Class 10Question Paper

Madhyamik Geography Question Paper PDF 2022 | মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র PDF 2022

Madhyamik Geography Question Paper PDF 2022 | মাধ্যমিক 2022 ভূগোল প্রশ্নপত্র PDF

Madhyamik Geography Question Paper PDF 2022 | মাধ্যমিক 2022 ভূগোল প্রশ্নপত্র PDF
এই নিবন্ধে আজকে আমরা 2022 সালের মাধ্যমিক প্রশ্নপত্র-এর প্রশ্নসমূহ গুলো একত্রিত করেছি এবং এর PDF নিচে দেওয়া হয়েছে। তোমরা ডাউনলোড করে নিতে পারো অথবা এই নিবন্ধটি থেকে প্রশ্নগুলো দেখে নিতে পারো। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের আগামী পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Madhyamik Geography Question Paper PDF 2022 | মাধ্যমিক 2022 ভূগোল প্রশ্নপত্র PDF

1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:
1.1 বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হল –
a) ভূ-আলোড়ন
b) সূর্য
c) পরিচলন স্রোত
d) আবহবিকার

1.2 অশ্বখুরাকৃত হ্রদ গঠিত হয়, নদীর –
a) ক্ষয় কার্যের দ্বারা
b) সঞ্চয় কার্যের দ্বারা
c) বহনকার্যের দ্বারা
d) ক্ষয় ও সঞ্চয় কার্যের দ্বারা

1.3 পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে –
a) নুনাটক
b) ক্রেভাস
c) অ্যারেট
d) সার্ক

1.4 নদী বাঁকের উত্তর অংশের সঞ্চয়কে বলে –
a) পুল
b) বিন্দুবার
c) প্লাঞ্জপুল
d) কসকেড

1.5 লোয়েস সৃষ্টি হয় –
a) বায়ুর কার্যে
b) হিমবাহের কার্যে
c) নদীর কার্যে
d) সমুদ্র তরঙ্গের কার্যে

1.6 ভারতের দক্ষিণতম স্থলবিন্দু হল –
a) ক্যালিমিয়ার পয়েন্ট
b) ইন্দিরা পয়েন্ট
c) কুমারিকা অন্তরীপ
d) সেন্ড রক অন্তরীপ

1.7 জাফরান চাষের উপযোগী মৃত্তিকা হল –
a) হৈমবাহিক মৃত্তিকা
b) কারেওয়া মৃত্তিকা
c) পডসল মৃত্তিকা
d) রেগুর মৃত্তিকা

1.8 আরব সাগরের রানী বলা হয় যে বন্দরকে –
a) মুম্বাই
b) কান্ডালা
c) নিউ ম্যাঙ্গালোর
d) কচি


1.9 শিকড় আলগা শিল্প বলা হয় যে শিল্পকে তা হল –
a) লৌহ-ইস্পাত শিল্প
b) পেট্রোরাসায়নিক শিল্প
c) কার্পাস বস্ত্রবয়ন শিল্প
d) মোটরগাড়ি নির্মাণ শিল্প

1.10 ভারতের ডেট্রয়েট বলা হয় –
a) মুম্বাইকে
b) চেন্নাইকে
c) বেঙ্গালুরু কে
d) জমশেদপুরকে

1.11 ভারতের নবীনতম রাজ্যটি হল –
a) উত্তরাখন্ড
b) তেলেঙ্গানা
c) গোয়া
d) ছত্রিশগড়

1.12 পাঞ্ঝেত বাঁধ অবস্থিত কোন নদীতে?
a) গঙ্গা নদীতে
b) গোদাবরী নদীতে
c) সুবর্ণরেখা নদীতে
d) দামোদর নদীতে

1.13 পশ্চিমি ঝঞ্ঝা দেখা যায় –
a) গ্রীষ্মকালে
b) শীতকালে
c) শরৎকালে
d) বর্ষাকালে

1.14 ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হল –
a) সুন্দরবন
b) ডুয়ার্স
c) মানালি
d) সিমলা

2. অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের প্রতিটির উত্তর নিচের নির্দেশ অনুসারে দাও:
2.1 নিজের বাক্য গুলির মধ্যে যেটি সঠিক তার পাশে ‘সত্য’ এবং যেটি ভুল সেটির পাশে ‘মিথ্যা’ লেখ:-
2.1.1 হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কাজের ফলে প্রান্ত গ্রাবরেখার বাইরে বহিঃধৌত সমভূমি গড়ে ওঠে।
2.1.2 শুষ্ক পার্বত্য অঞ্চলে নদীর গতিপথে গিরিখাত গড়ে ওঠে।
2.1.3 ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্ব দেখা যায় সিকিমে।
2.1.4 ল্যাটেরাইট মৃত্তিকার জলধারণ ক্ষমতা কম।
2.1.5 এল-নিনো ভারতের মৌসুমী বায়ুকে প্রভাবিত করে না।
2.1.6 বিহার ও ছত্রিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়।


2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর:
2.2.1 জলপ্রপাতের তলদেশে ______গড়ে ওঠে।
2.2.2 সিয়াচেন হিমবাহটি _______পার্বত্যে অবস্থিত।
2.2.3 থর মরুভূমির শিলাময় অংশকে _______ বলে।
2.2.4 অন্ধ্রপ্রদেশের _______নদী উপত্যকা ও বদ্বীপ অঞ্চলে প্রচুর ধান উৎপাদিত হয়।
2.2.5 ভারতের প্রধান জাহাজ নির্মাণ কারখানাটি______এ অবস্থিত।
2.2.6 _______বন্দরকে ভারতের হাইটেক বন্দর বলে।

2.3 বামস্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও:

বামস্তম্ভডানস্তম্ভ
2.3.1 বায়ু ও জলধারার মিলিত ক্ষয়ক) নরওয়ে
2.3.2 মধ্য ভারতে জলবিভাজিকাখ) রসেমতানে
2.3.3 হিমবাহের কাজগ) পেডিমেন্ট
2.3.4 রেটুনঘ) বস্ত্রবয়ন শিল্প
2.3.5 আহমেদাবাদঙ) বিন্দা – সাতপুরা
2.3.6 ফিয়োর্ড এর দেশচ) ইক্ষু
 ছ) লোয়েস সমভূমি

2.4 এক কথায় উত্তর দাও:
2.4.1 বহির্জাত পদার্থ সঞ্চিত হয়ে ভূমির উচ্চতা বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে কি বলে?
অথবা
শুষ্ক অঞ্চলের গভীর নদী উপত্যকাকে কি বলে?
2.4.2 ভারতের দীর্ঘতম জাতীয় জলপথের নাম কি?
অথবা
উচ্চ অঞ্চলের ব্রহ্মপুত্র নদের নাম কি?
2.4.3 ভারতের সাক্ষরতার হার(2011) কত?
অথবা
ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত?
2.4.4 ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়?
অথবা
ভারতের উচ্চতম হ্রদের নাম লেখো।

3. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্ন গুলি লক্ষণীয়):
3.1 প্রপাতকূপ কাকে বলে?
অথবা
হিমরেখা কি কি বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয়?
3.2 ড্রামলিনের বৈশিষ্ট্য লেখো।
অথবা
প্লায়া কি?
3.3 শিবালিক হিমালয় কাকে বলে?
অথবা
বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি?
3.4 সামাজিক বনসৃজন কাকে বলে?
অথবা
কালো মাটি বা কৃষ্ণ মাটির বৈশিষ্ট্য লেখো।
3.5 আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে কেন?
অথবা
সুস্থায়ী উন্নয়ন বা Sustainable development কাকে বলে?
3.6 অর্থকারী ফসল কাকে বলে?
অথবা
সোনালী চতুর্ভুজ কি?

4. সংক্ষেপে ব্যাখ্যা করো (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)
4.1 বার্খান ও সিফ বালিয়াড়ির পার্থক্য লেখ?
অথবা
বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক পরিবেশ লেখো।
4.2 রসেমতানে ও ড্রামলিনের পার্থক্য লেখো।
অথবা
নদী ক্ষয়ের পদ্ধতিগুলি লেখো।
4.3 মৃত্তিকা ক্ষয়ের কারণ গুলি লেখো ।
অথবা
ভারত রাজ্য পুনর্গঠনের কারণগুলি লেখো।
4.4 রবি ও খারিফ ফসলের পার্থক্য লেখো।
অথবা
নগরায়নের সমস্যা গুলি লেখো।

5.1 যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও: (দৃষ্টিহীন পরীক্ষার্থীদের চিত্রাঙ্কন আবশ্যিক নয়)
5.1.1 হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট দুটি ভূমিরূপ-এর চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।
5.1.2 বায়ুর ক্ষয়ের ফলে সৃষ্ট দুটি ভূমিরূপের সংক্ষিপ্ত বিবরণ দাও।
5.1.3 সুন্দরবন অঞ্চলের উপর বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব বর্ণনা করো।
5.1.4 নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট দুটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও।

5.2 যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
5.2.1 পশ্চিমউপকূল ও পূর্বউপকূলের পার্থক্য লেখো।
5.2.2 ভারতের জলবায়ু কি কি নিয়ন্ত্রক দ্বারা প্রভাবিত হয় তার সংক্ষিপ্ত বিবরণ দাও।
5.2.3 পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো।
5.2.4 চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে লেখো।

6. প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক দ্বারা চিহ্নিত করে নাম লেখ এবং মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও।

  • শিবালিক পর্বত
  • মেঘালয় মালভূমি
  • লুনী নদী
  • চিল্কা উপহ্রদ
  • ভারতের প্রধান চা উৎপাদন অঞ্চল
  • ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি শিল্প কেন্দ্র
  • ভারতের দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল
  • ভারতের সর্বনিম্ন জনসংখ্যা যুক্ত রাজ্য
  • ভারতের করমুক্ত বন্দর
  • সুন্দরবন

Madhyamik Geography Question Paper PDF 2022 | মাধ্যমিক 2022 ভূগোল প্রশ্নপত্র PDF

Shares:

Related Posts

class-10-geography-chapter-03
Class 10

Class 10 Geography Chapter 03 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০৩ “নদী হিমবাহ ও বায়ুর কাজ” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা দশম শ্রেণির ভূগোল তৃতীয় অধ্যায় "নদী হিমবাহ ও বায়ুর কাজ” অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Geography Chapter 03 Question Answer Class 10 Geography Chapter
Class 10

Madhyamik Math Question Paper PDF 2023 | মাধ্যমিক গণিত প্রশ্নপত্র PDF 2023

Madhyamik Math Question Paper PDF 2023 | মাধ্যমিক গণিত প্রশ্নপত্র PDF 2023 এই নিবন্ধে আমরা জানবো 2023 সালের মাধ্যমিকের প্রশ্নগুলি সম্পর্কে। আশা করি তোমরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিলে
Class-10-Life-Science-Chapter-05-MCQ-Answer
Class 10

Class 10 Life Science Chapter 05 MCQ Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় ০৫ জনন ও বংশগতি বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর

Class 10 Life Science Chapter 05 MCQ Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 05 জনন ও বংশগতি বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর এই নিবন্ধে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 05 জনন ও
class-10-physical-science-chapter-06-mcq-answer
Class 10

Class 10 Physical Science Chapter 06 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৬ – চলতড়িৎ প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর ষষ্ঠ ধ্যায় অর্থাৎ চলতড়িৎ এর বেশ কিছু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Physical Science Chapter 06 MCQ Answer