Class 10

Class 10 History Chapter 01 Very Short Question Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় 01 অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর – ইতিহাসের ধারণা

Class 10 History Chapter 01 Very Short Question Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় 01 অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর - ইতিহাসের ধারণাএই নিবন্ধতে আমরা জানব মাধ্যমিক ইতিহাস বই এর প্রথম অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে। এই নিবন্ধতে আমরা 134 টি প্রশ্নের উত্তর জানব।

Class 10 History Chapter 01 Very Short Question Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় 01 অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর – ইতিহাসের ধারণা

এই নিবন্ধতে আমরা জানব মাধ্যমিক ইতিহাস বই এর প্রথম অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে। এই নিবন্ধতে আমরা 134 টি প্রশ্নের উত্তর জানব। Class 10 History Chapter 01 MCQ Question Answer | Madhyamik History Chapter 01 Suggestion

Class 10 History Chapter 01 Very Short Question Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় 01 অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর – ইতিহাসের ধারণা – 134টি

1. বিশ শতকের কোন সময় থেকে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়?
উত্তরঃ- 1960-এর দশক থেকে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়।

2. ‘হিস্ট্রি ফ্রম বিলো’ প্রবন্ধটি কে প্রকাশ করেন?
উত্তরঃ- ব্রিটিশ ঐতিহাসিক ই.পি. টমসন ‘হিস্ট্রি ফ্রম বিলো’ প্রবন্ধ টি প্রকাশ করেন।

3. ‘দ্য অ্যানালস’ পত্রিকাটি কে প্রকাশ করেন?
উত্তরঃ- মার্ক ব্লক ও লুসিয়েন ফেভর নামক দুই ঐতিহাসিক ‘ দ্য অ্যানালস’ পত্রিকাটি প্রকাশ করেন।

4. কোন খেলা ‘ খেলার রাজা’ নামে পরিচিত?
উত্তরঃ- ক্রিকেট ‘ খেলার রাজা’ নামে পরিচিত।

5. কবে কলকাতায় ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ- 1792 খ্রিস্টাব্দে কলকাতায় ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়।

6. খেলাধুলার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন এমন দুজন ভারতীয় ঐতিহাসিক এর নাম লেখ
উত্তরঃ- খেলাধুলার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন এমন দুজন ভারতীয় ঐতিহাসিক এর নাম হলো i) বরিয়া মজুমদার
ii) রামচন্দ্র গুহ।

7. কবে ভারতে ক্রিকেট খেলার সূচনা হয়?
উত্তরঃ- 1721 খ্রিস্টাব্দে ভারতে ক্রিকেট খেলার সূচনা হয়।

8. কবে’ ব্রিটিশ সোসাইটি অব স্পোর্টস হিস্ট্রি’ প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ- ‘ব্রিটিশ সোসাইটি অব স্পোর্টস হিস্ট্রি’ প্রতিষ্ঠিত হয় 1982 খ্রিস্টাব্দে।

9. ইউরোপে খেলার ইতিহাসের চর্চা কখন শুরু হয়?
উত্তরঃ- ইউরোপের খেলার ইতিহাসের চর্চা শুরু হয় 1970 খ্রিস্টাব্দে।

10. দুজন নিম্নবর্গীয় (সাবল্টার্ন) ঐতিহাসিক এর নাম লেখ।
উত্তরঃ- i) রনজিত গুহ, ii) গৌতম ভদ্র দুজন নিম্নবর্গীয় ঐতিহাসিক।

11. নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রতিষ্ঠান ‘দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন’ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ- নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রতিষ্ঠান ‘ দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠিত হয় 1976 খ্রিস্টাব্দে।

12. আরজে কলিংউড লিখিত গ্রন্থের নাম কি?
উত্তরঃ- কলিংউড রচিত গ্রন্থটির নাম The Idea of History।

13. কে’ বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জনক’ নামে পরিচিত?
উত্তরঃ- গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস ‘ বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জনক’ নামে পরিচিত।

14. ‘নিউ সাইন্স’ (1725খ্রিস্টাব্দে) গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ- ইতালির চিন্তাবিদ ভিকো ‘ নিউ সাইন্স’ গ্রন্থটি রচয়িতা।

15. কে ইতিহাস চর্চায় পেশাদারী পর্বের সূচনা করেন?
উত্তরঃ- লিওপোল্ড ভন র‍্যাঙ্কে ইতিহাস চর্চায় পেশাদারী পর্বের সূচনা করেন।

16. ‘দ্য অ্যানালস’ নামক পত্রিকা কবে প্রকাশিত হয়?
উত্তরঃ- ‘ দ্য অ্যানালস’ নামক পত্রিকাটি প্রকাশিত হয়1929 খ্রিস্টাব্দে।

17. কে ‘ইতিহাসের জনক’ নামে পরিচিত? / ‘ইতিহাসের জনক’ কাকে বলা হয়?
উত্তরঃ- গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস কে’ ইতিহাসের জনক’ বলা হয়।

18. আধুনিক ইতিহাসচর্চার ভারতীয় ক্রিকেট ও ফুটবল খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?
উত্তরঃ- ইংরেজ-প্রাধান্য তুচ্ছ করে ভারতীয়রা এই দুটি খেলায় ইংরেজদের বিরুদ্ধে সফলভাবে মোকাবেলা করাই ভারতীয় জাতীয়তাবাদ উজ্জীবিত হয়ে উঠেছিল আধুনিক ভারতের ইতিহাস চর্চায়, ভারতীয় ক্রিকেট ও ফুটবলের ইতিহাস গুরুত্বপূর্ণ।

19. 1911 খ্রিস্টাব্দের শিল্ড বিজয়ের ঘটনার অন্যতম বৈশিষ্ট্য কি ছিল?
উত্তরঃ- প্রশ্নোক্ত খেলায়, ইংরেজরা যেখানে পায়ের বুট জুতো পড়ে খেলতে নেমেছিল, সেখানে বাঙালি খেলেছিল খালি পায়ে।

20. 1911 খ্রিস্টাব্দের ফুটবল খেলায় দুজন বাঙালি ফুটবলারের নাম লেখ।
উত্তরঃ- 1911 খ্রিস্টাব্দে ফুটবল খেলায় দুজন বাঙালি ফুটবলার ছিলেন i) শিবদাস ভাদুড়ি , ii) গোষ্ঠ পাল।

21. মোহনবাগান দল কোন খেলায় ইংল্যান্ডের কোন দলকে পরাজিত করে?
উত্তরঃ- 1911 খ্রিস্টাব্দের আই. এফ. এ শিল্ড খেলায় মোহনবাগান ইংল্যান্ডের ইস্ট ইয়র্ক দলকে পরাজিত করে।

22. কবে, কার নেতৃত্বে মোহনবাগান দল ইংরেজদের পরাজিত করে?
উত্তরঃ- 1911খ্রিস্টাব্দে শিবদাস ভাদুড়ি নেতৃত্বে মোহনবাগান দল ইংরেজদের পরাজিত করে।

23. বাংলায় ‘ ইস্ট বেঙ্গল ক্লাব’ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ- বাংলায় ‘ ইস্টবেঙ্গল ক্লাব’ প্রতিষ্ঠিত হয় 1920 খ্রিস্টাব্দে।

24. পরাধীন ভারতের জাতীয় ফুটবল ক্লাবের নাম কি?
উত্তরঃ- পরাধীন ভারতের জাতীয় ফুটবল ক্লাবের নাম মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব।

25. 1932 খ্রিস্টাব্দে ভারতীয় ক্রিকেট দলের ইংল্যান্ড সফর বাধা পায় কেন?
উত্তরঃ- 1932 খ্রিস্টাব্দে গান্ধীজীর আইন অমান্য আন্দোলনের সময় আয়োজিত এই সফর থেকে কয়েকজন নির্বাচিত খেলোয়াড় গান্ধীজীর আবেদনে সাড়া দিয়ে নিজেদের নাম প্রত্যাহার করে নিলে ভারতীয় দলের ইংল্যান্ড সফর বাধা পায়।

26. রণজিৎ সিংজির নামে দুটি স্মারক কর্মসূচির নাম কি কি?
উত্তরঃ- রণজিৎ সিংজির নামে দুটি স্মারক কর্মসূচি হলো -i) রঞ্জি ট্রফি, ii) রঞ্জি স্টেডিয়াম।

27. সিংজি ক্রিকেটারদ্বয়ের নাম লেখ।
উত্তরঃ- সিংজি ক্রিকেটারদ্বয় হলেন রণজিৎ সিংজি এবং দিলীপ সিংজি।

28. ক্রিকেট ইতিহাস চর্চাকারী একজন গবেষক এর নাম লেখ।
উত্তরঃ- ক্রিকেট ইতিহাস চর্চাকারী একজন গবেষক হলেন বোরিয়া মজুমদার।

29. কবে, কোন বিদেশী নাট্যকার ভারতে নাট্য চর্চা শুরু করেন?
উত্তরঃ- 1795 সালে রুশ নাট্যকার গেরাসিম লেবেডফ ভারতে নাট্য চর্চা শুরু করেন।

30. যাত্রা ও নাটকের মধ্যে মূল পার্থক্য কোথায়?
উত্তরঃ- যাত্রা ও নাটকের মধ্যে মূল পার্থক্য লক্ষ্য করা যায়, তা হল – i ) যাত্রার যে অতিমাত্রিকতা আছে, নাটকে তা নেই; ii) যাত্রার যে স্থানে সংগীত ও বাদ্যযন্ত্রের অনুষঙ্গ বেশি থাকে, নাটকের তা থাকে না।

31. মূল ধারার বাইরে দুটি ভারতীয় নৃত্যকলার নাম উল্লেখ করো
উত্তরঃ- মূল ধারার বাইরে দুটি ভারতীয় নৃত্য কলা হল – i) রবীন্দ্র নৃত্য ও ii) উদয়শঙ্কর প্রবর্তিত নৃত্যধারা।

32. ভারতীয় নৃত্যশিল্পের দুটি ধারার নাম লেখ
উত্তরঃ- ভারতীয় নৃত্যশিল্পের দুটি ধারা হল কথুক এবং ভারতনাট্যম ।

33. ‘কথাকলি’ ভারতের কোন রাজ্যের নৃত্য শৈলী?
উত্তরঃ- ‘কথাকলি’ ভারতের কেরল রাজ্যের নৃত্য শৈলী।

34. জাতীয়তাবাদী আন্দোলনের সময় রচিত দুটি স্বদেশী সঙ্গীতের উদাহরণ দাও।
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি, বাংলার জল….’ এবং অতুলপ্রসাদ সেনের ‘ওঠো গো ভারতলক্ষ্মী’।

35. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কাদের গান বাঙালি জাতিকে উজ্জীবিত করেছিল?
উত্তরঃ- বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর/ রজনীকান্ত সেন/ চারণ কবি মুকুন্দ দাস প্রমুখের গান বাঙালি জাতিকে উজ্জীবিত করেছিল।

36. বাংলা সংগীতের দুটি ধারার নাম উল্লেখ করো।
উত্তরঃ- বাংলা সংগীতের উল্লেখযোগ্য ধারা গুলির মধ্যে রয়েছে বাউল/ কীর্তন/ ভাটিয়ালি এবং সর্বোপরি রবীন্দ্র সংগীত।

37. শিল্পচর্চার ইতিহাসের সঙ্গে যুক্ত একজন গবেষক ও তাঁর গবেষণা গ্রন্থের নাম লেখ।
উত্তরঃ- শিল্পচর্চার ইতিহাস এর সঙ্গে যুক্ত একজন গবেষক ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর রচিত গ্রন্থ ‘বঙ্গীয় নাট্যশালার ইতিহাস’।

38. খাদ্যাভ্যাস সম্পর্কিত ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত একজন গবেষক এর নাম লেখ।
উত্তরঃ- খাদ্যাভ্যাস সম্পর্কিত ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত একজন গবেষক কে. টি. আচয়।

39. বাঙ্গালীদের প্রধান খাদ্য কি কি?
উত্তরঃ- বাঙালির প্রধান খাদ্য মাছ ও ভাত।

40. ভারতের খাদ্য তালিকায় পর্তুগীজদের দুটি সংযোজন কি কি?
উত্তরঃ- ভারতের খাদ্য তালিকায় পর্তুগীজদের দুটি সংযোজন হল আলু ও কাঁচালঙ্কা।

41. ‘রয়্যাল বায়স্কোপ কোম্পানি’ (1898খ্রিস্টাব্দে) কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- ‘রয়্যাল বাইস্কোপ কোম্পানি’ (1898খ্রিস্টাব্দে) প্রতিষ্ঠা করেন হীরালাল সেন।

42. ‘বাংলা চলচ্চিত্রের জনক’ কাকে বলা হয়?
উত্তরঃ- ‘বাংলা চলচ্চিত্রের জনক’ বলা হয় হীরালাল সেনকে।

43. সত্যজিৎ রায় বাদে বাংলা চলচ্চিত্রের দুইজন নতুনধারার চলচ্চিত্র কারের নাম লেখ।
উত্তরঃ- সত্যজিৎ রায় বাদে বাংলা চলচ্চিত্রের দুজন নতুনধারার চলচ্চিত্র কার হলেন মৃণাল সেন ও ঋত্বিক ঘটক।

44. পথের পাঁচালী ছবিটির পরিচালক কে?
উত্তরঃ- পথের পাঁচালী ছবিটির পরিচালক হলেন সত্যজিৎ রায়।

45. বাংলা চলচ্চিত্রের নতুন ধারার প্রথম ছবি কোনটি? কে, কবে এই ছবি নির্মাণ?
উত্তরঃ- বাংলা চলচ্চিত্রে নতুনধারার প্রথম ছবি ছিল 1956 খ্রিস্টাব্দে সত্যজিৎ রায় নির্মিত ‘ পথের পাঁচালী’।

46. ভারতে কে, কবে ‘ রাজা হরিশচন্দ্র’ চলচ্চিত্র নির্মাণ করেন?
উত্তরঃ- 1913 খ্রিস্টাব্দে দাদাসাহেব ফালকে ‘ রাজা হরিশচন্দ্র’ চলচ্চিত্রটি নির্মাণ করেন।

47. ‘আলম আরা’ ছবিটি কবে তৈরি হয়?
উত্তরঃ- ‘আলম আরা’ ছবিটি তৈরি হয় 1931 খ্রিস্টাব্দে।

48. ‘দ্য রেস্টলারস’ নামক সচল ছবি কবে তৈরি হয়?
উত্তরঃ- ‘দ্য রেস্টলারস’ নামক সচল ছবিটি তৈরি হয় 1896 খ্রিস্টাব্দে।

49. ফ্রান্সে কে চলমান চিত্রগ্রহণের মেশিন আবিষ্কার করে?
উত্তরঃ- ফ্রান্সে ল্যুমিয়ের ব্রাদার্স চলমান চিত্রগ্রহণের মেশিন আবিষ্কার করে।

50. কারা প্রথম বায়োস্কোপের বাণিজ্যিক প্রদর্শন করেন?
উত্তরঃ- প্যারিসের লুমিয়্যের ভ্রাতৃদ্বয় প্রথম বায়োস্কোপের বাণিজ্যিক প্রদর্শন করেন।

51. রবীন্দ্রনাটককে কি কি ভাগে বিভক্ত করা যায়?
উত্তরঃ- রবীন্দ্র নাটকের ভাগ গুলি হল – সামাজিক নাটক, ব্যঙ্গরসাত্মক নাটক, গীতিনাট্য, কাব্যনাট্য, নিত্য নাট্য ইত্যাদি।

52. মধুসূদন দত্তের লেখা দুটি প্রহসনের নাম লেখ।
উত্তরঃ- মধুসূদন দত্তের লেখা দুটি প্রহসন হল, ‘একেই কি বলে সভ্যতা’ / ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’।

53. বাংলা ভাষার প্রথম দুটি মৌলিক নাটক কি কি?
উত্তরঃ- বাংলা ভাষার প্রথম দুটি মৌলিক নাটক যোগেন্দ্র চন্দ্র গুপ্তের ‘ কীর্তিবিলাস’ ও তারাচরণ শিকদারের ‘ভদ্রার্জুন’।

54. বাংলা নাট্যচর্চার প্রথম যুগে কোন দুটি বিদেশি নাটকের বাংলা অনুবাদ হয়?
উত্তরঃ- বাংলা নাট্যচর্চার প্রথম যুগে ‘লাভ ইজ দা বেস্ট ডক্টর‘, ‘ডিসগাইস’ – এই বিদেশি নাটক দুটির বাংলা অনুবাদ হয়।

55. সুয়েজ খাল কবে খনন শুরু হয়?
উত্তরঃ- 1859 খ্রিস্টাব্দে সুয়েজ খাল খনন করা শুরু হয়।

56. কবে ইংল্যান্ডে প্রথম রেলপথ চালু হয়?
উত্তরঃ- 1830 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের প্রথম রেলপথ চালু হয়।

57. ভারতীয় টেলিগ্রাফ ব্যবস্থা কবে চালু হয় এবং বিলুপ্তি হয়?
উত্তরঃ- ভারতীয় টেলিগ্রাফ ব্যবস্থা শুরু হয় 1851 খ্রিস্টাব্দে এবং বিলুপ্ত হয় 2013 খ্রিস্টাব্দে।

58. কোন দেশে প্রথম টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা শুরু হয়?
উত্তরঃ- ইংল্যান্ডে প্রথম টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা শুরু হয়।

59. ভারতের রেলপথ কে, কবে প্রবর্তন করেন?
উত্তরঃ- লর্ড ডালহৌসি 1853 খ্রিস্টাব্দে প্রথম রেলপথ প্রবর্তন করেন।

60. মহাত্মা গান্ধীর ব্যবহৃত টুপি কি নামে পরিচিত?
উত্তরঃ- মহাত্মা গান্ধীর ব্যবহৃত টুপি ‘ গান্ধী টুপি’ নামে পরিচিত।

61. ‘বাঙালির বেশবাস’ গ্রন্থটির লেখক কে?
উত্তরঃ- ‘বাঙালির বেশবাস’ গ্রন্থটির লেখক হলেন মলয় রায়।

62. পারসি রীতির অনুসরণে বাংলায় ব্রাহ্ম সমাজের নারীরা যে শাড়ি পড়তো তার নাম কি?
উত্তরঃ- পারসি রীতির অনুসরণে বাংলায় ব্রাহ্ম সমাজের নারীরা যে শাড়ি পড়তো তার নাম ব্রাহ্মিকা শাড়ি।

63. 1870-এর দশকে ইংল্যান্ডের একজন পোশাক সংস্কারকের নাম লেখ
উত্তরঃ- 1870-এর দশকে ইংল্যান্ডের একজন পোশাক সংস্কারকের নাম মিসেস স্টানটন।

64. পোশাক-পরিচ্ছদের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত একজন গবেষক ও তাঁর গ্রন্থের নাম লেখ।
উত্তরঃ- পোশাক-পরিচ্ছদের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত একজন গবেষক বলেন এল. টেলর এবং তাঁর গবেষণা গ্রন্থ ‘দ্য স্টাডি অব ড্রেস হিস্ট্রি’।

65. পোশাক সংক্রান্ত সুম্পটুয়ারি ল’জ কোন দেশে কঠোরভাবে মেনে চলা হত?
উত্তরঃ- ফ্রান্সে পোশাক সংক্রান্ত সুম্পটুয়ারি ল’জ কঠোরভাবে মেনে চলা হত।

66. নটী বিনোদিনী কে ?
উত্তরঃ- নটী বিনোদিনী উনিশ শতকের বাংলার একজন বিখ্যাত মঞ্চ অভিনেত্রী।

67. কলকাতায় ‘স্টার থিয়েটার’ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ- কলকাতায় ‘স্টার থিয়েটার’ প্রতিষ্ঠিত হয় 1884 খ্রিস্টাব্দে।

68. ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস কোনটি?
উত্তরঃ- কলহনের ‘রাজতরঙ্গিনী’ ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস।

69. পশ্চিমবঙ্গ সংস্কৃতি গ্রন্থের লেখক কে?
উত্তরঃ- বিনয় ঘোষ এই গ্রন্থের লেখক।

70. ভারতীয় জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ- 1814 খ্রিস্টাব্দে ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয়।

71. ব্রিটিশ মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ- 1753 খ্রিস্টাব্দে ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়।

72. বর্তমান কলকাতার দুটি ব্রিটিশ স্থাপত্যের নাম লেখ।
উত্তরঃ- বর্তমান কলকাতার ব্রিটিশ স্থাপত্য হল রাইটার্স বিল্ডিং এবং জাতীয় গ্রন্থাগার।

73. 19 শতকের দুজন বাঙালি ফটোগ্রাফারের নাম লেখ।
উত্তরঃ- উনিশ শতকের দুজন বাঙালি ফটোগ্রাফারের নাম হল – রাজেন্দ্রলাল মিত্র এবং প্রিয়নাথ শেঠ।

74. দ্বিতীয় বিশ্বযুদ্ধকালের দুজন শিল্পীর নাম লেখ।
উত্তরঃ- দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালের দু’জন শিল্পী হলেন জয়নুল আবেদিন এবং চিত্তপ্রসাদ ভট্টাচার্য।

75. গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা দুটি ছবির নাম লেখ।
উত্তরঃ- গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা দুটি ছবি হল – ‘অদ্ভুত লোক’ ও ‘নবহুল্লোড়‘।

76. অবনীন্দ্রনাথ ঠাকুরের দুজন শিল্পীর নাম লেখ।
উত্তরঃ- অবনীন্দ্রনাথ দুজন শিল্পীশিষ্য হল – নন্দলাল বসু ও অসিতকুমার হালদার।

77. যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে একজন গবেষক ও তাঁর রচিত গ্রন্থের নাম লেখ।
উত্তরঃ- উইলিয়াম আরনেস্ট ওয়েল্ড যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে একজন গবেষক ও তাঁর রচিত গ্রন্থের নাম হল ‘ ইন্ডিয়ান ডিমান্ড ফর ট্রানস্পর্টেশন’।

78. রাইট ভ্রাতৃদ্বয় কবে এরো প্লেন আবিষ্কার করেন?
উত্তরঃ- রাইট ভ্রাতৃদ্বয় এরোপ্লেন আবিষ্কার করেন 1903 খ্রিস্টাব্দে।

79. কলকাতায় কবে ইলেকট্রিক ট্রামগাড়ি চালু হয়?
উত্তরঃ- কলকাতায় ইলেকট্রিক ট্রামগাড়ি চালু হয় 1902 খ্রিস্টাব্দে।

80. ঘোড়ায় টানা কলকাতায় কবে থেকে চলতে শুরু করে?
উত্তরঃ- ঘোড়ায় টানা কলকাতায় চলতে শুরু করে – 1873 খ্রিস্টাব্দে।

81. কলকাতায় কবে সেন্ট্রাল টেলিফোন এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ- 1882 খ্রিস্টাব্দে কলকাতায় সেন্ট্রাল টেলিফোন এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়।

82. রামচন্দ্র গুহ রচিত পরিবেশ ইতিহাস সম্পর্কে একটি গ্রন্থের নাম লেখ।
উত্তরঃ- রামচন্দ্র গুহ রচিত পরিবেশ ইতিহাস সংক্রান্ত একটি বই হল ‘ইনভায়ারনমেন্টালিজম : আ গ্লোবাল হিস্ট্রি’।

83. ‘দি অরিজিন অব দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়র’ এই গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ- ‘দি অরিজিন অব দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়র’ গ্রন্থটির রচয়িতা – এ.জে.পি.টেলর।

84. দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে বিবেকানন্দ মুখোপাধ্যায় রচিত ইতিহাস গ্রন্থের নাম কি?
উত্তরঃ- দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে বিবেকানন্দ মুখোপাধ্যায় রচিত ইতিহাস গ্রন্থের নাম ‘দ্বিতীয় মহাযুদ্ধের ইতিহাস’।

85. প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে প্রামাণ্য গ্রন্থের রচয়িতা একজন ঐতিহাসিকের নাম লেখ।
উত্তরঃ- প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে প্রামাণ্য গ্রন্থের রচয়িতা একজন মার্কিন ঐতিহাসিক এস.বি.ফে.।

86. ‘মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া’ গ্রন্থটি কে লিখেছিলেন?
উত্তরঃ- ‘মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া’ গ্রন্থটি লিখেছেন যাদুনাথ সরকার।

87. বোম্বাই শহরের বিবর্তনের ইতিহাস রচয়িতাদের মধ্যে বিখ্যাত একজনের নাম লেখ।
উত্তরঃ- ক্রিস্টিন ডাবিন বোম্বাই শহরের বিবর্তনের ইতিহাস রচয়িতাদের মধ্যে একজন।

88. বাংলার দুজন শহরের ইতিহাসকার ও ইতিহাস গ্রন্থের নাম লেখ।
উত্তরঃ- বাংলার দুজন শহরের ইতিহাসকার ও ইতিহাস গ্রন্থ হল হরিসাধন মুখোপাধ্যায় রচিত ‘ কলিকাতা সেকালের ও একালের’ এবং হরিহর শেঠ রচিত ‘ প্রাচীন কলকাতা পরিচয়’/ বিনয় ঘোষ রচিত ‘ কলকাতা শহরের ইতিবৃত্ত’।

89. কলকাতা শহরের বিবর্তনের ইতিহাস রচয়িতা দের মধ্যে একজনের নাম লেখ।
উত্তরঃ- কলকাতা শহরের বিবর্তনের ইতিহাস রচয়িতা দের মধ্যে একজন হলেন পি. টি. নায়ার।

90. ‘সেতিহাস বগুড়ার বৃত্তান্ত’ গ্রন্থটি কার লেখা।
উত্তরঃ- ‘সেতিহাস বগুড়ার বৃত্তান্ত’ গ্রন্থটি কালিকমল সার্ব্বভৌম-র লেখা।

91. বাংলার দুজন ঐতিহাসিক ও তাঁদের লেখা আঞ্চলিক ইতিহাস গ্রন্থের নাম লেখ।
উত্তরঃ- বাংলার দুজন ঐতিহাসিক ও তাঁদের লেখা আঞ্চলিক ইতিহাস গ্রন্থ হল সতীশচন্দ্র মিত্র রচিত ‘যশোহর খুলনার ইতিহাস’ এবং নিখিলনাথ রায় রচিত ‘মুর্শিদাবাদ কাহিনি’।

92. ‘সোমপ্রকাশ’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ- ‘সোমপ্রকাশ’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন সংস্কৃত কলেজের অধ্যাপক দ্বারকানাথ বিদ্যাভূষণ।

93. ‘সোমপ্রকাশ’ পত্রিকা কবে প্রকাশিত হয়?
উত্তরঃ- ‘সোমপ্রকাশ’ পত্রিকা প্রকাশিত হয় 1858 খ্রিস্টাব্দে।

94. ‘বঙ্গদর্শন’ সাময়িকপত্র কে প্রবর্তন করেন?
উত্তরঃ- ‘বঙ্গদর্শন’ সাময়িকপত্র প্রবর্তন করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

95. ‘বঙ্গদর্শন’ পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়?
উত্তরঃ- ‘বঙ্গদর্শন’ প্রকাশিত হয় 12 এপ্রিল, 1872 খ্রিস্টাব্দে।

96. উনিশ শতকের প্রথম সারির কয়েকটি বাংলা সাময়িকপত্রের নাম লেখ।
উত্তরঃ- উনিশ শতকের প্রথম সারির কয়েকটি বাংলা সাময়িকপত্র হল ‘বঙ্গদর্শন’,’ভারতী’ ইত্যাদি।

97. উনিশ শতকের প্রথম সারির দুটি বাংলা সংবাদপত্রের নাম লেখ।
উত্তরঃ- উনিশ শতকের প্রথম সারির দুটি বাংলা সংবাদপত্রের নাম হল ‘সংবাদ প্রভাকর’ এবং ‘সোমপ্রকাশ’।

98. ‘সমাচার চন্দ্রিকা’ কে প্রকাশ করেন ?
উত্তরঃ- ‘সমাচার চন্দ্রিকা’ ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেন।

99. ‘সমাচার দর্পণ’ কবে প্রকাশিত হয়?
উত্তরঃ- 1818 খ্রিস্টাব্দের মে মাসে ‘সমাচার দর্পণ’ প্রকাশিত হয়।

100. ‘দিগদর্শন’- এর সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ- ‘দিগদর্শন’-এর সম্পাদক ছিলেন জে.মার্শম্যান।

101. জওহরলাল নেহেরু ও ইন্দিরা গান্ধীর পরিচয় কি?
উত্তরঃ-জহরলাল নেহেরু ছিলেন স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী এবং তাঁর কন্যা ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী।

102. স্বাধীনতা আন্দোলনের ইতিহাস জানা যায় দুটি আত্মজীবনীর নাম লেখ।
উত্তরঃ- স্বাধীনতা আন্দোলনের ইতিহাস সম্পর্কিত দুটি আত্মজীবনী সরলাদেবী চৌধুরানীর ‘ জীবনের ঝরাপাতা’ এবং বিপিনচন্দ্র পালের ‘ সত্তর বৎসর’।

103. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকার নাম কি ?
উত্তরঃ- বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকার নাম ‘দিগদর্শন’।

104. স্বদেশী আন্দোলনকালে ‘লক্ষীর ভান্ডার’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- সরলাদেবী চৌধুরানী স্বদেশী আন্দোলনের সময় ‘লক্ষীর ভান্ডার’ প্রতিষ্ঠা করেন।

105. ‘জীবনের ঝরাপাতা’ কবে কোথায় প্রকাশিত হত?
উত্তরঃ- 1954-55 খ্রিস্টাব্দে সাপ্তাহিক ‘দেশ’ পত্রিকায় ‘জীবনের ঝরাপাতা’ প্রকাশিত হত।

106. সরলাদেবী চৌধুরানির আত্মজীবনী গ্রন্থের নাম কি?
উত্তরঃ- সরলাদেবী চৌধুরানির আত্মজীবনীর নাম ‘জীবনের ঝরাপাতা’।

107. জীবনের ঝরাপাতা কি ধরনের সাহিত্য?
উত্তরঃ- জীবনের ঝরাপাতা আত্মজীবনীমূলক সাহিত্য।

108. ভারতের নারী- ইতিহাসচর্চার ক্ষেত্রে কয়েকজন গবেষিকার নাম লেখ।
উত্তরঃ- ভারতের নারী- ইতিহাসচর্চার কয়েকজন গবেষিকা হলেন – ভারতী রায়, রত্নাবলী চট্টোপাধ্যায়, নীরা দেশাই, শমিতা সেন।

109. ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কি?
উত্তরঃ- ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কাদম্বিনী গঙ্গোপাধ্যায়

110. মধুসূদন গুপ্তের শব ব্যবচ্ছেদ স্মরণীয় কেন?
উত্তরঃ- অন্ধ ধর্মবিশ্বাস ও কুসংস্কার ত্যাগ করে, শুধু চিকিৎসা বিজ্ঞানের প্রসারের জন্য এই শব ব্যবচ্ছেদ করা হয়েছিল বলে ঘটনাটি স্মরণীয়।

111. ভারতের মঙ্গল অভিযান প্রকল্প কবে বাস্তবায়িত হয়?
উত্তরঃ- ভারতের মঙ্গল অভিযান প্রকল্প বাস্তবায়িত হয় 2013 খ্রিস্টাব্দে।

112. চিকিৎসাবিদ্যায় রেডিয়োলজির ব্যবহার কখন হয়?
উত্তরঃ- 1895 খ্রিস্টাব্দে চিকিৎসায় রেডিয়োলজির ব্যবহার শুরু হয়।

113. বিজ্ঞান- প্রযুক্তি চর্চা সম্পর্কিত একটি গ্রন্থের নাম লেখ।
উত্তরঃ- দীপক কুমার রচিত ‘সাইন্স এন্ড দ্য রাজ’ বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক একটি গ্রন্থ।

114. ‘দি স্ট্রাকচার অফ সাইন্টিফিক রেভোলিউশন’ নামক গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ- ‘স্ট্রাকচার অফ সাইন্টিফিক রিভোলিউশন’ নামক গ্রন্থটির রচয়িতা টমাস কুন।

115. ‘ম্যান এন্ড দ্যা ন্যাচারাল ওয়ার্ল্ড’ বইটির লেখক কে?
উত্তরঃ- ‘ম্যান এন্ড দ্যা ন্যাচারাল ওয়ার্ল্ড’ বইটির লেখক হলেন কীথ টমাস।

116. অরণ্যের অধিকার-কেন্দ্রিক দু’টি বিদ্রোহের নাম লেখ সাল সহ?
উত্তরঃ- অরণ্যের অধিকার-কেন্দ্রিক দু’টি বিদ্রোহ হল 1855 খ্রিস্টাব্দে সংঘটিত সাঁওতাল বিদ্রোহ এবং 1900 খ্রিস্টাব্দে সংঘটিত হয় মুন্ডা বিদ্রোহ।

117. পরিবেশ আন্দোলনের দুজন নেত্রীর কে ছিলেন?
উত্তরঃ- পরিবেশ আন্দোলনের দুজন নেত্রী হলেন মেধা পাটেকর এবং অরুন্ধতী রায়।

118. মেধা পাটেকর কে ছিলেন?
উত্তরঃ- নর্মদা বাঁচাও নামক পরিবেশ আন্দোলনের নেত্রী মেধা পাটেকর।

119. ‘ইকোলজিক্যাল ইম্পেরিয়ালজম’ কার লেখা ?
উত্তরঃ- ‘ইকোলজিক্যাল ইম্পেরিয়ালজম’ অ্যালফ্রেড ডব্লিউ ক্রুস এর লেখা।

120. ডেভিড আর্নল্ড সম্পাদিত পরিবেশ সম্পর্কিত একটি গ্রন্থের নাম লেখ।
উত্তরঃ- ডেভিড আর্নল্ড সম্পাদিত পরিবেশ সম্পর্কিত একটি গ্রন্থের নাম হল ‘নেচার, কালচার’।

121. ‘ছেড়ে আসা গ্রাম’ কি ধরনের সাহিত্য?
উত্তরঃ- ‘ছেড়ে আসা গ্রাম’

122. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘জীবনস্মৃতি’ কবে প্রকাশিত হয়?
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘জীবনস্মৃতি’ প্রকাশিত হয় 1922 খ্রিস্টাব্দে।

123. রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথামূলক গ্রন্থটির নাম কি?
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথামূলক গ্রন্থটির নাম ‘জীবনস্মৃতি’।

124. ‘জীবনস্মৃতি’ কার আত্মজীবনী?
উত্তরঃ- ‘জীবনস্মৃতি’ রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী।

125. বিপিনচন্দ্র পালের অসমাপ্ত আত্মজীবনী ‘সত্তর বৎসর’ কবে গ্রন্থাকারে প্রকাশিত হয়?
উত্তরঃ- বিপিনচন্দ্র পালের অসমাপ্ত আত্মজীবনী ‘সত্তর বৎসর’ 1954 খ্রিস্টাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয়।

126. ‘সত্তর বৎসর’ নামে আত্মজীবনীটি কার লেখা?
উত্তরঃ- ‘সত্তর বৎসর ‘ নামে আত্মজীবনীটি বিপিনচন্দ্র পালের লেখা।

127. উইলিয়াম উইলসন হান্টার কে ছিলেন?
উত্তরঃ- উইলিয়াম উইলসন হান্টার ছিলেন ব্রিটিশ আমলের একজন দক্ষ প্রসাশক ও ঐতিহাসিক।

128. সরকারি নথিপত্রের মধ্যে একটি উল্লেখযোগ্য বিবরণ এর উদাহরণ লেখ।
উত্তরঃ- সরকারি নথিপত্রের মধ্যে একটি উল্লেখযোগ্য বিবরণ হল ‘নীল কমিশনের বিবরণ’।

129. সরকারি আধিকারিকের প্রতিবেদনের একটি উদাহরণ লেখ।
উত্তরঃ- টমাস ব্যাবিংটন মেকলের প্রতিবেদন সরকারি আধিকারিকদের প্রতিবেদন গুলির মধ্যে অন্যতম।

130. গোপন নথিপত্রের মধ্যে উল্লেখযোগ্য দিকগুলো কি কি?
উত্তরঃ- গোপন নথিপত্রের মধ্যে উল্লেখযোগ্য হল পুলিশ, গোয়েন্দা ও স্বরাষ্ট্র বিভাগের নথিপত্র।

131. ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত?
উত্তরঃ- ভারতের জাতীয় মহাফেজখানা দিল্লিতে অবস্থিত।

132. সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়?
উত্তরঃ- সরকারি নথিপত্র মহাফেজখানা বা লেখ্যোগারে (আর্কাইভস) সংরক্ষণ করা হয়।

133. ‘ইংরেজরা পাখি মারতে গেলে তার ও ইতিহাস রচিত হয়’ – কথাটি কে বলেছেন?
উত্তরঃ- ‘ইংরেজরা পাখি মারতে গেলে তার ও ইতিহাস রচিত হয়’ – কথাটি বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

134. জেরালিন্ড ফরবেশ রচিত ভারতের নারী-ইতিহাস সম্পর্কিত গ্রন্থের নাম কি?
উত্তরঃ- জেরালিন্ড ফরবেশ রচিত ভারতের নারী-ইতিহাস সম্পর্কিত গ্রন্থের নাম ‘উওমেন ইন মডার্ন ইন্ডিয়া’।

Class 10 History Chapter 01 Very Short Question Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় 01 অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর – ইতিহাসের ধারণা

Shares:

Related Posts

Class 10

Class 10 History Chapter 05 MCQ & SAQ Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় ০৫ – বিকল্প চিন্তা ও উদ্যোগ প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায় অর্থাৎ বিকল্প চিন্তা ও উদ্যোগ এর বেশ কিছু প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 History Chapter 05 MCQ & SAQ Answer Class 10
wbbse-class-10-geography-short-question-answer
Class 10

Class 10 Geography Chapter 01 Very Short Question Answer

১. বহির্জাত প্রক্রিয়া সাধনের মূল উৎস কি?উত্তরঃ- সৌরশক্তি২. পর্যায়ন এর ভাগ দুটি কি কি?উত্তরঃ- অবরোহন ও আরোহন৩. মাটির মধ্যে জমে থাকা বরফসহ জলের ভান্ডার কে কি বলে?উত্তরঃ- বারিমন্ডল৪. জলচক্রের গুরুত্বপূর্ণ
Class 10

West Bengal Madhyamik (Class 10th) Bengali Question Paper 2020 with Answer | মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্নপত্র ২০২০

এই নিবন্ধে আমরা মাধ্যমিক (দশম) শ্রেণির ২০২০ সালের বাংলা প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। West Bengal Madhyamik (Class 10th) Bengali Question Paper 2020 with Answer West Bengal Madhyamik (Class 10th) Bengali