Class 10 Bengali Chapter 01 MCQ Shorts Question Answer | মাধ্যমিক বাংলা অধ্যায় 01 – জ্ঞানচক্ষু -এর বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী এবং অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী
এই নিবন্ধে আমরা মাধ্যমিক বাংলার প্রথম অধ্যায় অর্থাৎ জ্ঞানচক্ষু এর বেশ কিছু বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী এবং অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলির উত্তর সম্পর্কে জানবো। Class 10 Bengali Chapter 01 MCQ Shorts Question Answer | মাধ্যমিক বাংলা অধ্যায় 01 – জ্ঞানচক্ষু -এর বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী এবং অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী
Table of Contents
Class 10 Bengali Chapter 01 MCQ Shorts Question Answer | মাধ্যমিক বাংলা অধ্যায় 01 – জ্ঞানচক্ষু -এর বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী এবং অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী
বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী
1. “তপন আর পড়তে পারে না।” কারণ –
a) তপনের গল্পটা আগাগোড়াই কারেকশান করা
b) সকলের প্রশংসায় সে কাবু হয়ে গেছে
c) বড়দের সামনে পড়তে সে লজ্জা পাচ্ছে
d) নতুন মেসোকে দেখে সে ঘাবড়ে গেছে
উত্তরঃ- a) তপনের গল্পটা আগাগোড়াই কারেকশান করা
2. “এর মধ্যে তপন কোথা?” – তপন যার মধ্যে নিজেকে দেখতে পায়নি, সেটি হল –
a) বাড়ির বড়দের আলোচনার মধ্যে
b) ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় ছাপা হওয়া গল্প লেখকদের মধ্যে
c) মেসোর ভালোবাসার মধ্যে
d) তার পাঠানো গল্পের মধ্যে
উত্তরঃ- d) তার পাঠানো গল্পের মধ্যে
3. “ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ল।” কথাটা হল –
a) গল্প লেখার কথা
b) গল্প কারেকশানের কথা
c) তপনের দ্বিতীয় গল্পের কথা
d) তপনের গল্প ছাপা হওয়ার কথা
উত্তরঃ- b) গল্প কারেকশানের কথা
4. তপন গল্প লেখার জন্য কি নিয়ে দুপুরবেলা তিনতলার সিঁড়িতে উঠে গেল?
a) খাতা ও গল্পের বই
b) একটা খাতা ও পেন
c) একটা খাতা
d) পেন ও গল্পের বই
উত্তরঃ- b) একটা খাতা ও পেন
5. তপনকে তার ছাপার আকারে লেখা গল্পটা পড়ে শোনাতে বলেছিলেন –
a) তপনের মা
b) তপনের বাবা
c) তপনের দিদা
d) তপনের ছোট মাসি
উত্তরঃ- a) তপনের মা
6. ‘সন্ধ্যাতারা’ পত্রিকার সূচিপত্রে তপনের কি নাম লেখা ছিল?
a) শ্রী তপন কুমার রায়
b) তপন রায়
c) তপন
d) কোনোটিই নয়
উত্তরঃ- a) শ্রী তপন কুমার রায়
7. তপন তার লেখা গল্পটা প্রথম শুনিয়েছিল –
a) বন্ধুদের
b) তার মাকে
c) ছোট মেসোকে
d) ছোট মাসিকে
উত্তরঃ- d) ছোট মাসিকে
8. বাড়িতে তপনের নাম হয়েছিল –
a) পরিচালক
b) গায়ক
c) কবি, সাহিত্যিক,কথাশিল্পী
d) কোনোটিই নয়
উত্তরঃ- c) কবি, সাহিত্যিক,কথাশিল্পী
9. লেখার আসল মূল্য বুঝবে –
a) ছোটমাসি
b) ছোটমেসো
c) বড়মেসো
d) তপনের মা
উত্তরঃ- b) ছোটমেসো
10. “বুকের রক্ত চলকে উঠে তপনের।” তপনের বুকের রক্ত চলকে ওঠে –
a) নতুন মেসোকে দেখে
b) তার গল্পটা ছাপা হয়েছে দেখে
c) মেসোর হাতে ‘সন্ধ্যাতারা’ পত্রিকা দেখে
d) নিজের নাম ছাপার অক্ষরে দেখে
উত্তরঃ- c) মেসোর হাতে ‘সন্ধ্যাতারা’ পত্রিকা দেখে
11. ছোটমেসো কি নিয়ে তপনদের বাড়ি বেড়াতে এসেছিলেন ?
a) গল্পের বই
b) ‘সন্ধ্যাতারা’ পত্রিকা
c) নতুন জামা
d) ‘ভারতী’ পত্রিকা
উত্তরঃ- b) ‘সন্ধ্যাতারা’ পত্রিকা
12. “ছুটি ফুরিয়ে এসেছে।” ছুটিটি ছিল –
a) পুজোর
b) গরমের
c) বড়দিনের
d) পরীক্ষা প্রস্তুতির
উত্তরঃ- b) গরমের
13. ছোট মেসো কিছুদিন শ্বশুরবাড়িতে ছিলেন, কারণ –
a) ছোট মাসির শরীর ভালো ছিল না
b) কলেজের ছুটি চলছিল
c) কিছু জরুরী কাজ ছিল
d) কোনোটিই নয়
উত্তরঃ- b) কলেজের ছুটি চলছিল
14. তপনের ছোটমাসি তার থেকে কত বছরের বড় ছিলেন?
a) আট
b) নয়
c) পাঁচ
d) দশ
উত্তরঃ- a) আট
15. তপনের চিরকালের বন্ধু ছিল –
a) ছোটমেসো
b) তপনের মা
c) ছোটমামা
d) ছোটমাসি
উত্তরঃ- d) ছোটমাসি
16. তপনের লেখা গল্প সংশোধন করে দিয়েছিল –
a) তপনের ছোটমেসো
b) তপনের ছোটমাসি
c) তপনের মা
d) তপনের এক বন্ধু।
উত্তরঃ- a) তপনের ছোটমেসো
17. তপনের লেখা গল্পটির নাম কি ছিল?
a) ছুটি
b) অবসর
c) প্রথম দিন
d) কোনোটিই নয়
উত্তরঃ- c) প্রথম দিন
18. কোন পত্রিকায় তপনের লেখা ছাপা হয়েছিল?
a) ধ্রুবতারা
b) ভারতি
c) সন্ধ্যাতারা
d) সাহিত্যচর্চা
উত্তরঃ- c) সন্ধ্যাতারা
19. তপন তার গল্পটি লিখেছিল –
a) দুপুর বেলা
b) সন্ধ্যাবেলা
c) বিকেল বেলা
d) গভীর রাতে
উত্তরঃ- a) দুপুর বেলা
20. তপন বিয়ে বাড়িতে কি নিয়ে এসেছিল?
a) ব্যাট ও বল
b) গল্পের বই
c) গানের খাতা
d) হোমটাস্কের খাতা
উত্তরঃ- d) হোমটাস্কের খাতা
21. ছোট মেসোমশাই তপনের গল্প হাতে পেয়ে কি বলেছিলেন?
a) আর একটা লেখার কথা
b) আরো দুটো গল্প দেওয়ার কথা
c) এই গল্পটা একটু কারেকশান করার কথা
d) কোনটাই নয়
উত্তরঃ- c) এই গল্পটা একটু কারেকশান করার কথা
22. তপন কটা গল্প লিখেছিল?
a) একটা
b) দুটো
c) তিনটে
d) চারটে
উত্তরঃ- b) দুটো
23. তপনের লেখা গল্পটি নিয়ে কে চলে গিয়েছিলেন?
a) তপনের মেসোমশাই
b) তপনের ছোটমাসি
c) তপনের মা
d) তপনের বাবা
উত্তরঃ- ??????????????????
24. মেসোমশাই কোন পত্রিকার সম্পাদক কে চিনতেন
a) সাহিত্যচর্চা
b) ভারতী
c) শুকতারা
d) সন্ধ্যাতারা
উত্তরঃ- d) সন্ধ্যাতারা
25. “মেসোর উপযুক্ত কাজ হবে সেটা” – উপযুক্ত কাজটা হল –
a) তপনের গল্পটা ছাপিয়ে দেওয়া।
b) তপনের গল্প টা কারেকশান করে দেওয়া
c) তপনের লেখায় উৎসাহ দেওয়া
d) তপনকে গল্প লেখার নিয়ম কানুন শিখিয়ে দেওয়া।
উত্তরঃ- a) তপনের গল্পটা ছাপিয়ে দেওয়া।
26. কাকে দেখে তপনের চোখ মার্বেলের মতন হয়ে গেল?
a) দিদি
b) নতুন মেসোমশাই
c) বাবা
d) নতুন পিসেমশাই
উত্তরঃ- b) নতুন মেসোমশাই
27. নতুন মেসোমশাই ছিলেন একজন –
a) লেখক
b) গায়ক
c) শিক্ষক
d) কোনোটিই নয়
উত্তরঃ- a) লেখক
28. “ছোট মাসি সেই দিকেই ধাবিত হয়।” ছোট মাসি ধাবিত হয় –
a) ছোট মেসোর দিকে
b) রান্না ঘরের দিকে
c) তপনের দিকে
d) ছাদের দিকে
উত্তরঃ- a) ছোট মেসোর দিকে
29. তপনের লেখা গল্প তার মেসোমশাইকে কে দিয়েছিল?
a) মা
b) বড়মাসি
c) ছোটমাসি
d) বাবা
উত্তরঃ- c) ছোটমাসি
30. “রত্নের মূল্য জোহুরির কাছেই।” এখানে জহুরি বলা হয়েছে –
a) তপনের মাসিকে
b) তপনের বাবাকে
c) তপনের মাকে
d) তপনের নতুন মেসোকে
উত্তরঃ- d) তপনের নতুন মেসোকে
অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী
1. “এটা খুব ভালো।” – বক্তার এ কথা বলার কারন কি ছিল?
উত্তরঃ- তপন যে শুধু তার অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে গল্প লিখেছে তার প্রশংসা করেই তপনের মেসোমশাই মন্তব্যটি করেন।
2. “এইসব মালমশলা নিয়ে বসে” – কিসের কথা বলা হয়েছে?
উত্তরঃ- অল্প বয়সী ছেলেমেয়েরা গল্প লিখতে গিয়ে যে রাজা রানীর গল্প, খুন-যখম অ্যাক্সিডেন্ট, না খেতে পেয়ে মরে যাওয়া ইত্যাদি বিষয়কে সেসবের কথা বলা হয়েছে।
3. “তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়।” – তপনের এই পুলকের কারণ কি?
উত্তরঃ- তপনের মাসি তপনের লেখা নিয়ে মেসোমশাইয়ের কাছে গিয়ে হইচই করলে সে পুলকিত হয় কারণ তার লেখার মূল্য একমাত্র মেসোমশাইয়ের পক্ষেই বোঝা সম্ভব।
4. “ছোটমাসি সেই দিকেই ধাবিত হয়।” – ছোটমাসি কোন দিকে ধাবিত হয়?
উত্তরঃ- মেসোমশাই যেখানে দিবা নিদ্রা দিচ্ছিলেন সেদিকে ছোটমাসি ধাবিত হয়।
5. “আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন” – তপন কি দেখতে পাচ্ছিল?
উত্তরঃ- তখন দেখতে পাচ্ছিল যে, লেখক মানে আকাশ থেকে পড়া কোন জীব নয়, তিনি তপনদেরই মত মানুষ।
6. “তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়।” – তপনের এই অবস্থার কারণ কি?
উত্তরঃ- নতুন মেসোমশাই তপনের লেখাটা কারেকশান করে ছাপিয়ে দিতে চাইলে তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়।
7. তপনের লেখা গল্প পড়ে ছোটমাসি কি বলেছিল?
উত্তরঃ- তপনের লেখা গল্প করে ছোটমাসি তাকে বাহবা জানিয়ে বলেছিল মেসোমশাইকে দেখিয়ে তপনের গল্প পত্রিকায় ছাপানোর ব্যবস্থা করে দেবে।
8. তপন গল্প লিখে প্রথম কাকে পড়ে শুনিয়েছিল?
উত্তরঃ- তপন গল্প লিখে প্রথম শুনিয়েছিল তার থেকে আট বছরের বড় ছোটমাসিকে। কারণ ছোটমাসি ছিল তার বন্ধুর মতোই।
9. গল্প লেখার পর তপনের কি মনে হয়েছিল ?
উত্তরঃ- একটা গোটা গল্প সে লিখে ফেলেছে এটা ভেবেই তপনের সারা শরীর কাঁটা দিয়ে উঠল। মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে উঠলো। সে ভাবল এখন তাকেও লেখক বলা যায়।
10. ‘সন্ধ্যাতারা’ পত্রিকার লেখা ছাপা প্রসঙ্গে তপনের মেসোমশাই কি বলেছিলেন?
উত্তরঃ- ‘সন্ধ্যাতারা’ পত্রিকার সম্পাদক ছিলেন তপনের মেসোমশাইয়ের পরিচিত। তপনের লেখা দেখে মেসোমশাই বলেছিলেন, তিনি যদি ‘সন্ধ্যাতারা’ পত্রিকার সম্পাদককে লেখা ছাপানোর কথা বলেন তাহলে সম্পাদকমশাই না বলতে পারবেন না।
11. “তপন আর করতে পারে না।” – কেন তপন আর করতে পারে না?
উত্তরঃ- নিজের প্রকাশিত গল্প পড়তে গিয়ে তপন যখন দেখে মেসোমশাই তার পুরোটাই কারেকশান করে দিয়েছেন, তখন সে আর পড়তে পারে না।
12. “আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম।” – কোন চেষ্টার কথা বলা হয়েছে?
উত্তরঃ- তপনের মেজোকাকু বলেছিলেন যে তপনের মেসোমশাই এর মত কেউ থাকলে তারাও গল্প লেখার চেষ্টা করতেন।
13. “ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে।” – কোন কথাটা?
উত্তরঃ- তপনের গল্প কাঁচা লেখা হওয়ায় তাতে একটু-আধটু কারেকশান করা হয়েছে – তপনের মেসোমশাই এর এই কথাটা ছড়িয়ে পড়ে।
14. “সারা বাড়িতে শোরগোল পড়ে যায়” – এই শোরগোলের কারণ কি?
উত্তরঃ- সারা বাড়িতে শোরগোল পড়ে গিয়েছিল কারণ ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় তপনের গল্প ছাপা হয়েছিল।
15. “তা ঘটেছে, সত্যিই ঘটেছে।” কি ঘটেছে ?
উত্তরঃ- তপনের নিজের লেখা গল্প ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় ছাপা হয়েছে। এটিই হল ঘটনা।
16. “পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে?” – কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে?
উত্তরঃ- ছাপার অক্ষরে প্রকাশ পেয়ে তপনের গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরছে, এই ঘটনাকে অলৌকিক বলা হয়েছে।
17. “বুকের রক্ত ছলকে ওঠে তপনের।” – কেন তপনের বুকের রক্ত ছলকে ওঠে?
উত্তরঃ- তাদের বাড়িতে বেড়াতে আসা ছোটমাসি আর মেসোমশাইয়ের কাছে ‘সন্ধ্যাতারা’ পত্রিকাটি দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে, কারণ তাতেই তার গল্প প্রকাশের কথা ছিল।
18. “…..এমন সময় ঘটল সেই ঘটনা।” – কোন ঘটনার কথা বলা হয়েছে?
উত্তরঃ- ছোটমাসি আর মেসোমশাইয়ের ‘সন্ধ্যাতারা’ পত্রিকা নিয়ে তপনদের বাড়িতে আসার কথা বলা হয়েছে।
19. “যেন নেশায় পেয়েছে।” – কিসের কথা বলা হয়েছে?
উত্তরঃ- তপনের গল্প লেখার নিরলস চেষ্টার কথা বলা হয়েছে। হোমটাস্ক রেখে, লুকিয়ে লুকিয়েও সে গল্প লিখে গেছে।
20. “আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না…..” কোন ঘটনার কথা বলা হয়েছে?
উত্তরঃ- এক জায়গায় বসে তপনের একটা গল্প লিখে ফেলা প্রসঙ্গে মন্তব্য করা হয়েছে।
21. “শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন” তপনের সংকল্প কি ছিল?
উত্তরঃ- তপন সংকল্প করেছিল যে, যদি কখনো লেখা ছাপাতে হয়, তাহলে তপন নিজে গিয়ে তা পত্রিকায় দেবে।
22. “যদি কখনো লেখা ছাপাতে দেয় তো, তপন নিজে গিয়ে দেবে।” – তপনের এমন সিদ্ধান্তের কারণ কি?
উত্তরঃ- পত্রিকায় প্রকাশিত গল্পে তপন নিজের মূল লেখাটির কোনো মিল পায়নি বলে তার এমন সিদ্ধান্ত।
23. তপনের লেখা গল্প দেখে তার ছোটমেসো কি বলেছিলেন?
উত্তরঃ- তপনের লেখা গল্প দেখে তার ছোটমেসো বলেছিলেন গল্পটা ভালোই হয়েছে। শুধু একটু সংশোধন করে দেওয়া দরকার। তাহলে তার লেখা ছাপাতে দেওয়া যাবে।
24. “তবে তপনেরই বা লেখক হতে বাধা কি?” তপনের লেখক হতে বাধা ছিল কেন?
উত্তরঃ- তপন মনে করত লেখকরা তার মত সাধারন মানুষ নয়। হয়তো তাঁরা অন্য গ্রহের জীব – তাই তার লেখক হতে বাঁধা ছিল।
25. তপনের লেখক হতে বাঁধা নেই কেন?
উত্তরঃ- নতুন মেসোকে দেখে তপন বুঝতে পারল তিনি তাদের মতই মানুষ। আকাশ থেকে পড়া কোন জীব নয়। তাই তপনেরও লেখক হতে কোন বাধা নেই।
26. “অনেক বই ছাপা হয়েছে” – কার অনেক বই ছাপা হয়েছে?
উত্তরঃ- তপনের ছোটমেসো, যিনি আসলে লেখক। তাঁরই অনেক বই ছাপা হয়েছে।
27. “এ বিষয়ে সন্দেহ ছিল তপনের” – কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল?
উত্তরঃ- একজন লেখক ও যে সাধারণ মানুষ হতে পারে, তাদের আচরণ অনুযায়ী আর পাঁচটা সাধারণ মানুষের মতোই হয়ে থাকে সেই বিষয়ে তপনের সন্দেহ ছিল।
28. “লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে।” – লেখার প্রকৃত মূল্য কেবল নতুন মেসোই বুঝবে কেন?
উত্তরঃ- নতুন মেসো একজন নামকরা লেখক। তাই তিনি তপনের লেখার প্রকৃত মূল্য বুঝবেন।
29. লেখার প্রকৃত মূল্য কে বুঝবে বলে তপন মনে করেছিল?
উত্তরঃ- তপনের ছোটমেসো লেখালেখি করতেন। তাঁর অনেকগুলো বই ছিল তিনি যেহেতু অনেক বই লিখেছেন তাইলে লেখক মানুষ হিসেবে তিনি লেখার প্রকৃত মূল্য বুঝবে বলে তখন মনে করেছিল।
30. “মেসোর উপযুক্ত কাজ হবে সেটা’ – কোন কাজকে মেসোর উপযুক্ত কাজ বলে ছোটমাসি মনে করতেন?
উত্তরঃ- তপন একটা গল্প লিখেছিল। তার লেখক মেসোমশাই এর সেই গল্প ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় ছাপার ব্যবস্থা করে দিলে সেটাই মেসোর উপযুক্ত কাজ হবে বলে ছোটমাসি মনে করেন।
31. কি কারনে মেসোমশাই তপনের লেখা ভালো বলেছিলেন?
উত্তরঃ- ছোট মেসোমশাই-এর নতুন বিয়ে হয়েছে, তাই শ্বশুরবাড়ির একটি বাচ্চা ছেলেকে খুশি করতেই মূলত তপনের মেসোমশাই লেখা ভালো হয়েছে বলেছিলেন।