক্সিন