Class 10

Class 10 Life Science Chapter 01 T&F Very Short QnA | দশম শ্রেণী জীব বিদ্যা অধ্যায় ০১ এর সত্য মিথ্যা ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

Class 10 Life Science Chapter 01 T&F Very Short QnA | দশম শ্রেণী জীব বিদ্যা অধ্যায় ০১ এর সত্য মিথ্যা ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর  
Class-10-Life-Science-Chapter-01

Class 10 Life Science Chapter 01 T&F Very Short QnA | দশম শ্রেণী জীব বিদ্যা অধ্যায় ০১ এর সত্য মিথ্যা ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

Class 10 Life Science Chapter 01 T&F | দশম শ্রেণী জীব বিদ্যা অধ্যায় ০১ এর সত্য মিথ্যা

1. ট্রপিক চলন হল উদ্ভিদের বৃদ্ধি জনিত চলন।
-সত্য

2. কেমোন্যাস্টিক চলনের উদ্দীপক হল রাসায়নিক পদার্থ।
-সত্য

3. ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতা অনুযায়ী ঘটে।
-সত্য

4. লজ্জাবতী পাতায় প্রকরণ জনিত চলন দেখা যায়।
-মিথ্যা

5. সূর্যশিশির নামক পতঙ্গভূক উদ্ভিদের পাতায় রোম থাকে।
-সত্য

6. কান্ড ও লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূল জলের উৎসের দিকে বৃদ্ধি পায়।
-মিথ্যা

7. প্রধান মূল অভিকর্ষ বলের অনুকূলে মাটির নিচে বৃদ্ধি পায়।
-সত্য

8. বনচাঁড়াল উদ্ভিদ ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ নামে পরিচিত।
-সত্য

9. পদ্মফুলে থার্মো ন্যাস্টিক চলন দেখা যায়।
-মিথ্যা

10. মূলের চলন অনুকূল আলোকবর্তি চলন।
-মিথ্যা

11. লজ্জাবতীর উত্তেজনায় সাড়া দেওয়া স্নায়ুতন্ত্রের মাধ্যমে ঘটে।
-মিথ্যা

12. লজ্জাবতী লতার সিসমোন্যাস্টিক চলন দেখা যায়।
-সত্য

13. বনচাঁড়াল এর প্রকরণ চলন একপ্রকার বৃদ্ধিজ চলন।
-মিথ্যা

14. পরিবেশের পরিবর্তন অনুভব করে জীবের সাড়া প্রদানের ক্ষমতা কে সংবেদনশীলতা বলে।
-সত্য

15. সূর্যমুখী ফুলের পাপড়ি মেলা ও বন্ধ হওয়া একপ্রকার ট্রপিক চলন।
-মিথ্যা

Class 10 Life Science Chapter 01 Very Short QnA | দশম শ্রেণী জীব বিদ্যা অধ্যায় ০১ এর অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

1. বনচাঁড়াল উদ্ভিদের পাতার প্রকৃতি কিরূপ?
উত্তরঃ- বনচাঁড়াল উদ্ভিদের পাতার প্রকৃতি ত্রিফলকবিশিষ্ট পক্ষল যৌগিক পত্র।

2. উদ্ভিদ কিভাবে পরিবেশের পরিবর্তনের সাড়া দেয়?
উত্তরঃ- উদ্ভিদের বৃদ্ধিজ চলন বা রসস্ফীতি জনিত চলন এর মাধ্যমে সাড়া দেয়।

3. কোন কোশের রসস্ফীতির তারতম্যের জন্য বনচাঁড়ালের পত্রকের চলন ঘটে?
উত্তরঃ- উপাদান কোশের রসস্ফীতি তারতম্যের জন্য বনচাঁড়াল বা লজ্জাবতীর পত্রকের চলন ঘটে।

4. ফ্লাজেলার সাহায্যে কোন প্রকার শৈবাল সূর্যের আলোর দিকে চলে যায়?
উত্তরঃ- ফ্লাজেলা সাহায্যে ক্ল্যামাইডোমোনাস প্রকার শৈবাল সূর্যের আলোর দিকে চলে যায়।

5. সংবেদনশীলতার একটি উদাহরণ দাও।
উত্তরঃ- লজ্জাবতী লতার পাতাকে স্পর্শ করলে পত্রগুলি নুয়ে পড়ে এটি এক প্রকার সংবেদনশীলতা।

6. ‘Plant response’ বইটি কার লেখা ?
উত্তরঃ- ‘Plant response’বইটি জগদীশচন্দ্র বসুর লেখা।

7. বিভিন্ন উদ্দীপনায় উদ্ভিদ দেহে উৎপন্ন সাড়া লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করতে কোন কোন যন্ত্র ব্যবহৃত হয়?
উত্তরঃ- প্লান্টফইটোগ্রাফ এবং ক্রেসকোগ্রাফ।

8. প্রাণীর মতো উদ্ভিদ দেহে ‘রিফ্লেক্স আর্ক’ এর অস্তিত্ব প্রমাণ করতে জগদীশচন্দ্র বসু কোন যন্ত্র ব্যবহার করেন?
উত্তরঃ- প্রাণীর মতো উদ্ভিদ দেহে ‘রিফ্লেক্স আর্ক’ এর অস্তিত্ব প্রমাণ করতে জগদীশচন্দ্র বসু রেজোন্যান্ট নামক রেকর্ডার যন্ত্র ব্যবহার করেন।

9. জগদীশচন্দ্র বসু কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদ দেহে প্রাণের উপস্থিতি প্রমাণে সমর্থ হন?
উত্তরঃ- ক্রেসকোগ্রাফ নামক যন্ত্রের সাহায্যে জগদীশচন্দ্র বসু প্রাণের অস্তিত্ব প্রমাণ সমর্থ হন।

10. ট্যাকটিক চলন দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখ।
উত্তরঃ- ক্ল্যামাইডোমোনাস/ ভলভক্স নামক উদ্ভিদে ট্যাকটিক চলন দেখা যায়।

11. কোন প্রকার চলনে সমগ্র উদ্ভিদ দেহের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে?
উত্তরঃ- ট্যাকটিক চলন এর সমগ্র উদ্ভিদ দেহের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে।

12. ভেনাস ফ্লাইট্র্যাপ উদ্ভিদের পাতায় সূক্ষ্ম সংবেদনশীল রোমের চলন কি চলন?
উত্তরঃ- ভেনাস ফ্লাইট্র্যাপ উদ্ভিদের পাতায় সূক্ষ্ম সংবেদনশীল রোমের চলন কেমোন্যাস্টিক চলন।

13. উদ্ভিদের শাখা প্রশাখা সূর্যালোকের দিকে বৃদ্ধি পায় এটি কি জাতীয় চলন ?
উত্তরঃ- উদ্ভিদের শাখা প্রশাখা সূর্যালোকের দিকে বৃদ্ধি পায় এটি অনুকূল আলোকবর্তিকা চলন বা পজিটিভ ফটোট্রপিক চলন।

14. স্বল্প সূর্যালোকে ফোটে এমন দুটি ফুলের নাম লেখ?
উত্তরঃ- স্বল্প সূর্যালোকে ফোটে এমন দুটি ফুলের নাম বেল, হাসনুহানা।

15. হেলিও ট্রপিজম কি ?
উত্তরঃ- ফটোট্রপিক চলনে আলোর উৎস সূর্য বলে ফটোট্রপিক চলনকে হেলিও ট্রপিজম বলে।

16. নিকটিন্যাস্টিক চলন কি ?
উত্তরঃ- আলো ও তাপমাত্রা উভয়ের তীব্রতা হ্রাসবৃদ্ধি দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের রসস্ফীতি জনিত অবশিষ্ট বক্র চলন। কৃষ্ণচূড়া, তেতুল গাছে দেখা যায়।

17. কেমোন্যাস্টিক চলন দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখ?
উত্তরঃ- কেমোন্যাস্টিক চলন দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম সূর্যশিশির।

18. সূর্যাস্তের পর তেতুল গাছের পাতাগুলি মুড়ে যায় এটি কি ধরনের চলন?
উত্তরঃ- সূর্যাস্তের পর তেতুল গাছের পাতাগুলি মুড়ে যায় এটি নিকটিন্যাস্টি ধরনের চলন।

19. শ্বাসমূল এ কি কি প্রকারের ট্রপিক চলন দেখা যায় ?
উত্তরঃ- শ্বাসমূলে আলোক অনুকূলবর্তি, অভিকর্ষ প্রতিকূলবর্তি ও জল প্রতিকূলবর্তি ট্রপিক চলন দেখা যায়।

20. মূলে কি কি প্রকারের ট্রপিক চলন দেখা যায়?
উত্তরঃ- মূলে আলোক অনুকূলবর্তি, অভিকর্ষ অনুকূলবর্তি ও জল প্রতিকূলবর্তি ট্রপিক চলন দেখা যায়।

21. ফটোন্যাস্টিক চলনের একটি উদাহরণ দাও।
উত্তরঃ- আলোর তীব্রতার ফলে সূর্যমুখীর দিক পরিবর্তিত হয় এটি এক প্রকার ফটন্যাস্টিক চলন।

22. কাণ্ডে কি কি প্রকারের ট্রপিক চলন দেখা যায়?
উত্তরঃ- কাণ্ডে আলোক অনুকূলবর্তি, অভিকর্ষ প্রতিকূলবর্তি ও জল প্রতিকূলবর্তি ট্রপিক চলন দেখা যায়।

23. একটি স্পর্শ ব্যপ্তি চলন এর উদাহরণ দাও।
উত্তরঃ- স্পর্শ করলে লজ্জাবতী সহ কিছু উদ্ভিদের পাতা বুজে যায়। এটি সিসমোন্যাস্টিক চলন ।

24. কোন রাসায়নিক পদার্থের সংস্পর্শে উদ্ভিদ অঙ্গের ন্যাস্টিকচলনকে কি বলে ?
উত্তরঃ- কোন রাসায়নিক পদার্থের সংস্পর্শে উদ্ভিদ অঙ্গের ন্যাস্টিকচলনকে কেমোন্যাস্টিক চলন বলে।

25. পরাগমিলনের পর পরাগনালিকা ডিম্বাণুর দিকে বৃদ্ধি পেয়ে থাকে এটি কি ধরনের চলন?
উত্তরঃ- পরাগমিলনের পর পরাগনালিকা ডিম্বাণুর দিকে বৃদ্ধি পেয়ে থাকে এটি কেমোট্রপিক ধরনের চলন।

26. কোন প্রকার বক্রচলনে উদ্দীপক প্রয়োজন হয়?
উত্তরঃ- আবিষ্ট বক্রচলনে উদ্দীপক প্রয়োজন হয়।

27. ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলনের একটি উদাহরণ দাও।
উত্তরঃ- পদ্মফুলের পাপড়ি তীব্র আলোকে খুলে যায়, আবার কম আলোকে মুদে যায়। এটি একপ্রকার ফটোন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন।

28. মাটিতে আবদ্ধ উদ্ভিদ উদ্দীপকের প্রভাবে বা উদ্দীপক ছাড়াই নানাভাবে বেঁকে যায়, এটি কি প্রকারের চলন বলে?
উত্তরঃ- মাটিতে আবদ্ধ উদ্ভিদ উদ্দীপকের প্রভাবে বা উদ্দীপক ছাড়াই নানাভাবে বেঁকে যায়, এটিকে বক্রচলন বলে।

29. ফটোন্যাস্টিক চলন কিসের প্রভাবে ঘটে?
উত্তরঃ- ফটোন্যাস্টিক চলন আলোর তীব্রতার প্রভাবে ঘটে।

30. সিসমোন্যাস্টিক চলনে কোনটি উদ্দীপক হিসেবে কাজ করে?
উত্তরঃ- সিসমোন্যাস্টিক চলনে স্পর্শ ও আঘাতউদ্দীপক হিসেবে কাজ করে।

31. ‘বটের ঝুরি সোজা মাটির দিকে যায়’ এটি কি প্রকার চলন?
উত্তরঃ- ‘বটের ঝুরি সোজা মাটির দিকে যায়’ এটি অনুকূল অভিকর্ষবর্তি চলন।

32. পত্ররন্ধ্রের খোলা বা বন্ধ হওয়া কোন প্রকার চলন?
উত্তরঃ- পত্ররন্ধ্রের খোলা বা বন্ধ হওয়া ফটোন্যাস্টিক প্রকার চলন।

33. মূলের প্রতিকূল অভিকর্ষবৃত্তীয় চলনের উদাহরণ দাও।
উত্তরঃ- লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূল। যেমন- সুন্দরী গাছ।

34. অনুকূল অভিকর্ষবর্তি চলন ও জলবৃত্তিজ চলন কোথায় দেখা যায়?
উত্তরঃ- অনুকূল অভিকর্ষবর্তি চলন ও জলবৃত্তিজ চলন উদ্ভিদের মূলে দেখা যায়।

35. উষ্ণতার তীব্রতা দ্বারা উদ্ভিদের ফুল ফোটা কি জাতীয় চলন?
উত্তরঃ- উষ্ণতার তীব্রতা দ্বারা উদ্ভিদের ফুল ফোটা থার্মোন্যাস্টিক জাতীয় চলন।

36. উদ্ভিদের রসস্ফীতিজনিত চলন প্রকৃতপক্ষে কি চলন?
উত্তরঃ- উদ্ভিদের রসস্ফীতিজনিত চলন প্রকৃতপক্ষে ন্যাস্টিকচলন।

37. স্বতঃস্ফূর্ত চলন কি ধরনের উদ্দীপকের প্রভাবে ঘটে?
উত্তরঃ- বিভিন্ন অভ্যান্তরীণ উদ্দীপকের প্রভাবে স্বতঃস্ফূর্ত চলন ঘটে।

38. লজ্জাবতীর কোন কোশ চেষ্টীয় স্নায়ুতন্ত্রের মত কাজ করে?
উত্তরঃ- লজ্জাবতীর পালভিনি কোশ চেষ্টীয় স্নায়ুতন্ত্রের মত কাজ করে।

Class 10 Life Science Chapter 01 T&F Very Short QnA | দশম শ্রেণী জীব বিদ্যা অধ্যায় ০১ এর সত্য মিথ্যা ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

Shares:

Related Posts

Madhyamik-Bangla-Question-Paper-PDF-2022
Class 10

Madhyamik Bangla Question Paper PDF 2022 | মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র 2022 PDF

Madhyamik Bangla Question Paper PDF 2022 | মাধ্যমিক 2022 বাংলা প্রশ্নপত্র PDFএই নিবন্ধে আজকে আমরা 2022 সালের মাধ্যমিক প্রশ্নপত্র-এর প্রশ্নসমূহ গুলো একত্রিত করেছি এবং এর PDF নিচে দেওয়া হয়েছে। তোমরা
Class 10

Madhyamik History Question Paper PDF 2023 | মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র PDF 2023

Madhyamik History Question Paper PDF 2023 | মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র PDF 2023 এই নিবন্ধে আমরা জানবো 2023 সালের মাধ্যমিকের প্রশ্নগুলি সম্পর্কে। আশা করি তোমরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিলে
Class 10

Madhyamik Math Question Paper PDF 2023 | মাধ্যমিক গণিত প্রশ্নপত্র PDF 2023

Madhyamik Math Question Paper PDF 2023 | মাধ্যমিক গণিত প্রশ্নপত্র PDF 2023 এই নিবন্ধে আমরা জানবো 2023 সালের মাধ্যমিকের প্রশ্নগুলি সম্পর্কে। আশা করি তোমরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিলে